The lights have been blown __ by the strong wind.
A
Out
B
Away
C
Up
D
Off
উত্তরের বিবরণ
নিভে যাওয়া অর্থে “out” কীভাবে ব্যবহার হয়
Complete sentence:
The light has been blown out by the strong wind.
(শক্ত বাতাসের কারণে বাতিটি নিভে গেছে।)
Blow out অর্থ:
-
বাতাসের ধাক্কায় বা ফুঁ দেওয়ায় আগুন বা আলো নিভে যাওয়া।
-
বাংলায়: নিভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া, বাতাসের কারণে নিভে যাওয়া।
উদাহরণ:
Blow out the lamp.
(ল্যাম্পটি নিভিয়ে দাও।)
প্রশ্নে উল্লেখিত বিভিন্ন ‘Blow’ এর অর্থ ও ব্যবহার
-
Blow away
-
অর্থ ১: বাতাসে উড়ে চলে যাওয়া বা কিছু উড়িয়ে নিয়ে যাওয়া।
(বাংলা: বাতাসে উড়িয়ে ফেলা) -
অর্থ ২: প্রতিপক্ষকে বড় ব্যবধানে পরাজিত করা।
(বাংলা: বড় ব্যবধানে হারানো) -
অর্থ ৩: কাউকে খুব বেশি প্রভাবিত করা বা মুগ্ধ করা।
(বাংলা: কাউকে মুগ্ধ করা)
-
-
Blow up
-
অর্থ: বিস্ফোরিত হওয়া।
-
উদাহরণ:
The car blew up as soon as it hit the wall.
(গাড়িটি দেয়ালে আঘাত করার সাথে সাথেই ফেটে যায়।)
-
-
Blow off
-
অর্থ: নির্গত হওয়া।
-
উদাহরণ:
The engine blows off carbon dioxide.
(ইঞ্জিন থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়।)
-
সূত্র: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
Cricket enjoys a huge ____ in Bangladesh.
Created: 1 month ago
A
follow on
B
fall out
C
follow
D
following
শব্দের অর্থ বিশ্লেষণ (Options meaning):
-
ক) Follow on – অনুসরণ করা বা অনুগামী হওয়া।
-
খ) Following – সমর্থক বা ভক্তদের দল।
-
গ) Follow – অনুসরণ করা।
-
ঘ) Fall out – ঝগড়া করা বা পরিত্যাগ করা।
ব্যাখ্যা:
বাক্য পূর্ণ করার জন্য শূন্যস্থানটিতে following শব্দটি সঠিক। এখানে following শব্দের অর্থ হচ্ছে “a group of supporters or admirers” বা “সমর্থক বা ভক্তদের দল।”
সম্পূর্ণ বাক্য:
Cricket enjoys a huge following in Bangladesh.
বাংলা অর্থ:
বাংলাদেশে ক্রিকেটের অনেক সমর্থক বা দর্শক আছে।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
Which sentence correctly uses the word "Inevitable"?
Created: 2 months ago
A
Her decision was inevitable after long consideration.
B
He brushed his inevitable every morning.
C
Inevitable is what I wear to the gym.
D
We cooked some inevitable for dinner.
Adjective: inevitable
Correct Sentence:
-
ক) Her decision was inevitable after long consideration.
Meaning:
-
English: Certain to happen and impossible to avoid or prevent
-
Bangla: অবশ্যম্ভাবী; যা এড়ানো যায় না বা যা অবশ্যই ঘটবেই
Example Sentences:
-
After the storm damaged the bridge, its closure was inevitable for safety reasons.
-
With the evidence stacked against him, his resignation seemed inevitable.
ব্যাখ্যা বাকি অপশনগুলোর:
-
খ) He brushed his inevitable every morning.
-
ভুল। "Inevitable" বিশেষণ; কখনও বস্তু নির্দেশ করে না। তাই "his inevitable" বাক্যে ব্যবহার অযথা।
-
-
গ) Inevitable is what I wear to the gym.
-
ভুল। "Inevitable" কোনো পোশাকের নাম নয়, তাই প্রসঙ্গগত অর্থে অপ্রাসঙ্গিক।
-
-
ঘ) We cooked some inevitable for dinner.
-
ভুল। "Inevitable" কোনো খাবারের নাম নয়; রান্নার প্রসঙ্গে ব্যবহার অসঙ্গত।
-
Source:
-
Merriam-Webster Dictionary
-
Oxford Dictionary
-
Accessible Dictionary

0
Updated: 2 months ago
Choose the correct alternative and mark its letter on your answer sheet. The rich should not look down_________ the poor.
Created: 2 months ago
A
at
B
for
C
towards
D
upon
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
- Complete sentenec: The rich should not look down upon the poor.
• Look down on/upon
English Meaning: to feel that someone is less important than them or does not deserve respect: to think that you are better than someone:
Bangla Meaning: নিজের থেকে অন্যদের ছোট ভাবা।
Example sentence:
- She thinks they look down on her because she doesn't have a job.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago