Choose the right word to fill the blank: I should appreciate it if you could complete this work __ Thursday.
A
till
B
untill
C
upto
D
by
উত্তরের বিবরণ
নির্ধারিত সময়ের আগে কোনো কাজ শেষ করতে হলে complete এর পরে by ব্যবহার করা হয়।
-
Complete by মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা।
-
উদাহরণ: I should appreciate it if you could complete this work by Thursday.
-
বাংলা অর্থ: আপনি যদি বৃহস্পতিবারের মধ্যে এই কাজ শেষ করতে পারেন, আমি খুশি হব।

0
Updated: 2 months ago
Shaheen would never have taken the job if __ what great demand it would make on his time.
Created: 2 months ago
A
he knew
B
he had been knowing
C
he had known
D
he was knowing
• শূন্যস্থানে সঠিক উত্তর - he had known
- Complete sentence: Shaheen would never have taken the job if he had known what great demand it would make on his time.
• বাক্যটি Third conditional এর উদাহরণ।
• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If-এর পর Past Perfect Tense থাকলে পরবর্তী Sentence টিতে Past Perfect Conditional বসে।
- অর্থাৎ, would have/could have + verb-এর Past Participle form হয়।
- Structure: If + Past Perfect Tense + Past Perfect Conditional.
-Example: If you had come, I would have gone there.
• অথবা,
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- Had I known about the traffic, I would have left earlier.

0
Updated: 2 months ago
When we want to mean a government by the richest class we use the term__________.
Created: 1 month ago
A
Oligarchy
B
Plutocracy
C
Cryptocracy
D
Aristocracy
Plutocracy (noun)
-
English Meaning: A form of government run or controlled by the wealthiest class of society.
-
Bengali Meaning: ধনিকতন্ত্র; ধনী শ্রেণির শাসন।
➡ অর্থাৎ, যখন রাষ্ট্রের শাসনক্ষমতা ধনীদের হাতে থাকে, তখন তাকে বলা হয় Plutocracy।
Oligarchy (noun) (সঠিক বানান: Oligarchy, অনেক সময় ভুল করে Olicracy লেখা হয়)
-
English Meaning: A system of government in which a small and powerful group controls the country or an institution.
-
Bengali Meaning: গোষ্ঠীশাসন; অল্প কয়েকজনের হাতে শাসনক্ষমতা।
➡ অর্থাৎ, সংখ্যায় অল্প হলেও একটি গোষ্ঠী যখন রাষ্ট্র বা প্রতিষ্ঠানের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, তখন সেটি Oligarchy।
Cryptocracy (noun)
-
English Meaning: A government where the real rulers stay hidden or are not openly known.
-
Bengali Meaning: ছায়া সরকার; যেখানে প্রকৃত শাসক প্রকাশ্যে নয়, আড়ালে থেকে শাসন করে।
Aristocracy (noun)
-
English Meaning: Rule by the nobility or the hereditary upper class of society.
-
Bengali Meaning: অভিজাততন্ত্র; অভিজাত শ্রেণির শাসন।
➡ অর্থাৎ, জন্মগতভাবে অভিজাত শ্রেণির হাতে রাষ্ট্রক্ষমতা থাকলে তাকে বলা হয় Aristocracy।
উৎস: Oxford Dictionary এবং বাংলা একাডেমি প্রণীত Accessible Dictionary।

0
Updated: 1 month ago
As the sun _____, I decided to go out.
Created: 3 months ago
A
shines
B
has shone
C
shine
D
was shining
যখন অতীতে একটি ঘটনা ঘটার সময় অন্য একটি কাজ চলমান ছিল, তখন চলমান কাজটি past continuous tense-এ প্রকাশ করা হয়। যদি প্রধান কাজটি past indefinite tense-এ হয় এবং তা as দ্বারা যুক্ত হয় কারণ বোঝাতে, তবে প্রথম অংশটি চলমান অবস্থার কারণে past continuous হয়।
এই ব্যাকরণিক কাঠামো অনুযায়ী, এখানে "was shining" ব্যবহৃত হওয়াই যথাযথ।
উদাহরণ বাক্য: As the sun was shining, I decided to go out.

0
Updated: 3 months ago