গ্লোমারোলোনেফ্রাইটিস কোন অংশের অসুখ?
A
হার্ট
B
কিডনী
C
লিভার
D
ব্রেইন
উত্তরের বিবরণ
গ্লোমারোলোনেফ্রাইটিস একটি কিডনির রোগ, যা কিডনির গ্লোমেরুলি নামক ছোট রক্তনালীগ্রন্থির প্রদাহজনিত অসুখ। গ্লোমেরুলি হলো কিডনির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেখানে রক্ত থেকে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত পানি ছেঁকে বের করে মূত্র তৈরি হয়। যখন এই গ্লোমেরুলির মধ্যে প্রদাহ সৃষ্টি হয়, তখন কিডনির কাজ স্বাভাবিকভাবে চলতে পারে না, যার ফলে শরীরে অতিরিক্ত বর্জ্য ও পানি জমে যায়।
-
গ্লোমারোলোনেফ্রাইটিসের কারণে রক্তে বাড়তি প্রোটিন ও রক্তের উপস্থিতি, ফুলে যাওয়া (এডিমা) এবং উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে।
-
এই রোগ মূলত অটোইমিউন সমস্যার কারণে হতে পারে, যেমন সিস্টেমিক লুপাস এরিথেম্যাটোসাস (SLE), অথবা এটি কোন সংক্রমণ বা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের পরে হতে পারে।
-
প্রথমে গ্লোমারোলোনেফ্রাইটিস সাধারণত তীব্র রূপে শুরু হয়, কিন্তু এটি যতদিন না চিকিৎসা করা হয়, ততদিন এটি ক্রনিক অবস্থায় রূপ নিতে পারে এবং কিডনির দীর্ঘস্থায়ী ক্ষতি ঘটাতে পারে।
-
এর লক্ষণগুলির মধ্যে মূত্রে রক্ত, গা dark ় মূত্র, উচ্চ রক্তচাপ, ও পায়ে ফোলাভাব দেখা যায়।
-
গ্লোমারোলোনেফ্রাইটিসের চিকিৎসা সাধারণত স্টেরয়েড ও অন্যান্য ইমিউন সিস্টেমের চিকিৎসা, নিয়ন্ত্রণমূলক ডায়েট, এবং কখনও কখনও ডায়ালিসিস হয়ে থাকে, যদি কিডনি সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দেয়।
-
কিছু ক্ষেত্রে, এটি শুধুমাত্র একজন বিশেষজ্ঞ কিডনি চিকিৎসক দ্বারা নির্ণয় ও চিকিৎসা করা সম্ভব, কারণ রোগের ধরন নির্ভর করে কিডনির ক্ষতির পরিমাণের ওপর।
এভাবে বলা যায়, গ্লোমারোলোনেফ্রাইটিস কিডনির গ্লোমেরুলির প্রদাহজনিত রোগ, যা কিডনির কার্যক্ষমতা ব্যাহত করে। সঠিক উত্তর হলো — খ) কিডনী।
0
Updated: 4 days ago
জন্ডিসে আক্রান্ত হয়-
Created: 5 days ago
A
লিভার
B
চোখ
C
ত্বক
D
হার্ট
জন্ডিস ও যকৃত
-
জন্ডিসের সময় দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত (লিভার) প্রভাবিত হয়।
-
সাধারণত ভাইরাল হেপাটাইটিস আক্রান্ত হলে জন্ডিস দেখা দেয়।
-
জন্ডিসের ফলে রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়।
-
বিলিরুবিন মূলত যকৃত ও অস্থিমজ্জাতে তৈরি হয়। পরে এটি জমা হয় প্লীহাতে (spleen) এবং কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে আবার যকৃতে ফিরে আসে।
-
জন্ডিস আক্রান্ত ব্যক্তির ত্বক, চোখ ও মুখের শুঁটকি হলুদাভ হয়ে যায়।
উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 5 days ago
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়-
Created: 6 days ago
A
এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
B
চিনি জাতীয় খাবার খেলে
C
এ রোগ হলে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
D
ঘইনসুলিনের অভাবে যে রোগ হয়
0
Updated: 6 days ago
কোনটি ছোয়াচে রোগ নয়?
Created: 5 days ago
A
মাম্স
B
AIDS
C
যক্ষ্মা
D
স্ক্যাবিস (Scabies)
0
Updated: 5 days ago