A
Mosque
B
A new country
C
Holy place
D
Bazar
উত্তরের বিবরণ
Pilgrim (Noun)
অর্থ: এমন একজন মানুষ যে ধর্মীয় কারণে কোনো পবিত্র স্থানে ভ্রমণ করে।
বাংলায়: তীর্থযাত্রী।
প্রতিশব্দ:
ভক্ত, বিশ্বাসী, যাত্রী, পথচারী।
উদাহরণ:
হাজার হাজার মুসলিম তীর্থযাত্রী মক্কায় গিয়েছিল।

0
Updated: 1 month ago
He is smart ___ to move from the place.
Created: 2 weeks ago
A
about
B
too
C
enough
D
so that
Correct Option: গ) enough
Full Sentence: He is smart enough to move from the place.
English Meaning: He has sufficient intelligence or cleverness to move from the place.
Bangla Meaning: সে জায়গা ছেড়ে যাওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমান।
Grammar Note: এখানে structure হলো “adjective + enough + to-infinitive”। এটি কোনো ব্যক্তির কোনো কিছু করার যোগ্যতা বা সক্ষমতা প্রকাশ করে।
-
এখানে “smart” হলো adjective
-
আর “enough” বোঝাচ্ছে তার বুদ্ধিমত্তা যথেষ্ট, যাতে সে সেই কাজটি করতে পারে।
Other Options:
ক) about
-
Meaning: concerning or relating to (সম্পর্কে)
-
এই প্রেক্ষাপটে grammatically fit করে না।
-
Example: He is worried about his exams.
খ) too
-
Meaning: more than necessary or acceptable (অত্যধিক)
-
“Too” সাধারণত "to + verb" এর আগে আসে কিন্তু এর মানে negative হয়।
-
Example: He is too smart to be fooled.
-
এখানে positive অর্থ দরকার, তাই enough সঠিক।
ঘ) so that
-
Meaning: in order to (যাতে)
-
এটি সবসময় subject + verb clause চায়, infinitive না।
-
Example: He is smart so that he can solve any problem.
Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
If you stay calm, you will succeed.Make it compound.
Created: 2 weeks ago
A
Staying calm makes you successful.
B
Stay calm and you will succeed.
C
Keep calm to succeed.
D
In order to be successful, you need to be calm.
Complex Sentence থেকে Compound Sentence এ রূপান্তর (Negative অর্থসহ)
মূল নিয়ম:
-
Complex sentence-এর subordinate clause (যেমন If-Clause) থেকে If ও subject তুলে নিয়ে বাক্য শুরু করা যায়।
-
বাকী clause-এর সাথে coordinating conjunction ব্যবহার করে সংযুক্ত করা হয়। সাধারণ conjunction: and, but, or।
-
If-Clause কে imperative (command/নির্দেশ) আকারে রূপান্তর করা যায়।
উদাহরণ:
-
Complex Sentence: If you stay calm, you will succeed.
-
Compound Sentence: Stay calm and you will succeed.
বিস্তারিত ব্যাখ্যা:
-
মূল Complex Sentence: If you stay calm → subordinate clause
-
Compound Sentence-এ: Stay calm (imperative) + and + you will succeed
-
অর্থ একই থাকে, কিন্তু sentence structure পরিবর্তিত হয়।

0
Updated: 2 weeks ago
Find the common noun:
Created: 1 week ago
A
Flock
B
Pride
C
Anxious
D
Harbour
Common Noun: Harbour
• Answer:
-
ঘ) Harbour — a general place where ships dock
• Harbour (Noun)
-
English Meaning: A place of security and comfort; especially, one with port facilities.
-
Bangla Meaning:
১) পোতাশ্রয়
২) (লাক্ষণিক) আশ্রয়; নিরাপদ স্থান
• অন্যান্য উদাহরণ:
-
Flock (Collective Noun): (পাখির) ঝাঁক; (পশুর) পাল — e.g., a flock of birds
-
Pride (Collective Noun): দল; ঝাঁক — e.g., a pride of lions/peacocks
-
Anxious: উদ্দিগ্ন; চিন্তিত — একটি adjective, noun নয়
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago