A
Building material
B
Something to cover a path
C
Clear evidence
D
A cement Mixer
উত্তরের বিবরণ
নিশ্চিত প্রমাণ বলতে আমরা এমন প্রমাণ বুঝি যা সন্দেহের সুযোগ রাখে না। আর ‘clear evidence’ মানে হলো স্পষ্ট এবং সহজে বোঝা যায় এমন প্রমাণ।
‘Concrete proof’ শব্দবন্ধে ‘concrete’ শব্দটি ‘নির্দিষ্ট’ বা ‘মজবুত’ অর্থে ব্যবহৃত হয়, তাই এর পরে ‘proof’ দিলে বুঝায় স্পষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ। কিন্তু ‘concrete proof’ পাওয়া গেলে অবশ্যই ‘clear evidence’ থাকতে হবে।
তাই নিচের বাক্যে খালি জায়গায় সঠিক উত্তর হবে ‘clear evidence’।
সম্পূর্ণ বাক্য:
If we want concrete proof, we are looking for clear evidence.

0
Updated: 1 month ago
The team is ___ eleven players.
Created: 1 month ago
A
made of
B
made up of
C
made up
D
made
শূন্যস্থানে সঠিক শব্দ হবে — made up of
🔹 সম্পূর্ণ বাক্য: The team is made up of eleven players.
Made up of একটি phrasal verb, যার অর্থ হলো "গঠিত হওয়া" বা "consist" হওয়া।
নিচে আরও কিছু সংশ্লিষ্ট বাক্য ও তাদের ব্যবহার দেওয়া হলো:
◾ Make of — কোনো বস্তুর সরাসরি উপাদান বোঝাতে ব্যবহৃত হয়।
উদাহরণ: The table is made of wood.
(টেবিলটি কাঠ দিয়ে সরাসরি তৈরি।)
◾ Make up — এটি প্রায়শই সিদ্ধান্ত গ্রহণ বোঝাতে ব্যবহৃত হয়।
উদাহরণ: She has not made up her mind.
(সে এখনও সিদ্ধান্ত নেয়নি।)
◾ Make from — এক রকম উপাদান থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে কিছু তৈরি হওয়া বোঝায়।
উদাহরণ: Paper is made from wood.
(কাগজ কাঠ থেকে রূপান্তরিত হয়ে তৈরি।)
উৎস: অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 1 month ago
The idiom "A stitch in time saves nine" _____ refers the importance of-
Created: 1 week ago
A
saving lives
B
timely action
C
saving time
D
time tailoring
প্রবাদ বাক্য: "A stitch in time saves nine"
বাংলা অর্থ: “সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়।”
অর্থাৎ, কোনো সমস্যা ছোট অবস্থায় সমাধান করলে বড় সমস্যা তৈরি হওয়া রোধ করা যায়।
ব্যাখ্যা: এই প্রবাদটি আমাদের শেখায় যে, সময়মতো কাজ করা বা সমস্যা দেখা মাত্র সমাধান করা শ্রেয়, কারণ সময় নষ্ট করলে পরে সমস্যা অনেক বড় হয়ে যেতে পারে। এটি “timely action” বা যথাসময়ে পদক্ষেপ নেওয়ার গুরুত্বকে নির্দেশ করে।
উদাহরণ: “It seems that something is wrong with my car; it’s better to get it checked because a stitch in time saves nine.”
(অর্থাৎ, গাড়িতে কোনো সমস্যা দেখা দিলে তা এখনই ঠিক করানো ভালো, পরে সমস্যাটা বড় হয়ে গেলে অনেক ঝামেলা হবে।)
Reference: Merriam Webster.

0
Updated: 1 week ago
We (not have) a holiday since the beginning of the year. - Which of the following verb forms best completes the above sentence?
Created: 3 months ago
A
did not have
B
have not had
C
are not having
D
had not had
সম্পূর্ণ বাক্য: We have not had a holiday since the beginning of the year.
বিষয়বস্তু:
যখন বাক্যে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকে, তখন বুঝা যায় এটি Present Perfect Continuous Tense হওয়া উচিত।
তবে have, be, see, watch, understand এর মতো মূল ক্রিয়া (main verbs) থাকলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়।
গঠন:
Subject + have/has + past participle + ... + for/since + time
উদাহরণ:
-
He has not had much free time since the beginning of the month.
-
We have not had much workload for a few days.

0
Updated: 3 months ago