PCl5 অণুর
গঠন কি?
A
ত্রিমাত্রিক
দ্বি-পিরামিডীয়
B
অষ্টতলকীয়
C
চতুস্তলকীয়
D
সমতলীয়
ত্রিকোণাকার
উত্তরের বিবরণ
PCl₅ অণুতে কেন্দ্রীয় পরমাণু হলো ফসফরাস (P), যার চারপাশে ৫টি ক্লোরিন (Cl) পরমাণু যুক্ত থাকে। এই অণুর গঠন ব্যাখ্যা করা যায় হাইব্রিডাইজেশন তত্ত্ব দ্বারা।
-
হাইব্রিডাইজেশন: sp³d
-
গঠন: ত্রিমাত্রিক ত্রিকোণীয় দ্বি-পিরামিডীয় (trigonal bipyramidal) আকৃতি।
-
সমতলীয় (equatorial plane): ৩টি ক্লোরিন পরমাণু একই সমতলে অবস্থান করে।
-
অক্ষীয় (axial positions): বাকি ২টি ক্লোরিন পরমাণু উল্লম্ব অক্ষে অবস্থান করে।
ফলে, PCl₅ অণুটি একটি ত্রিকোণীয় দ্বি-পিরামিডীয় গঠনযুক্ত যৌগ।
0
Updated: 4 days ago
নিচের
কোনটি মিশ্র অক্সাইড (mixed oxide)?
Created: 4 days ago
A
Fe₂O3
B
FeO
C
Pb20
D
Fe3O4
মিশ্র অক্সাইড এমন একধরনের যৌগ যা একই মৌলের দুইটি ভিন্ন অক্সাইডের সমন্বয়ে গঠিত হয়। এই ধরণের যৌগে মৌলটির দুটি ভিন্ন জারণ অবস্থায় উপস্থিতি দেখা যায়।
-
মিশ্র অক্সাইডের সংজ্ঞা: একই মৌলের দুটি ভিন্ন অক্সাইডের সংমিশ্রণে গঠিত যৌগ।
-
উদাহরণস্বরূপ, Fe₃O₄ = FeO + Fe₂O₃; এখানে লোহা (Fe) একবার +2 এবং আরেকবার +3 জারণ অবস্থায় আছে।
-
ফলে, Fe₃O₄-কে মিশ্র অক্সাইড বলা হয়।
0
Updated: 4 days ago
নিম্নের
কোন মৌলটি সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়মের ব্যতিক্রম দেখায়?
Created: 4 days ago
A
Mn
B
Br
C
La
D
As
La (Lanthanum) সঠিক উত্তর, কারণ এটি d–f ব্লকের সীমানায় অবস্থান করে এবং এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমী।
-
ইলেকট্রন বিন্যাস: [Xe] 5d¹ 6s²
-
সাধারণত f-ব্লক মৌলগুলোতে 4f অরবিটালে ইলেকট্রন ভর্তি থাকে, কিন্তু La-এর ক্ষেত্রে 4f অরবিটাল শূন্য (4f⁰) থাকে।
-
তাই এটি কখনও কখনও d-ব্লক এবং f-ব্লক — উভয়ের সীমানায় ধরা হয়।
অতএব, Lanthanum (La)-কে একটি সীমান্তবর্তী বা ব্যতিক্রমী মৌল হিসেবে বিবেচনা করা হয়।
0
Updated: 4 days ago
পর্যায়
সারণির কোন গ্রুপের মৌলসমূহকে
চ্যালকোজেন বলা হয়?
Created: 4 days ago
A
18
B
17
C
16
D
2
চ্যালকোজেন হলো পর্যায় সারণির Group 16 (VI A group)-এর মৌলসমূহ। নামটি এসেছে গ্রিক শব্দ “chalcos”, যার অর্থ “ore” বা আকরিক, কারণ এই মৌলগুলোর বহু যৌগ ধাতব আকরিকের সঙ্গে যুক্ত অবস্থায় পাওয়া যায়।
-
অক্সিজেন (O)
-
সালফার (S)
-
সেলেনিয়াম (Se)
-
টেলুরিয়াম (Te)
-
পোলোনিয়াম (Po)
সুতরাং, সঠিক উত্তর হলো গ)।
0
Updated: 4 days ago