H2(g) + 1/2 O2(g) → H2O(l) বিক্রিয়ার এনথালপির পরিবর্তন -285.8 kJ mol-¹ হলে 2 মোল পানি উৎপাদনে
এনথালপির পরিবর্তন কত kJ হবে?
A
-288.8
B
-142.9
C
-571.6
D
285.8
উত্তরের বিবরণ
আপনি যে হিসাবটি দিয়েছেন, সেটি পানি (H₂O) উৎপাদনে এনথালপি পরিবর্তন (ΔH) সম্পর্কিত।
প্রতিক্রিয়া:
প্রতিক্রিয়ায় 1 মোল পানি উৎপাদনে এনথালপি পরিবর্তন = -285.8 kJ (এটা হল পানি উৎপাদনের তাপীয় শক্তি)।
তাহলে, 2 মোল পানি উৎপাদনে এনথালপি পরিবর্তন হবে:
অতএব, 2 মোল পানি উৎপাদনে এনথালপির পরিবর্তন = -571.6 kJ।
0
Updated: 4 days ago
High resolution 'H-NHR বর্ণালীতে বিশুদ্ধ ইথানলের -CH₂- প্রোটন কি ধরনের পিক দিবে?
Created: 5 days ago
A
Doublet
B
Triplet
C
Quartet
D
Singlet
ইথানল (CH₃–CH₂–OH) অণুতে তিন প্রকার ভিন্ন প্রোটন থাকে, যেগুলি বিভিন্ন কেমিক্যাল শিফট দেখায়, যা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স (NMR) স্পেকট্রামে শনাক্ত করা যায়:
-
–CH₃ প্রোটন
-
–CH₂ প্রোটন
-
–OH প্রোটন
এখন, –CH₂– প্রোটনের ক্ষেত্রে:
-
–CH₂– গ্রুপটি পাশের –CH₃ গ্রুপের সাথে যুক্ত, এবং –CH₃ গ্রুপে ৩টি প্রোটন থাকে (n = 3)।
-
N + 1 নিয়ম অনুযায়ী, –CH₂– প্রোটন হবে n+1 = 3+1 = 4, অর্থাৎ এটি Quartet পিক দিবে।
এইভাবে, –CH₂– প্রোটন Quartet পিক তৈরি করবে, কারণ পাশের –CH₃ গ্রুপে ৩টি প্রোটন রয়েছে, যা n = 3।
0
Updated: 4 days ago
বিটা
রশ্মি বিকিরণে কি ধরনের তেজস্ক্রিয়
রশ্মি বিকিরণ হয়?
Created: 4 days ago
A
ইলেকট্রন
B
গামা
রশ্মি
C
আলফা
রশ্মি
D
কোনটিই
নয়
বিটা রশ্মি (β-rays) হলো একটি তেজস্ক্রিয় বিকিরণ, যা বিটা ক্ষয় (β-decay) প্রক্রিয়ায় উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায়, একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসের একটি নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয় এবং এলেকট্রন (β⁻) ও অ্যান্টিনিউট্রিনো (ν̅) নির্গত হয়।
-
বিটা রশ্মি (β-rays) মূলত ইলেকট্রন (β⁻) হিসেবে নির্গত হয়, যা রেডিওঅ্যাকটিভ নিউক্লিয়াসের ক্ষয়ের অংশ হিসেবে বিকিরিত হয়।
-
গামা রশ্মি (γ): তড়িৎচুম্বকীয় বিকিরণ, যা কণিকাগত নয়, এবং এটি শক্তির বিকিরণ হিসেবে ধরা হয়।
-
আলফা রশ্মি (α): একটি He²⁺ (হিলিয়াম নিউক্লিয়াস), যা একটি ভারী কণিকা।
অতএব, বিটা রশ্মি বিকিরণে তেজস্ক্রিয় রশ্মি হিসেবে ইলেকট্রন নির্গত হয়।
0
Updated: 4 days ago
সমতাপীয়
অবস্থায় একটি গ্যাসকে 10 লিটার
থেকে 20 লিটারে প্রসারিত করা হলে গ্যাস
কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত KJ?
Created: 4 days ago
A
2.48
B
1.24
C
8.31
D
0.831
প্রশ্নটি বাতিল করা হয়েছে
সঠিক উত্তর দেওয়া যায় না।
সমীকরণটি W = nRT ln(V₂/V₁) হলো একটি isothermal (স্থিততাপীয়) প্রক্রিয়া-তে গ্যাসের কাজের পরিমাণ নির্ণয়ের সূত্র।
-
প্রদত্ত: V₁ = 10 L, V₂ = 20 L
-
সেক্ষেত্রে, ln(V₂/V₁) = ln(20/10) = ln(2)
-
কিন্তু কাজের মান (W) নির্ণয় করতে n (গ্যাসের মোল সংখ্যা) ও T (তাপমাত্রা) প্রয়োজন।
যেহেতু প্রশ্নে n এবং T দেওয়া নেই, তাই সংখ্যাগতভাবে কাজের পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়।
0
Updated: 4 days ago