Everybody should ____ their old parents.
A
look at
B
look after
C
look over
D
none
উত্তরের বিবরণ
"Everybody should look after their old parents." এর মানে হলো, সবাই তাদের বৃদ্ধ পিতামাতার যত্ন নেওয়া উচিত।
এখানে "look after" ফ্রেজটি ব্যবহৃত হয়েছে, যা "যত্ন নেওয়া" বা "সতর্কভাবে দেখা" অর্থে ব্যবহৃত হয়। বৃদ্ধ পিতামাতার যত্ন নেওয়ার ক্ষেত্রে এটি সঠিক ব্যবহার।
-
"Look at" সাধারণত কিছু দেখার জন্য ব্যবহৃত হয়।
-
"Look over" মানে হলো কোনো কিছু পরীক্ষা করা বা পর্যবেক্ষণ করা।
-
"None" অর্থাৎ কোনটাই ঠিক নয়, তবে এখানে "look after" উপযুক্ত।
সুতরাং, সঠিক উত্তর হলো "look after"।
উ. খ) look after
0
Updated: 4 days ago
The roads of Rajshahi are wider than ________ Dhaka.
Created: 3 weeks ago
A
this
B
that
C
those
D
those of
Correct Sentence: The roads of Rajshahi are wider than those of Dhaka.
দুটি noun-এর মধ্যে তুলনা করার সময়, একই noun-এর পুনরাবৃত্তি এড়াতে Uncountable Noun-এর ক্ষেত্রে that of এবং Plural Countable Noun-এর ক্ষেত্রে those of ব্যবহৃত হয়। অর্থাৎ, যখন কোনো Comparative sentence-এর প্রথম অংশ The + Noun + of + Noun দ্বারা গঠিত হয়, তখন দ্বিতীয় অংশে than + that/ those of বসে।
Structure:
-
The + Uncountable Noun + of + Noun + is + Comparative Adjective + than + that of + (noun).
-
Example Sentences:
-
The climate of Nepal is colder than that of Bangladesh.
-
The beauty of this painting is greater than that of the one in the gallery.
-
-
-
The + Countable Noun + of + Noun + are + Comparative Adjective + than + those of + (noun).
-
Example Sentences:
-
The students of this school are taller than those of the neighboring school.
-
The books of this library are more interesting than those of the old library.
-
-
এভাবে that of এবং those of ব্যবহারের মাধ্যমে বাক্যের পুনরাবৃত্তি এড়িয়ে তুলনামূলক গঠনকে সংক্ষিপ্ত ও ব্যাকরণসম্মত রাখা হয়।
0
Updated: 3 weeks ago
The passengers would have been saved if __________.
Created: 1 month ago
A
the ship was being spotted
B
the ship was spotted earlier
C
the ship had been spotted earlier
D
the ship had spotted earlier
Complete Sentence:
-
The passengers would have been saved if the ship had been spotted earlier.
-
Bangla Meaning: জাহাজটি যদি আগে সনাক্ত করা যেত, তাহলে যাত্রীরা বেঁচে যেত।
Third Conditional-এর নিয়ম:
-
If clause (শর্তযুক্ত অংশ): যদি had + V3 ব্যবহৃত হয়।
-
Main clause: would/could/might + have + V3 + extension ব্যবহার হয়।
Structure:
-
If + Past Perfect (had + V3) + Subject + would/could/might + have + past participle
Note:
-
যদি if না থাকে, তাহলে condition অংশটি Had + Subject + V3 দিয়ে শুরু হতে পারে।
0
Updated: 1 month ago
The strike was called-
Created: 5 days ago
A
off
B
up
C
for
D
in
0
Updated: 5 days ago