A person who writes about his own life writes ___.
A
A biography
B
A diary
C
A chronicle
D
An autobiography
উত্তরের বিবরণ
Autobiography
-
English meaning: A person’s own story written by himself.
-
Bangla meaning: নিজ জীবনের গল্প নিজের লেখা। (আত্মজীবনী বা আত্মচরিত)
Biography
-
English meaning: Someone’s life story written by another person.
-
Bangla meaning: অন্য কেউ লিখেছে কারো জীবনের কাহিনী। (জীবনী)
Diary
-
English meaning: A book where someone writes what happens every day.
-
Bangla meaning: প্রতিদিনের ঘটনা লেখার বই। (দিনলিপি)
Chronicle
-
English meaning: A written account of events in the order they happened, especially historical.
-
Bangla meaning: ঘটনাগুলো সময়ক্রম অনুযায়ী লেখা। (কালানুক্রমিক ঘটনাপঞ্জি)

0
Updated: 2 months ago
I spent ____ with the patient
Created: 3 months ago
A
sometimes
B
sometime.
C
some time
D
some times.
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Sometimes - মাঝে মাঝে ;
খ) sometime - কোন এক সময় ;
গ) some time - কিছু সময়, খানিকটা সময়।
ঘ) some times বলে কোনো শব্দ নেই।
• সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে some time বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: I spent some time with the patient.
- বাক্যের অর্থ- আমি রোগীটির সাথে খানিকটা সময় ব্যয় করেছিলাম৷

0
Updated: 3 months ago
The idiom "A stitch in time saves nine" _____ refers the importance of-
Created: 1 month ago
A
saving lives
B
timely action
C
saving time
D
time tailoring
প্রবাদ বাক্য: "A stitch in time saves nine"
বাংলা অর্থ: “সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়।”
অর্থাৎ, কোনো সমস্যা ছোট অবস্থায় সমাধান করলে বড় সমস্যা তৈরি হওয়া রোধ করা যায়।
ব্যাখ্যা: এই প্রবাদটি আমাদের শেখায় যে, সময়মতো কাজ করা বা সমস্যা দেখা মাত্র সমাধান করা শ্রেয়, কারণ সময় নষ্ট করলে পরে সমস্যা অনেক বড় হয়ে যেতে পারে। এটি “timely action” বা যথাসময়ে পদক্ষেপ নেওয়ার গুরুত্বকে নির্দেশ করে।
উদাহরণ: “It seems that something is wrong with my car; it’s better to get it checked because a stitch in time saves nine.”
(অর্থাৎ, গাড়িতে কোনো সমস্যা দেখা দিলে তা এখনই ঠিক করানো ভালো, পরে সমস্যাটা বড় হয়ে গেলে অনেক ঝামেলা হবে।)
Reference: Merriam Webster.

0
Updated: 1 month ago
_____ amazing song haunted me for a long time.
Created: 1 month ago
A
These
B
Those
C
Thus
D
That
সঠিক উত্তর: That
পূর্ণ বাক্য: That amazing song haunted me for a long time.
বিস্তারিত ব্যাখ্যা:
-
এখানে song একটি একবচন (singular) গণনাযোগ্য (countable) noun।
-
একবচন noun-এর আগে একবচন নির্দেশক (singular determiner) that ব্যবহার করা হয়।
-
যদি noun বহু বচন (plural) হতো, যেমন songs, তাহলে নির্দেশক হিসেবে those ব্যবহৃত হতো।
Determiner কি এবং কেন ব্যবহার হয়:
-
Determiner হলো এমন একটি শব্দ যা noun-এর আগে আসে এবং সেটির সুনির্দিষ্টতা বা অস্পষ্টতা বোঝায়।
-
এটি noun কে সম্পূর্ণ বা আংশিকভাবে modify করতে পারে, তবে মূল উদ্দেশ্য হলো noun কে determine করা, অর্থাৎ সেটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট হিসেবে চিহ্নিত করা।
উৎস: Azar, B. S. (2020). Understanding and Using English Grammar. 5th Edition. Pearson.

0
Updated: 1 month ago