As the sun ______, I decided to go out.
A
has shone
B
shine
C
shines
D
was shining
উত্তরের বিবরণ
অতীতে যখন একটি কাজ চলছিলো, তখন যদি অন্য কোনো কাজ ঘটে, তাহলে চলমান কাজটি past continuous tense এ হবে।
-
যদি মূল বাক্যটি past tense হয়, তবে তার সঙ্গে যুক্ত বাক্যও past tense হবে।
এজন্য, শূন্যস্থানে "was shining" ব্যবহার করা উচিত।
-
পুরো বাক্য হবে: "As the sun was shining, I decided to go out."

0
Updated: 2 months ago
Slow and steady ____ the race. (Fill in the gap)
Created: 1 month ago
A
win
B
wins
C
has won
D
won
শূন্যস্থানে সঠিক ক্রিয়া হলো “wins”। সম্পূর্ণ বাক্যটি হয়:
“Slow and steady wins the race.”
কারণ:
-
সমজাতীয় একাধিক noun:
-
এখানে “slow and steady” দুটি সমজাতীয় noun বা ধারণা।
-
যখন এমন সমজাতীয় noun একসাথে ব্যবহার করা হয় এবং তারা একক ধারণাকে বোঝায়, তখন সেটিকে singular ধরা হয়।
-
সেক্ষেত্রে verb-ও singular হয়।
-
-
প্রবাদ হিসেবে ব্যাবহার:
-
এটি একটি সুপরিচিত প্রবাদ। প্রবাদগুলো সাধারণত singular ফর্মে ধরা হয়।
-
তাই, শূন্যস্থানে “wins” বসানোই সঠিক।
-
উৎস:
-
Murphy’s English Grammar (প্রবাদ ও singular noun-এর ব্যবহার)
-
Cambridge Dictionary – Phrases & Idioms

0
Updated: 1 month ago
Nobody knocked him down; it was an ____
Created: 2 months ago
A
incident
B
occurrence
C
accident
D
event
knock somebody down
ইংরেজি অর্থ: বিশেষ করে কোনো যানবাহন দ্বারা কাউকে ধাক্কা মারার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়া।
বাংলা অর্থ: কাউকে ভূপাতিত করা বা ফেলে দেওয়া।
• knock something down
ইংরেজি অর্থ: কোনো ভবন বা গঠনমূলক বস্তু ধ্বংস করা।
বাংলা অর্থ: ভেঙে ফেলা; সম্পূর্ণ ধ্বংস করা।
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ হলো—
ক) incident — কোনো ঘটনা বা উপাখ্যান।
খ) occurrence — কোনো ঘটনা।
গ) accident — আকস্মিক ঘটনা; দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত সংঘটন।
ঘ) event — গুরুত্বপূর্ণ বা বিশেষ কোনো ঘটনা।
অর্থের প্রেক্ষিতে শূন্যস্থান পূরণের সঠিক উত্তর হবে accident।
সম্পূর্ণ বাক্য: “Nobody knocked him down; it was an accident.”
বাংলা অর্থ: “কেউ তাকে ফেলে দেয়নি; এটি একটি দুর্ঘটনা ছিল।”
তথ্যসূত্র:
১. অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি
২. বাংলা একাডেমির অ্যাকসেসিবল ডিকশনারি

0
Updated: 2 months ago
The comparison of unlike things using the words like on as is known to be-
Created: 1 month ago
A
metaphor
B
simile
C
alliteration
D
personification
The comparison of unlike things using the words like on as is known to be a simile.
• Simile:
• An explicit comparison between two different things is called - Simile
- Usually as and like are used in it. In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
Ex: 'The bride hath paced into the hall, Red as a rose is she'.
Love is like a battlefield.
• Metaphor:
• Metaphor is an implicit comparison between two different things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।
- উদাহরণ -
- Life is but a walking shadow.
- "She's all states, and all princes, I"
• Explanation: 'I am a phoenix, rising from the ash' - উল্লেখ্য উক্তিটি কবি Sylvia Plath এর "Lady Lazarus" হতে উধৃত করা হয়েছে।
- এখানে কবি নিজেকে পাখির সাথে তুলনা করেছেন যার জন্ম হয়েছে ছাই থেকে।
• Difference Between Metaphor and Simile
- It can be difficult in some instances to distinguish between metaphor and simile as literary devices.
- উভয় figures of speech দ্বারাই দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা নির্দেশ করে।
- বলা যেতে পারে, simile is a subset of metaphor.
- দুটির মধ্যে পার্থক্য নিরূপনের একটি সহজ উপায় হচ্ছে - Simile তে তুলনার ক্ষেত্রে As ও Like দ্বারা তুলনাটি বুঝানো হয়, কিন্তু Metaphor এর ক্ষেত্রে As or Like হয় উল্লেখ না করে সরাসরিই তুলনা নির্দেশ করা হয়।
- যেমন:
Simile: I wandered lonely as a cloud.
Metaphor: Revenge is a wild justice.
• অন্য অপশনগুলোর মধ্যে -
• Alliteration: (অনুপ্রাস)
- The Repetition of a consonant at the beginning of two or more words or stressed syllables is called Alliteration.
- যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি স্থাপিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তাকে অনুপ্রাস (Alliteration) বলে।
• Examples of Alliteration -
1.
'The fair breeze blew, the white foam flew,
The furrow followed free.'
- এখানে 'f' এবং 'b' দ্বারা শুরু হওয়া শব্দ পাশাপাশি বসেছে অর্থাৎ consonant sound এর repetition ঘটেছে।
2.
'Puffs, powders, patches, Bibles, billet-doux' is an example of Alleteration.
Here 'p' has been repeated thrice and 'b' twice.
• Personification: (ব্যক্তিরূপ দান)
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- Giving human qualities to non-human entities or abstract concepts
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরূপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তুকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়।
• উদাহরণ -
''There lies the port: the vessel puffs her sail:
(Tennyson: ''Ulysses'')
- এখানে vessel কে জীবন্ত সত্ত্বার সাথে তুলনা করা হয়েছে।
Source: An ABC of English Literature, Britannica, Dr M Mofizar Rahman and A Glossary of Literary Terms by M. H. Abrams.

0
Updated: 1 month ago