Choose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, ___ has written four novels.
A
usually
B
presently
C
already
D
formerly
উত্তরের বিবরণ
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) usually: সচরাচর/সাধারণত।
খ) presently: অচিরে/এক্ষুনি।
গ) already: এই সমইয়ের বা এই সময়ের মধ্যে।
ঘ) formerly: আগেরকার দিনে/পূর্বকালে।
• উক্ত প্রশ্নের sentence টি perfect tense এ আছে।
- তাই, উত্তর হবে already.
- Complete sentence: Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, already has written four novels.
- Bangla Meaning: জনাব চৌধুরী, যিনি একজন শিক্ষক ছিলেন, অবসর গ্রহণের পর থেকে, ইতিমধ্যে চারটি উপন্যাস লিখেছেন।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
Choose the correct meaning: He raised his eyebrow at my explanation.
Created: 1 month ago
A
show surprise or disapproval
B
show agreement
C
show happiness
D
show indifference
অভিব্যক্তি: Raise your eyebrows
ইংরেজি অর্থ: চোখের ভ্রু উঁচু করে অবাক হওয়া প্রকাশ করা।
বাংলা অর্থ: বিস্ময় প্রকাশ করা বা চোখ কপালে ওঠা।
অপশনসমূহ:
-
Show agreement: সম্মতি প্রকাশ করা।
-
Show happiness: আনন্দ প্রকাশ করা।
-
Show indifference: উদাসীনতা প্রদর্শন করা।
-
Show surprise or disapproval: বিস্ময় বা অসম্মতি প্রকাশ করা।
অপশনগুলো যাচাই করলে বোঝা যায়, এখানে সঠিক অর্থ হবে — বিস্ময় বা অসম্মতি প্রকাশ করা (Show surprise or disapproval)।

0
Updated: 1 month ago
Of the four alternatives, find the one that best fits into the blank space: While living in poverty, the poet had to _____ a great deal of sufferings.
Created: 3 weeks ago
A
see through
B
put up with
C
pass by
D
fall back
Put up with এখানে সঠিক ফ্রেজ।
পূর্ণ বাক্য: While living in poverty, the poet had to put up with a great deal of sufferings.
বাংলা অর্থ: দারিদ্র্যের মধ্যে জীবনযাপনকালে কবিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল।
Put up with (idiom):
-
English Meaning: To tolerate or endure something.
-
বাংলা অর্থ: সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
-
সমার্থক শব্দ: tolerate, endure, accept, bear, take, swallow, brook।
অপশনের অন্যান্য ফ্রেজগুলোর অর্থ:
-
see through
-
English Meaning: বুঝে ফেলা বা কারও ফন্দি ধরা।
-
বাংলা অর্থ: কারও চালাকি বা আসল স্বভাব ধরে ফেলা।
-
-
pass by
-
English Meaning: নজরে না আসা বা গুরুত্ব না পাওয়া।
-
বাংলা অর্থ: লক্ষ্য না করা; উপেক্ষা করা।
-
-
fall back
-
English Meaning: পিছিয়ে যাওয়া বা সরে যাওয়া।
-
বাংলা অর্থ: পশ্চাদপসরণ করা; পিছু হটা।
-
তথ্যসূত্র: Oxford Learner’s Dictionary এবং বাংলা একাডেমির Accessible Dictionary

0
Updated: 3 weeks ago
"To be or not to be, that is the ____."
Created: 1 month ago
A
meaning
B
question
C
answer
D
issue
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - question.
- Complete sentence: 'To be, or not to be, that is the question.'
-This line is written by William Shakespeare, in his famous tragedy 'Hamlet'.
• Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- এরপর প্রিন্স হ্যামলেট তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায়।
- এই নাটকে antagonist অর্থাৎ ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia (Heroine),
- Hamlet,
- Claudius, (Uncle of Hamlet)
- Gertrude (Mother of Hamlet)
- Horatio (Loyal and Best friend of Hamlet)
- Polonius (Ophelia's Father)
- Laertes (Ophelia's Uncle) etc.
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.
Source: Britannica.

0
Updated: 1 month ago