'Paediatric' relates to the treatment of:
A
Adults
B
Children
C
Women
D
Old people
উত্তরের বিবরণ
Pediatrics (শিশুচিকিৎসা)
অর্থ: শিশুর চিকিৎসা বা শিশুদের স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা শাখা।
বাংলায়: শিশুচিকিৎসা।
অন্য চিকিৎসা বিশেষজ্ঞদের নাম:
-
নারীদের বিশেষজ্ঞকে বলে: Gynecologist (স্ত্রীরোগ বিশেষজ্ঞ)
-
বয়স্কদের বিশেষজ্ঞকে বলে: Geriatrics (বৃদ্ধ চিকিৎসক)
আরো কিছু চিকিৎসা শাখার নাম ও অর্থ:
-
Orthopedics: হাড় ও জয়েন্টের সমস্যার চিকিৎসা বা অধ্যয়ন।
-
Neurology: মস্তিষ্ক ও নার্ভের রোগের অধ্যয়ন ও চিকিৎসা।
-
Cardiology: হৃদযন্ত্রের রোগের চিকিৎসা ও অধ্যয়ন।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 2 months ago
____________ that cursed amulet, Daenerys? It’s making everyone uneasy.
Created: 1 month ago
A
Would you mind removing
B
Will you mind remove
C
Would you mind removed
D
Do you mind to remove
Complete sentence:
Would you mind removing that cursed amulet, Daenerys? It’s making everyone uneasy.
নিয়ম:
-
Would you mind এর পরে verb + ing বসে।
-
Structure: Would you mind + verb + ing + object.
Examples:
-
Would you mind coming to my house?
-
Would you mind taking a cup of tea?
-
Would you mind giving me some money?

0
Updated: 1 month ago
Mr Hasan deals ____ bricks.
Created: 2 weeks ago
A
with
B
in
C
by
D
on
বাক্যটি “Mr Hasan deals in bricks” বোঝায় যে মিস্টার হাসান ইটের ব্যবসা করছেন। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Deal in হলো একটি phrase, যার অর্থ কোনো পণ্য বা সামগ্রী ক্রয়-বিক্রয় করা বা ব্যবসা করা।
-
এখানে মিস্টার হাসান ইট কেনেন এবং বিক্রি করেন; অর্থাৎ ইট ব্যবসায় জড়িত।
-
Deal with হলে অর্থ হবে কোনো সমস্যা বা বিষয় মোকাবেলা করা, যা এখানে প্রযোজ্য নয়।
-
বাক্যে in প্রিপজিশন ব্যবহার করা ঠিক, কারণ এটি ব্যবসার পণ্য বা পরিষেবার সঙ্গে সম্পর্ক প্রকাশ করে।
-
Other options:
-
ক) with – “deal with” মানে সমস্যা বা কাজ সামলানো; ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-
গ) by – প্রিপজিশন হিসেবে অর্থের সঙ্গে মিল নেই।
-
ঘ) on – সাধারণত ব্যবসার জন্য ব্যবহৃত হয় না।
-

0
Updated: 2 weeks ago
Do you know __ he will be there?
Created: 1 month ago
A
as
B
too
C
if
D
is
বাক্যটি হলো Do you know if he will be there?, যেখানে “if he will be there” একটি noun clause। এটি জানার উদ্দেশ্যে ব্যবহৃত একটি indirect question, অর্থাৎ কেউ জানতে চাচ্ছে কোনো বিষয় সত্যি কি না। ইংরেজিতে এমন ক্ষেত্রে “if” বা “whether” ব্যবহার করা হয়। এখানে “if” ব্যবহার করা হয়েছে, যা বাক্যের অর্থ অনুযায়ী সঠিক: “তুমি কি জানো সে আসবে কিনা?”
-
বাক্য বিশ্লেষণ:
-
Do you know → মূল clause
-
if he will be there → noun clause, যা subject বা object হিসেবে কাজ করছে
-
-
কারণ: indirect question-এ সরাসরি question form (“is he…”) ব্যবহার করা যায় না।
Other options:
-
ক) as: “যেহেতু” বা “যেমন”, প্রশ্নের জন্য প্রাসঙ্গিক নয়।
-
খ) too: “অতিও” বা “তারপরও”, এখানে প্রাসঙ্গিক নয়।
-
ঘ) is: verb, কিন্তু subject + verb clause দরকার, সরাসরি এখানে বসবে না।

0
Updated: 1 month ago