The patient will ____ soon.
A
come in
B
come round
C
come off
D
come by
উত্তরের বিবরণ
"The patient will come round soon." এর মানে হলো, রোগী শীঘ্রই সুস্থ হয়ে উঠবে বা তার অবস্থা ভালো হবে। এখানে "come round" ফ্রেজটির ব্যবহার সাধারণত একজন অসুস্থ ব্যক্তি বা রোগীর সুস্থ হওয়ার বা জ্ঞান ফিরে পাওয়ার প্রসঙ্গে হয়।
"Come in," "come off," এবং "come by" শব্দগুচ্ছগুলো এই প্রেক্ষাপটে উপযুক্ত নয়।
-
"Come in" সাধারণত কোনো জায়গায় প্রবেশের জন্য ব্যবহার হয়।
-
"Come off" মানে কোনো কিছু সঠিকভাবে কাজ না করা বা কোনো কিছু ঝরে পড়া।
-
"Come by" সাধারণত কোনো কিছু পাওয়া বা পাওয়া যাওয়ার অর্থে ব্যবহৃত হয়।
তাহলে, "come round" হলো সঠিক উত্তর, কারণ এটি রোগীর বা অসুস্থ ব্যক্তির অবস্থার উন্নতির জন্য ব্যবহৃত হয়।
উ. খ) come round
0
Updated: 4 days ago
Question (23-35), Fill in the gap(s) - As a last ____,he appealed to the President for mercy.
Created: 5 days ago
A
resource
B
resort
C
solution
D
force
0
Updated: 5 days ago
Which of the following is in the plural form of 'Codex'?
Created: 1 month ago
A
Codices
B
Codies
C
Codiecs
D
Codexes
Correct answer: Codices
Codex:
English meaning: an ancient book that was written by hand
Bangla meaning: প্রাচীন গ্রন্থাদির পাণ্ডুলিপি
Plural form: Codices
সূত্র: Cambridge & Accessible Dictionary
বিবেচনাসবক
Codex (singular) → Codices (plural) ঠিকঠাক প্র্যাকটিসে ব্যবহার হয়।
প্রাচীন হাতের লেখা বইকে বোঝাতে Latin origin-এ codex শব্দটি প্রথागतভাবে ব্যবহৃত হয়; বহু ভাষায় pluralization ক্যালকুলাস অনুযায়ী codices হয়।
0
Updated: 1 month ago
Choose the right form of verb:
As soon as the rain _______, we went outside.
Created: 1 month ago
A
stop
B
stopped
C
had stopped
D
had been stopped
Complete sentence:
As soon as the rain stopped, we went outside.
-
Bangla Meaning: বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আমরা বাইরে চলে গেলাম।
নিয়ম:
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তবে এর পরে থাকা ক্রিয়াও Past Indefinite Tense হবে।
-
অর্থাৎ, অতীতকালের দুইটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুইটি কাজই Past Indefinite Tense-এ থাকবে।
-
সুতরাং, শূন্যস্থানে সঠিক ক্রিয়া হবে: stopped
অন্য উদাহরণ (Future Indefinite + As soon as + Present Indefinite):
-
I shall ring you up as soon as I arrive.
উৎস:
0
Updated: 1 month ago