নিচের
কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
A
CO2
B
CH4
C
N2
D
CFC
জীবাশ্মের/পৃথিবীর বয়স নির্ধারণে কার্বনের কোন আইসোটোপটি বাবহৃত হয়?
Created: 5 days ago
A
C-12
B
C-13
C
C-14
D
কোনটিই
নয়
কার্বন-১৪ (14C) হলো কার্বনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ, যা জীবিত প্রাণীর শরীরে ক্রমাগতভাবে উৎপন্ন ও ক্ষয় হয়।
-
কসমিক রশ্মি নাইট্রোজেন-১৪ (14N) এর সাথে বিক্রিয়া করে 14C তৈরি করে:
¹⁴⁷N + n → ¹⁴⁶C + p -
জীবিত প্রাণী ও উদ্ভিদ খাদ্য ও বায়ুর মাধ্যমে এই 14C গ্রহণ করে, ফলে জীবিত অবস্থায় 14C/12C অনুপাত স্থির থাকে।
-
যখন প্রাণী বা উদ্ভিদ মারা যায়, তখন এই অনুপাত আর আপডেট হয় না এবং 14C ক্ষয় হতে শুরু করে:
¹⁴⁶C → ¹⁴⁷N + e⁻ -
14C এর অর্ধায়ু (half-life) প্রায় ৫,৭৩০ বছর, তাই 14C-এর অবশিষ্ট পরিমাণ পরিমাপ করে জীবাশ্ম, প্রত্নবস্তু বা পৃথিবীর পুরোনো জৈব পদার্থের বয়স নির্ধারণ করা হয়।
সুতরাং, জীবাশ্ম বা পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহৃত আইসোটোপ হলো C-14 (কার্বন-১৪)।
0
Updated: 4 days ago
একটি
বিক্রিয়ায় 50 kJ তাপ নির্গত হয়
এবং 20 kJ পরিমাণ গ্যাস সম্প্রসারণজনিত কাজ সম্পাদন হলে
স্থির চাপে বিক্রিয়ায় অভ্যন্তরীণ
শক্তির পরিবর্তন হবে-
Created: 4 days ago
A
-30 kJ
B
+30 kJ
C
-70 kJ
D
+70 kJ
প্রশ্নে দেওয়া তথ্য অনুযায়ী—
-
তাপ নির্গত হচ্ছে: q = -50kJ
-
গ্যাস সম্প্রসারণের ফলে সিস্টেম কাজ করছে: w = -20kJ
প্রথম সূত্র (First Law of Thermodynamics):
ΔU = q + w
সুতরাং,
ΔU = (-50) + (-20) = -70kJ
অতএব, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 70 kJ হ্রাস পেয়েছে।
0
Updated: 4 days ago
নিচের কোনটি
হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে সত্যি নয়?
Created: 4 days ago
A
পদার্থের রাসায়নিক
বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়
B
পদার্থের স্ফুটনাংক
বৃদ্ধি করে
C
পানির পৃষ্ঠতল
টান ও সান্দ্রতা বৃদ্ধি করে
D
বন্ধন স্থায়ী ডাইপোল-ডাইপোল আকর্ষণ দ্বারা সৃষ্ট
হাইড্রোজেন বন্ধন (Hydrogen Bonding) হলো এক ধরনের বিশেষ আন্তঃআণবিক আকর্ষণ, যা তৈরি হয় যখন কোনো হাইড্রোজেন পরমাণু অত্যন্ত ইলেকট্রোনেগেটিভ পরমাণু (যেমন F, O, N) এর সাথে যুক্ত থাকে এবং অন্য কোনো অণুর ইলেকট্রনসমৃদ্ধ পরমাণু প্রতি আকৃষ্ট হয়।
-
এটি ডাইপোল-ডাইপোল আকর্ষণের একটি বিশেষ শক্তিশালী রূপ, কিন্তু সাধারণ ডাইপোল আকর্ষণের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
-
হাইড্রোজেন বন্ধন পদার্থের ভৌত বৈশিষ্ট্য (যেমন স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, সান্দ্রতা, দ্রাব্যতা ইত্যাদি) পরিবর্তন করে, তবে সাধারণত রাসায়নিক বৈশিষ্ট্য (অণুর গঠন বা বিক্রিয়া ক্ষমতা) অপরিবর্তিত থাকে।
তাহলে, সঠিক উত্তর হলো: গ) পদার্থের ভৌত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়।
0
Updated: 4 days ago