Choose the right word to fill the blank : The Democratic party's candidate ____ defeat in the small hours of the morning
A
consented
B
agreed
C
accepted
D
granted
উত্তরের বিবরণ
প্রশ্নে দেওয়া অপশনগুলো হলো:
ক) consented – রাজি হওয়া
খ) agreed – একমত হওয়া, অনুমতি দেওয়া
গ) accepted – গ্রহণ করা বা মেনে নেওয়া
ঘ) granted – প্রদান করা বা মঞ্জুর করা
• এখানে বাক্যের মানে বুঝলে দেখা যায়, কেউ পরাজয় মেনে নিয়েছে—এই অর্থ বোঝাতে "accepted" শব্দটি সবচেয়ে উপযুক্ত।
তাই সঠিক উত্তর: accepted
সম্পূর্ণ বাক্য হবে:
The Democratic party's candidate accepted defeat in the small hours of the morning.
বাংলা অর্থ: ভোর রাতের দিকে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী পরাজয় মেনে নেন।
উৎস: অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 1 month ago
The teacher will check the copies after the students _____ writing.
Created: 1 week ago
A
have finished
B
finishes
C
finished
D
will finish
The correct answer is - ক) have finished.
-
Complete sentence: The teacher will check the copies after the students have finished writing.
-
Explanation:
-
যখন after দ্বারা দুটি clause যুক্ত হয় এবং আগের clause-এর verb present বা future tense-এ থাকে, তখন পরের clause-এর verb হবে present perfect tense ([have/has + V (p.p.)])।
-
-
Examples:
-
Rezina will swim after she has changed her dress.
-
বাংলা অর্থ: পোশাক পরিবর্তন করার পর রেজিনা সাঁতরাবে।
-
-
I shall go to the cinema after I have completed my work.
-
বাংলা অর্থ: কাজ শেষ করার পর আমি সিনেমায় যাব।
-
-
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

0
Updated: 1 week ago
The idiom 'A stitch in time saves nine' ____ refers to the importance of -
Created: 1 week ago
A
saving lives
B
timely action
C
saving time
D
time tailoring
প্রবাদ বাক্য: A Stitch in time saves nine
বাংলা অর্থ: সময়মতো একটু যত্ন নিলে বড় সমস্যা এড়ানো যায়। (সরাসরি: সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়)
ইংরেজি অর্থ: এটি বোঝাতে ব্যবহৃত হয় যে ছোট একটি সমস্যাকে শুরুতেই ঠিক করা ভালো, যাতে তা বড় সমস্যায় পরিণত না হয়।
ব্যাখ্যা: এই প্রবাদটি আমাদের শেখায় যে কাজ বা সমস্যাকে সময়মতো সমাধান করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ, সময়মতো ব্যবস্থা নিলে পরবর্তীতে বড় ঝামেলা এড়ানো যায়।
উদাহরণ বাক্য: It seems that something is wrong with my car; it’s better to get it checked now, as a stitch in time saves nine.
সূত্র: Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
I decided to go ____ with my friend as I needed some exercise.
Created: 1 month ago
A
to a walk
B
for a walk
C
for a walking
D
walk
শূন্যস্থান পূরণে সঠিক উত্তর হবে for a walk।
-
পূর্ণ বাক্য হবে: I decided to go for a walk with my friend as I needed some exercise.
• Go for a walk বলতে বোঝায় "হাঁটতে যাওয়া"।
-
ফলে বাক্যের অর্থ সঠিক রাখতে হলে শূন্যস্থানে for a walk বসানোই যথাযথ হবে।
🔁 পুনর্লিখিত ইউনিক সংস্করণ:
• খালি স্থানে উপযুক্ত শব্দাংশ হবে for a walk।
-
তখন বাক্যটি দাঁড়াবে: I decided to go for a walk with my friend as I needed some exercise.
• ইংরেজিতে go for a walk শব্দগুচ্ছের মানে হলো "হাঁটাহাঁটি করা" বা "হাঁটার উদ্দেশ্যে বাইরে যাওয়া"।
-
তাই বাক্যটি সঠিকভাবে গঠনের জন্য এই শব্দগুচ্ছটি শূন্যস্থানে ব্যবহার করাই হবে যথার্থ।

0
Updated: 1 month ago