A
A biography
B
A diary
C
A chronicle
D
An autobiography
উত্তরের বিবরণ
Autobiography
-
English meaning: A person’s own story written by himself.
-
Bangla meaning: নিজ জীবনের গল্প নিজের লেখা। (আত্মজীবনী বা আত্মচরিত)
Biography
-
English meaning: Someone’s life story written by another person.
-
Bangla meaning: অন্য কেউ লিখেছে কারো জীবনের কাহিনী। (জীবনী)
Diary
-
English meaning: A book where someone writes what happens every day.
-
Bangla meaning: প্রতিদিনের ঘটনা লেখার বই। (দিনলিপি)
Chronicle
-
English meaning: A written account of events in the order they happened, especially historical.
-
Bangla meaning: ঘটনাগুলো সময়ক্রম অনুযায়ী লেখা। (কালানুক্রমিক ঘটনাপঞ্জি)

0
Updated: 1 month ago
Credit tk 5000 ___ my account.
Created: 1 week ago
A
in
B
with
C
against
D
to
• To deposit an amount to someone’s account, we use credit to.
- যেমন- Credit Tk. 10,000 to her account.
• তাই সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Credit tk 2000 to my account.
• মনে রাখতে হবে,
- Credit-এর পর amount এবং তারপর account-এর আগে to বসে।
- যেমন- Credit tk 2000 to my account.
- Credit-এর পর account এবং তারপর amount-এর আগে with বসে।
- যেমন- They credited my account with $20 after I pointed out the mistake.

0
Updated: 1 week ago
Nobody knocked him down; it was an ____
Created: 1 month ago
A
incident
B
occurrence
C
accident
D
event
knock somebody down
ইংরেজি অর্থ: বিশেষ করে কোনো যানবাহন দ্বারা কাউকে ধাক্কা মারার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়া।
বাংলা অর্থ: কাউকে ভূপাতিত করা বা ফেলে দেওয়া।
• knock something down
ইংরেজি অর্থ: কোনো ভবন বা গঠনমূলক বস্তু ধ্বংস করা।
বাংলা অর্থ: ভেঙে ফেলা; সম্পূর্ণ ধ্বংস করা।
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ হলো—
ক) incident — কোনো ঘটনা বা উপাখ্যান।
খ) occurrence — কোনো ঘটনা।
গ) accident — আকস্মিক ঘটনা; দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত সংঘটন।
ঘ) event — গুরুত্বপূর্ণ বা বিশেষ কোনো ঘটনা।
অর্থের প্রেক্ষিতে শূন্যস্থান পূরণের সঠিক উত্তর হবে accident।
সম্পূর্ণ বাক্য: “Nobody knocked him down; it was an accident.”
বাংলা অর্থ: “কেউ তাকে ফেলে দেয়নি; এটি একটি দুর্ঘটনা ছিল।”
তথ্যসূত্র:
১. অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি
২. বাংলা একাডেমির অ্যাকসেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago
He divided the money ___ the two children.
Created: 1 month ago
A
Over
B
In between
C
Among
D
Between
• দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে Between ব্যবহার হয়।
- যেমন: The decision was made to distribute the tasks evenly between the two teams.
• দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।
- যেমন: The cookies were shared among the children at the party.
• যেহেতু প্রশ্নে দুইজনের মধ্যে টাকা ভাগ করে দেয়া বুঝিয়েছে তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - between.
- Complete Sentence: He divided the money between the two children.
- Bangla Meaning: তিনি দুইজন শিশুর মাঝে টাকা ভাগ করে দিয়েছিলেন।

0
Updated: 1 month ago