পর্যায়
সারণির 18নং গ্রুপে নিম্নের
কোন মৌলটি অবস্থিত?
A
Cl
B
Rn
C
At
D
Hg
উত্তরের বিবরণ
পর্যায় সারণির 18নং গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস বা আর্কটাইন গ্যাস অবস্থান করে। এই গ্যাসগুলো হলো:
- 
হিলিয়াম (He) 
- 
নিয়ন (Ne) 
- 
আর্গন (Ar) 
- 
ক্রিপ্টন (Kr) 
- 
জেনন (Xe) 
- 
রেডন (Rn) 
এরা অতিসামান্য প্রতিক্রিয়াশীল (inert) এবং সাধারণত অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে না, কারণ তাদের valence shell পূর্ণ (complete) থাকে, ফলে এই গ্যাসগুলো সাধারণত স্থিতিশীল এবং নিষ্ক্রিয়।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 4 days ago