What is the antonym of 'Honorary'?
A
Official
B
Honorable
C
Salaried
D
Literary
উত্তরের বিবরণ
• Honorary:
Englis Meaning: An honorary position in an organization is one for which no payment is made.
Bangla meaning: অবৈতনিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ -
- Official: আনুষ্ঠানিক কর্তৃত্বের বৈশিষ্ট্যপূর্ণ; আনুষ্ঠানিক কর্তৃত্বের উপযোগী।
- Honorable: সম্মানিত।
- Salaried: বৈতনিক।
- Literary: সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় Honorary শব্দটির অর্থ, Salaried শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই Honorary এর antonym হবে - Salaried.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
0
Updated: 5 months ago
The synonym for 'Obdurate'-
Created: 3 months ago
A
Deceitful
B
Stubborn
C
Sly
D
Swindler
Obdurate শব্দের অর্থ হচ্ছে: অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এমনভাবে কোনো কাজ করা এবং অন্য কেউ যা বলুক না কেন, নিজের মনোভাব পরিবর্তন না করা।
বাংলায় এর অর্থ হতে পারে: একগুঁয়ে, অনমনীয়, অনুশোচনাহীন।
প্রশ্নের অন্যান্য বিকল্প শব্দগুলোর অর্থ হলো:
-
Deceitful: কপট, ছলনাপর, প্রতারণাময়।
-
Stubborn: একগুঁয়ে, জেদি, সংকল্পবদ্ধ, শক্ত মনোভাবসম্পন্ন, কঠোরচেতা।
-
Sly: গোপনীয়তা রক্ষা করে এমন, চতুর, ধূর্ত, গোপনে কিছু করা বা জানার চেষ্টা করা।
-
Swindler: প্রতারক, ঠকিয়ে টাকা বা জিনিস নেওয়া ব্যক্তি।
উপরোক্ত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, ‘Obdurate’ শব্দের সমার্থক শব্দ হবে ‘Stubborn’।
তথ্যসূত্র: Accessible Dictionary।
0
Updated: 3 months ago
The synonym of "Savage" is -
Created: 2 months ago
A
Shallow
B
Brutal
C
Civilized
D
Certain
Synonym of "Savage": Brutal
-
Brutal (adjective) – বর্বর; নিষ্ঠুর
Savage (adjective, noun & verb)
-
English Meaning: Extremely violent or cruel; behaving in a vicious or cruel manner
-
Bangla Meaning: অসভ্য; আদিম; হিংস্র; নৃশংস; নির্মম
Synonyms:
-
Fierce – হিংস্র ও রাগী; তীব্র, প্রচণ্ড
-
Brutal – বর্বর; নিষ্ঠুর
-
Barbaric – বর্বরোচিত; অমার্জিত; অসভ্য
Antonyms:
-
Gentle – অমায়িক; নম্র; মৃদু; শান্ত
-
Mild – নরম; শান্তপ্রকৃতির; কোমল
-
Civilized – সভ্য; উন্নতমানের এবং মানবিক
Example Sentences:
-
The savage attack left the villagers terrified.
-
His savage behavior surprised even his closest friends.
Other Unrelated Options:
-
Shallow (adjective) – অগভীর; চেটালো
-
Certain (adjective) – নিশ্চিত; সন্দেহাতীত
0
Updated: 2 months ago
An antonym of 'Disabuse' is:
Created: 1 month ago
A
Effrontery
B
Disillusion
C
Misguide
D
Prodigal
Disabuse একটি Verb (Transitive)। এটি এমন একটি ক্রিয়া যা কাউকে ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করে সঠিক ধারণায় স্থিত করতে ব্যবহৃত হয়। অর্থাৎ, ভুল বিশ্বাস বা ভ্রান্তি দূর করে সত্য উপলব্ধি করানো।
-
বাংলা অর্থ: ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করা; কাউকে সঠিক ধারণায় স্থিত করা।
-
সমার্থক শব্দ: Disillusion (মোহমুক্ত করা), Undeceive (ছলানামুক্ত করা), Disenchant (জাদু বা মোহ থেকে মুক্ত করা), Debunk (প্রকট করা), Enlighten (আলোকিত করা)।
-
বিপরীতার্থক শব্দ: Misguide (ভুলপথে চালিত করা), Misinform (বিভ্রান্ত করা), Mislead (বিভ্রান্ত/বিভ্রষ্ট করা)।
-
উদাহরণ বাক্য:
১. Of course, once I started doing the job, I was quickly disabused of any romantic ideas I had about it.
২. Let me disabuse you of your foolish notions about married life.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Effrontery (Noun, Uncountable):
-
ইংরেজি অর্থ: Insolent or impertinent behavior.
-
বাংলা অর্থ: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।
-
-
Prodigal (Adjective):
-
ইংরেজি অর্থ: Spending money or resources freely and recklessly; wastefully extravagant.
-
বাংলা অর্থ: অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত।
-
0
Updated: 1 month ago