সমতাপীয়
অবস্থায় একটি গ্যাসকে 10 লিটার
থেকে 20 লিটারে প্রসারিত করা হলে গ্যাস
কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত KJ?
A
2.48
B
1.24
C
8.31
D
0.831
উত্তরের বিবরণ
প্রশ্নটি বাতিল করা হয়েছে
সঠিক উত্তর দেওয়া যায় না।
সমীকরণটি W = nRT ln(V₂/V₁) হলো একটি isothermal (স্থিততাপীয়) প্রক্রিয়া-তে গ্যাসের কাজের পরিমাণ নির্ণয়ের সূত্র।
-
প্রদত্ত: V₁ = 10 L, V₂ = 20 L
-
সেক্ষেত্রে, ln(V₂/V₁) = ln(20/10) = ln(2)
-
কিন্তু কাজের মান (W) নির্ণয় করতে n (গ্যাসের মোল সংখ্যা) ও T (তাপমাত্রা) প্রয়োজন।
যেহেতু প্রশ্নে n এবং T দেওয়া নেই, তাই সংখ্যাগতভাবে কাজের পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়।
0
Updated: 4 days ago
গ্যালভানিক
কোষের ক্ষেত্রে কোনটি সত্যি নয়?
Created: 4 days ago
A
অ্যানোডে
জারণ বিক্রিয়া হয়
B
ক্যাথোডে
বিজারণ বিক্রিয়া হয়
C
ক্যাথোডে
ঋণাত্মক চার্জ যুক্ত হয়
D
অ্যানোডে
ইলেক্ট্রন ঘণত্ব বেশি থাকে
গ্যালভানিক কোষ (Galvanic cell) বা ভোল্টায়িক কোষ হলো এমন একটি কোষ, যা স্বতঃস্ফূর্ত (spontaneous) রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে।
এই কোষে:
-
অ্যানোডে (Anode): জারণ (Oxidation) বিক্রিয়া ঘটে, যার ফলে ইলেকট্রন নির্গত হয়।
-
ক্যাথোডে (Cathode): বিজারণ (Reduction) বিক্রিয়া ঘটে, যেখানে ইলেকট্রন গ্রহণ করা হয়।
-
ইলেকট্রন প্রবাহ: অ্যানোড থেকে ক্যাথোডে।
এছাড়া, গ্যালভানিক কোষে:
-
অ্যানোড থাকে ঋণাত্মক (-) এবং ক্যাথোড থাকে ধনাত্মক (+)।
তাহলে, উক্ত "ক্যাথোডে ঋণাত্মক চার্জ যুক্ত হয়" ভুল, কারণ ক্যাথোড ধনাত্মক চার্জযুক্ত থাকে।
অতএব, সঠিক উত্তর হলো: গ) ক্যাথোডে ঋণাত্মক চার্জ যুক্ত হয় (ভুল উক্তি)।
0
Updated: 4 days ago
ওয়াশিং সোডার
রাসায়নিক নাম কি?
Created: 4 days ago
A
NaCl
B
Na2CO3
C
NaHCO3
D
NaOH
ওয়াশিং সোডা (Washing soda) হলো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট (Na₂CO₃·10H₂O)।
-
এটি একধরনের ক্ষারধর্মী স্ফটিক পদার্থ, যা পানিতে দ্রবণীয়।
-
গৃহস্থালি ও শিল্পে এটি পরিষ্কারক, পানি নরমকারী এবং কাচ, সাবান ও ডিটারজেন্ট তৈরিতে ব্যবহৃত হয়।
-
এর রাসায়নিক সূত্রে ১০টি জলের অণু (water of crystallization) যুক্ত থাকে।
অতএব, ওয়াশিং সোডা = Na₂CO₃·10H₂O।
0
Updated: 4 days ago
নিচের
কোন অণুর একটিমাত্র symmetry element (E) রয়েছে?
Created: 4 days ago
A
CH4
B
C6H6
C
cis - CHCI = CHCI
D
CHCIBrI
CHClBrI অণুতে কেন্দ্রীয় কার্বন পরমাণুর সাথে চারটি ভিন্ন substituent (H, Cl, Br, I) যুক্ত থাকে। এর ফলে অণুটি অ্যাসিমেট্রিক (chiral) বা অসমমিতিক হয়।
-
প্রতিটি substituent ভিন্ন হওয়ায় অণুটিতে কোনো প্রতিসাম্য সমতল (plane of symmetry), সমমিতি কেন্দ্র (center of symmetry), বা ঘূর্ণন অক্ষ (axis of symmetry) থাকে না।
-
তাই এ অণুর একমাত্র symmetry element হলো E (identity element), যা প্রতিটি অণুতেই স্বাভাবিকভাবে থাকে।
অতএব, CHClBrI একটি চিরাল অণু, যার একমাত্র symmetry element হলো E।
0
Updated: 4 days ago