Choose the right word to fill the blank: I should appreciate it if you could complete this work __ Thursday.
A
till
B
untill
C
upto
D
by
উত্তরের বিবরণ
নির্ধারিত সময়ের আগে কোনো কাজ শেষ করতে হলে complete এর পরে by ব্যবহার করা হয়।
-
Complete by মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা।
-
উদাহরণ: I should appreciate it if you could complete this work by Thursday.
-
বাংলা অর্থ: আপনি যদি বৃহস্পতিবারের মধ্যে এই কাজ শেষ করতে পারেন, আমি খুশি হব।

0
Updated: 1 month ago
He insisted _____ there. (Fill in the gap)
Created: 1 week ago
A
on my going
B
is to go
C
over going
D
to go
Complete Sentence Example:
-
He insisted on my going there.
ব্যাখ্যা: Insist on / Insist upon / Insist on doing something
-
অর্থ: কোনো কিছুতে জোর দেওয়া বা কড়া দাবী করা, এমনকি যদি অন্যরা বিরক্ত হয় বা মনে করে সেটা আপনার জন্য ঠিক নয়।
-
ব্যবহার: insist on / upon এর পরে verb-এর -ing ফর্ম লাগে।
উদাহরণ:
-
He insisted on my going there.
-
She insists on doing everything her own way.
-
He insisted on seeing her.
উৎস: Cambridge Dictionary Grammar Reference.

0
Updated: 1 week ago
In spite of my requests, he did not _____ .
Created: 1 month ago
A
give in
B
fall in
C
get off
D
give forth
পূর্ণ বাক্য:
Despite my repeated requests, he refused to give in.
বাংলা অর্থ:
আমার অনুরোধ সত্ত্বেও সে হাল না দিয়ে সম্মতি দেয়নি।
Give in [phrasal verb — give এর সাথে]:
-
ইংরেজি অর্থ: To admit defeat and agree to stop resisting or fighting.
-
বাংলা অর্থ: পরাজিত স্বীকার করে আত্মসমর্পণ করা।
অন্যান্য বিকল্প:
-
Fall in — সারিতে দাঁড়ানো বা ভেঙে পড়া।
-
Get forth — নির্গত হওয়া বা প্রকাশ করা।
-
Get off — নেমে আসা, যাত্রা শুরু করা, সরিয়ে ফেলা।
-
Give forth — প্রকাশ করা বা কোনো কিছু উৎপন্ন করা।
বাক্যের প্রেক্ষিতে “give in” সঠিক অর্থবোধক হওয়ায় সঠিক উত্তর হল ‘ক’।
তথ্যের উৎস:
১। বাংলার এক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি।
২। ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 1 month ago
I have not heard from him _______.
Created: 1 month ago
A
long since
B
for a long time
C
since long
D
for long
🔹 প্রশ্নে “for a long time” এবং “for long” — দুটি উত্তরই সঠিক হওয়ায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
🔹 কারণ ব্যাখ্যা:
-
“for long” সাধারণত নেতিবাচক বাক্যে (negative sentence) ব্যবহার হয়।
-
“for a long time” ব্যবহার করা যায় উভয় ক্ষেত্রেই — ইতিবাচক ও নেতিবাচক বাক্যে।
🔹 উদাহরণ:
-
I have not heard from him for a long time.
-
I have not heard from him for long.
বাংলায় অর্থ: আমি অনেক দিন ধরে তার কোনো খোঁজ পাইনি।

0
Updated: 1 month ago