Choose the right word to fill the blank : It will be your task to make sure the ____ of traffic is maintained without interruption.
A
circulation
B
flow
C
current
D
procession
উত্তরের বিবরণ
নিচের শব্দগুলোর অর্থ দেওয়া হলো—
ক) current - জলস্রোত, বায়ুস্রোত বা বিদ্যুৎ প্রবাহ।
খ) flow - বয়ে যাওয়া বা চলাচল করা।
গ) circulation - ঘুরে বেড়ানো বা বিশেষ করে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া।
ঘ) procession - মিছিল বা শোভাযাত্রা।
এখানে শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে flow।
উদাহরণ:
The flow of traffic — যানবাহনের চলাচলের প্রবাহ।
সম্পূর্ণ বাক্য:
আপনার কাজ হবে যান চলাচল যেন বাধাহীনভাবে চলতে থাকে তা নিশ্চিত করা।
সূত্র: বাংলা একাডেমির সহজ অভিধান।

0
Updated: 1 month ago
The prices of rice are -
Created: 1 month ago
A
raising
B
risen
C
rising
D
raised
Present Continuous Tense-এর Structure হলো: Subject + am/is/are + verb-এর ing form + object. যেমন: The baby is crying. এখানে "is crying" চলমান একটি কাজ বোঝায়।
The prices of rice are rising এই বাক্যে "are rising" ব্যবহার হয়েছে কারণ এটি একটি চলমান অবস্থা বোঝায় – অর্থাৎ এখন ভাতের দাম বাড়ছে।
"Rising" হলো "rise" ক্রিয়ার present participle, যার মানে নিজে নিজে বা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া।
অন্যদিকে, "raising" শব্দটি "raise" ক্রিয়ার present participle, যার মানে কাউকে বা কিছুকে উপরে তোলা বা বৃদ্ধি করা – যা সাধারণত সক্রিয়ভাবে কেউ করে। যেমন: They are raising the prices.
তাই, “The prices of rice are rising” বাক্যে “rising” সঠিক, কারণ দাম নিজে বাড়ছে এবং এটি চলমান অবস্থা বোঝায়।

0
Updated: 1 month ago
I finally killed the fly ___ a rolled up newspaper.
Created: 1 month ago
A
by
B
with
C
through
D
from
• সঠিক প্রিপজিশন: with
-
সম্পূর্ণ বাক্য: I finally killed the fly with a rolled-up newspaper.
• প্রিপজিশন ব্যবহারের নিয়ম অনুযায়ী
কোনো কিছু ব্যবহার করে কোনো কাজ সম্পন্ন করার অর্থ বোঝাতে "with" প্রিপজিশনটি ব্যবহৃত হয়। বিশেষত, কোনো কিছু দিয়ে কাউকে হত্যা বা আঘাত করার ক্ষেত্রে "kill" ক্রিয়ার সঙ্গে "with" ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
I killed the fly with a rolled-up paper.
-
They opened the package with a knife.
-
I’ll tie it with some tape to keep it closed.
-
He cleaned the table with a cloth he found in the kitchen.
এই উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখা যায়, প্রতিটি কাজ সম্পাদনের জন্য একটি নির্দিষ্ট বস্তু ব্যবহৃত হয়েছে, আর সেই বস্তু বোঝাতে "with" ব্যবহৃত হয়েছে। তাই, "with" হল এমন পরিস্থিতিতে সঠিক প্রিপজিশন।

0
Updated: 1 month ago
He knew it was a very ___ operation but he was determined to carry it out.
Created: 1 month ago
A
difficult
B
dangerous
C
risky
D
troublesome
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ হলো—
ক) difficult — কঠিন, দুঃসাধ্য, শ্রমসাধ্য
খ) dangerous — বিপজ্জনক, বিপৎসংকুল
গ) risky — ঝুঁকিপূর্ণ
ঘ) troublesome — পীড়াদায়ক, ক্লেশজনক, বিরক্তিকর, জ্বালাতনকর
“Operation” শব্দটি কঠিন বা বিপজ্জনক অর্থে ব্যবহৃত হয় না। তবে এটি ঝুঁকিপূর্ণ অর্থ প্রকাশ করে।
সুতরাং সঠিক উত্তর হবে — risky।
উৎস: Accessible Dictionary, Bangla Academy।

0
Updated: 1 month ago