নিচের
কোন অণুর একটিমাত্র symmetry element (E) রয়েছে?
A
CH4
B
C6H6
C
cis - CHCI = CHCI
D
CHCIBrI
উত্তরের বিবরণ
CHClBrI অণুতে কেন্দ্রীয় কার্বন পরমাণুর সাথে চারটি ভিন্ন substituent (H, Cl, Br, I) যুক্ত থাকে। এর ফলে অণুটি অ্যাসিমেট্রিক (chiral) বা অসমমিতিক হয়।
-
প্রতিটি substituent ভিন্ন হওয়ায় অণুটিতে কোনো প্রতিসাম্য সমতল (plane of symmetry), সমমিতি কেন্দ্র (center of symmetry), বা ঘূর্ণন অক্ষ (axis of symmetry) থাকে না।
-
তাই এ অণুর একমাত্র symmetry element হলো E (identity element), যা প্রতিটি অণুতেই স্বাভাবিকভাবে থাকে।
অতএব, CHClBrI একটি চিরাল অণু, যার একমাত্র symmetry element হলো E।
0
Updated: 4 days ago
সেমিকন্ডাক্টর
হিসাবে ব্যবহৃত হয় -
Created: 4 days ago
A
Cu
B
Al
C
Zn
D
Ge
সেমিকন্ডাক্টর (Semiconductor) হলো এমন পদার্থ, যার বৈদ্যুতিক পরিবাহিতা পরিবাহক (conductor) ও অপরিবাহক (insulator)-এর মধ্যবর্তী। এই পদার্থগুলোর পরিবাহিতা তাপমাত্রা বা ডোপিং দ্বারা সহজেই পরিবর্তন করা যায়।
-
Ge (জার্মেনিয়াম) ও Si (সিলিকন) সবচেয়ে প্রচলিত সেমিকন্ডাক্টর পদার্থ।
-
এদের ব্যান্ড গ্যাপ মাঝারি — প্রায় 0.7 eV (Ge) এবং 1.1 eV (Si)।
-
তাপমাত্রা বৃদ্ধি বা ডোপিং (impurity যোগ) করলে পরিবাহিতা বৃদ্ধি পায়।
-
Cu ও Al: ধাতু, তাই conductor।
-
Zn: ধাতব প্রকৃতির হলেও সেমিকন্ডাক্টর নয়।
সুতরাং, সঠিক উত্তর হলো ঘ) Ge (জার্মেনিয়াম) — এটি একটি সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়।
0
Updated: 4 days ago
একটি
isolated system এ স্বতঃস্ফূর্ততার শর্তঃ
Created: 4 days ago
A
ΔS < 0
B
ΔS = 0
C
ΔS > 0
D
ΔS ঋণাত্মক
ও বড়
Isolated system হলো এমন একটি সিস্টেম, যা পরিবেশের সাথে কোনো শক্তি বা পদার্থের আদান–প্রদান করে না। অর্থাৎ,
q = 0, w = 0, ΔEsystem= 0
এই অবস্থায় সিস্টেমের মোট শক্তি স্থির থাকে, তাই কোনো পরিবর্তন ঘটলে তা শুধুমাত্র এনট্রপির (Entropy) পরিবর্তনের কারণে হয়।
অতএব, Isolated system-এ কোনো পরিবর্তন স্বতঃস্ফূর্তভাবে ঘটবে তখনই, যখন সিস্টেমের মোট এনট্রপি বৃদ্ধি পায়, অর্থাৎ
ΔStotal>0
0
Updated: 4 days ago
TLC তে
কোন নিয়ামকটি Rf মানের উপর কোন প্রভাব
ফেলে না?
Created: 4 days ago
A
দ্রাবকের
পোলারিটি
B
তাপমাত্রা
C
Absorbent type
D
Stationary phase এর
পুরুত্ব
TLC (Thin Layer Chromatography)-তে একটি যৌগের Rf মান (Retention factor) নির্ভর করে stationary phase (adsorbent surface) এবং mobile phase (solvent)-এর সাথে পারস্পরিক ক্রিয়ার উপর।
Rf মানকে প্রভাবিত করে যে সব নিয়ামক:
-
দ্রাবকের পোলারিটি: দ্রাবক যদি বেশি পোলার হয়, তবে যৌগ দ্রুত উপরে উঠে, ফলে Rf মান বাড়ে।
-
Absorbent এর ধরণ: যেমন silica gel, alumina ইত্যাদি — এদের পোলারিটি ভেদে Rf পরিবর্তিত হয়।
-
Stationary phase-এর পুরুত্ব: বেশি পুরু স্তর হলে যৌগের গতিবেগ কমে, ফলে Rf কম হয়।
তবে, তাপমাত্রা (Temperature) প্রভাব কম ফেলে। তাপমাত্রার সামান্য পরিবর্তন শোষণ-বিসরণের ভারসাম্যে তেমন প্রভাব ফেলে না।
তাহলে, TLC-তে Rf মানের উপর সবচেয়ে কম বা কোনো প্রভাব ফেলে না — তাপমাত্রা।
0
Updated: 4 days ago