A 'pilgrim' is a person who undertakes a journey to a -
A
Mosque
B
A new country
C
Holy place
D
Bazar
উত্তরের বিবরণ
Pilgrim (Noun)
অর্থ: এমন একজন মানুষ যে ধর্মীয় কারণে কোনো পবিত্র স্থানে ভ্রমণ করে।
বাংলায়: তীর্থযাত্রী।
প্রতিশব্দ:
ভক্ত, বিশ্বাসী, যাত্রী, পথচারী।
উদাহরণ:
হাজার হাজার মুসলিম তীর্থযাত্রী মক্কায় গিয়েছিল।

0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
Let him answer the question honestly.
B
Let him to answer the question honestly.
C
Let him answering the question honestly.
D
Let him to answering the question honestly.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.
- তাই, answer verb-টি to-বিহীন infinitive form বসবে।

0
Updated: 1 month ago
The word 'equivocation' refers to -
Created: 1 month ago
A
stating like an author
B
two contradictory things in the same statement
C
free expression of opinions
D
a true statement
Equivocation (Noun) শব্দটি এমন একধরনের ভাষা ব্যবহারকে বোঝায় যেখানে অস্পষ্টতা বা দ্ব্যর্থকতা থাকে। এর মাধ্যমে সত্যকে আড়াল করা বা সরাসরি কোনো বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া থেকে বিরত থাকা যায়। একইসাথে এতে একে অপরের বিপরীত দুটি ধারণা একই বক্তব্যে প্রকাশ পেতে পারে। বাংলায় একে বলা হয় কথার দুটি অর্থ হয় এমন ভাব বা বাকচাতুরী।
-
Meaning:
-
The use of ambiguous language to conceal the truth or to avoid committing oneself
-
Prevarication
-
Two contradictory things in the same statement
-
-
বাংলা অর্থ: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী
-
Related expressions:
-
stating like an author = একজন লেখকের মত বর্ণনা করা
-
free expression of opinions = স্বাধীনভাবে মতামত ব্যক্তকরণ
-
a true statement = একটি সত্য বিবৃতি
-

0
Updated: 1 month ago
The idiom "Word of mouth" means -
Created: 1 month ago
A
Written information
B
False news
C
Public speech
D
Spoken recommendation
• "Word of mouth" (Idiom)
-
English meaning: Information or recommendation communicated orally rather than in writing; passed from person to person.
-
Bangla meaning: মুখে মুখে প্রচার; ব্যক্তিগত কথাবার্তার মাধ্যমে তথ্য বা খবর ছড়িয়ে পড়া।
• ব্যবহার:
-
কোনো সেবা, পণ্য বা প্রতিষ্ঠানের প্রসার বা পরিচিতি ব্যক্তিগত কথোপকথনের মাধ্যমে ঘটলে বলা হয় "word of mouth"।
• Example sentences:
-
Most new customers come to our store through word-of-mouth recommendations.
-
The restaurant became popular quickly thanks to word of mouth.
-
Students learned about the seminar purely by word of mouth.

0
Updated: 1 month ago