নিচের
কোনটি সেকেন্ডারি বায়ু দূষক?
A
SO2
B
NO₂
C
CO2
D
H2SO4
জীবাশ্মের/পৃথিবীর বয়স নির্ধারণে কার্বনের কোন আইসোটোপটি বাবহৃত হয়?
Created: 5 days ago
A
C-12
B
C-13
C
C-14
D
কোনটিই
নয়
কার্বন-১৪ (14C) হলো কার্বনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ, যা জীবিত প্রাণীর শরীরে ক্রমাগতভাবে উৎপন্ন ও ক্ষয় হয়।
-
কসমিক রশ্মি নাইট্রোজেন-১৪ (14N) এর সাথে বিক্রিয়া করে 14C তৈরি করে:
¹⁴⁷N + n → ¹⁴⁶C + p -
জীবিত প্রাণী ও উদ্ভিদ খাদ্য ও বায়ুর মাধ্যমে এই 14C গ্রহণ করে, ফলে জীবিত অবস্থায় 14C/12C অনুপাত স্থির থাকে।
-
যখন প্রাণী বা উদ্ভিদ মারা যায়, তখন এই অনুপাত আর আপডেট হয় না এবং 14C ক্ষয় হতে শুরু করে:
¹⁴⁶C → ¹⁴⁷N + e⁻ -
14C এর অর্ধায়ু (half-life) প্রায় ৫,৭৩০ বছর, তাই 14C-এর অবশিষ্ট পরিমাণ পরিমাপ করে জীবাশ্ম, প্রত্নবস্তু বা পৃথিবীর পুরোনো জৈব পদার্থের বয়স নির্ধারণ করা হয়।
সুতরাং, জীবাশ্ম বা পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহৃত আইসোটোপ হলো C-14 (কার্বন-১৪)।
0
Updated: 4 days ago
নিচের
কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
Created: 4 days ago
A
CO2
B
CH4
C
N2
D
CFC
0
Updated: 4 days ago
13C NMR এর
কোন টেকনিক ব্যবহার করে CH, CH2 এবং CH3 কার্বনের পার্থক্য করা যায়?
Created: 5 days ago
A
DEPT
B
NOESY
C
COSY
D
প্রোটন ডিকাপলিং
DEPT (Distortionless Enhancement by Polarization Transfer) পরীক্ষায় ¹³C–¹H কাপলিং ব্যবহারের মাধ্যমে ফেজ/ইনটেনসিটি পরিবর্তিত হয়ে CH, CH₂, CH₃ সিগন্যালগুলোকে আলাদাভাবে শনাক্ত করা যায়। এটি কার্বন নিউক্লিয়াসের সাথে প্রোটনদের সম্পর্ককে বিশ্লেষণ করতে সাহায্য করে।
-
NOESY (Nuclear Overhauser Effect Spectroscopy): এটি ৩D কাঠামো এবং নিকটবর্তী প্রোটনের স্থানিক সম্পর্ক নির্ণয় করে, যা জৈব যৌগের অ্যাটমিক আস্থাপন জানাতে ব্যবহৃত হয়।
-
COSY (Correlation Spectroscopy): এটি প্রোটন-প্রোটন কাপলিং (H–H correlation) নির্ণয় করে, যা একে অপরের সাথে কাপল করা প্রোটনের সম্পর্ককে শনাক্ত করতে সাহায্য করে।
-
প্রোটন ডিকাপলিং: এটি কার্বন সিগন্যালকে সরল (decoupled) করে, তবে CH, CH₂, CH₃ সিগন্যালের মধ্যে পার্থক্য করতে পারে না।
0
Updated: 5 days ago