If we want concrete proof, we are looking for___.
A
Building material
B
Something to cover a path
C
Clear evidence
D
A cement Mixer
উত্তরের বিবরণ
নিশ্চিত প্রমাণ বলতে আমরা এমন প্রমাণ বুঝি যা সন্দেহের সুযোগ রাখে না। আর ‘clear evidence’ মানে হলো স্পষ্ট এবং সহজে বোঝা যায় এমন প্রমাণ।
‘Concrete proof’ শব্দবন্ধে ‘concrete’ শব্দটি ‘নির্দিষ্ট’ বা ‘মজবুত’ অর্থে ব্যবহৃত হয়, তাই এর পরে ‘proof’ দিলে বুঝায় স্পষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ। কিন্তু ‘concrete proof’ পাওয়া গেলে অবশ্যই ‘clear evidence’ থাকতে হবে।
তাই নিচের বাক্যে খালি জায়গায় সঠিক উত্তর হবে ‘clear evidence’।
সম্পূর্ণ বাক্য:
If we want concrete proof, we are looking for clear evidence.

0
Updated: 2 months ago
Fill in the blank of the following sentence with the right form of verb. If I ____ a king!
Created: 1 month ago
A
am
B
was
C
were
D
shall be
Subjunctive Mood
-
এই বাক্যটি একটি অবিশ্বাস্য বা কাল্পনিক শর্ত (unreal condition) বোঝাতে ব্যবহার করা হয়েছে।
-
ইংরেজি ব্যাকরণে, যদি কোনো শর্ত কাল্পনিক হয় এবং বর্তমান বা ভবিষ্যৎ সময় বোঝায়, তখন আমরা Subjunctive Mood ব্যবহার করি।
মূল নিয়ম:
-
Subjunctive Mood-এ, "I" এর সাথেও আমরা সাধারণ "was" এর পরিবর্তে were ব্যবহার করি।
উদাহরণ:
-
Complete sentence: If I were a king!
-
অর্থ: "যদি আমি একজন রাজা হতাম!"
কবে ব্যবহার হয় Subjunctive Mood?
-
কোনো ইচ্ছা বা কল্পিত পরিস্থিতি বোঝাতে।
-
উদাহরণ: I wish I were taller.
-
-
পরামর্শ বা প্রস্তাব জানাতে।
-
উদাহরণ: I suggest that he study more.
-
-
কাল্পনিক বা সম্ভাব্য না এমন শর্ত প্রকাশ করতে।
-
উদাহরণ: If I were you, I would apologize.
-
Subjunctive Mood ব্যবহার করা হয় যখন আমরা এমন কিছু বলি যা বাস্তব নয়, অবিশ্বাস্য, বা কেবল কাল্পনিক। এটি সাধারণত "wish," "suggest," "recommend," বা "if" এর পরে আসে।
সূত্র: Murphy, R. (2019). English Grammar in Use (5th Edition). Cambridge University Press.

0
Updated: 1 month ago
He has paid the penalty _____ his crimes ____ five years in prison.
Created: 3 months ago
A
for, with
B
at, by
C
about, at
D
after, in
Complete sentence: He paid for his crimes by serving five years in jail.
-
Bangla meaning: সে তার অপরাধের মূল্য দিয়েছে পাঁচ বছর জেল খেটে।
• Pay for something [phrasal verb with pay verb]
-
English Meaning: To suffer the consequences or punishment due to harming someone or making a mistake.
-
Bangla Meaning: কোনো ভুল বা অন্যায়ের জন্য কষ্ট বা শাস্তি ভোগ করা; ক্ষতিপূরণ করা; মূল্য প্রদান করা।
-
“Five years” এর আগে “with” ব্যবহৃত হয়েছে, কারণ এটি শাস্তির সময়সীমা বোঝাতে ব্যবহৃত হয় — যেমন: “with five years in prison” অর্থ “পাঁচ বছরের কারাদণ্ড সহ।”
Source: Cambridge Dictionary (based explanation).

0
Updated: 3 months ago
The South Pole is located in the -
Created: 2 months ago
A
Arctic
B
Antarctic
C
Antipodes
D
Occident
অ্যান্টার্কটিকা মহাদেশ
- অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ।
- অ্যান্টার্কটিক দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এটিতে ভৌগোলিক দক্ষিণ মেরু রয়েছে।
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ।
- এর আয়তন ১,৪২,০০,০০০ বর্গ কি.মি.।
⇒ অ্যান্টার্কটিকার বেশিরভাগ অংশই বরফ দ্বারা আবৃত তাই এটি মানুষ বসবাসের অনুপযোগী।
- বিশ্বের প্রায় ৭০% স্বাদু পানির রিজার্ভ সেখানে হিমায়িত রয়েছে।
⇒ আন্টার্কটিকার সর্বোচ্চ বিন্দু: ভিনসন মাসিফ এবং,
- সর্বনিম্ন বিন্দু: বেন্টলে স্যাবগ্লাসিয়াল।
⇒ এ মহাদেশের জীবজন্তু: পেঙ্গুইন, তিমি ও সীল।
- এ মহাদেশের প্রধান সম্পদ: পাথর।
- প্রধান খনিজ দ্রব্য: কয়লা।
উল্লেখ্য,
- ভূপৃষ্ঠের একেবারে দক্ষিণের স্থানটিকে দক্ষিণ মেরু (South Pole) বলা হয়ে থাকে।
- উত্তর মেরুর ঠিক বিপরীতে এর অবস্থান।
- উত্তর মেরুর সব দিকেই যেমন দক্ষিণ, একইভাবে দক্ষিণ মেরুর সব দিকে উত্তর।
- অ্যান্টার্কটিকা মহাদেশে এর অবস্থান।
- দক্ষিণ মেরু সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩০১ ফুট উচ্চতায় অবস্থিত।
- দক্ষিণ মেরু উত্তরের চেয়েও বেশি ঠাণ্ডা।
উৎস: World Atlas.

0
Updated: 2 months ago