Choose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, ___ has written four novels.
A
usually
B
presently
C
already
D
formerly
উত্তরের বিবরণ
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) usually: সচরাচর/সাধারণত।
খ) presently: অচিরে/এক্ষুনি।
গ) already: এই সমইয়ের বা এই সময়ের মধ্যে।
ঘ) formerly: আগেরকার দিনে/পূর্বকালে।
• উক্ত প্রশ্নের sentence টি perfect tense এ আছে।
- তাই, উত্তর হবে already.
- Complete sentence: Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, already has written four novels.
- Bangla Meaning: জনাব চৌধুরী, যিনি একজন শিক্ষক ছিলেন, অবসর গ্রহণের পর থেকে, ইতিমধ্যে চারটি উপন্যাস লিখেছেন।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
'Frailty thy name is woman'- is a famous dialogue from.
Created: 1 month ago
A
Christopher Marlowe
B
John Webstar
C
W. Shakespeare
D
T. S. Eliot
“Frailty, thy name is woman” – Shakespeare
-
এটি উইলিয়াম শেক্সপিয়ারের জনপ্রিয় উক্তি, যা তাঁর ট্র্যাজেডি ‘Hamlet’ থেকে নেওয়া।
-
এই উক্তিটি Hamlet তার মাকে উদ্দেশ্য করে বলেন, এবং এটি নাটকের প্রথম soliloquy-এর অংশ।
-
এখানে Hamlet মূলত তার মায়ের তৃতীয় বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং সমগ্র নারী জাতিকে দুর্বল ও ভঙ্গুর চরিত্রযুক্ত হিসেবে দেখান।
Hamlet নাটক সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
লেখক: উইলিয়াম শেক্সপিয়ার
-
রচনার সময়: ১৫৯৯–১৬০১
-
প্রকাশ: ১৬০৩
-
আকৃতি: ৫টি অধ্যায় বিশিষ্ট ট্র্যাজেডি
-
কাহিনী: ডেনমার্কের রাজকুমার Hamlet তার বাবার মৃত্যুর পর জার্মানি থেকে দেশে ফিরে আসে। তিনি জানতে পারেন যে তার চাচা Claudius তার বাবাকে হত্যা করে তার মাকে বিয়ে করেছে। নাটকটি মূলত Hamlet-এর প্রতিশোধ ও মানসিক দ্বন্দ্বকে কেন্দ্র করে।
Hamlet-এর কিছু জনপ্রিয় উক্তি:
-
“To be, or not to be, that is the question”
-
“Brevity is the soul of wit”
-
“Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend”
-
“There is divinity that shapes our end”
প্রধান চরিত্রসমূহ:
-
Hamlet
-
Claudius
-
Gertrude
-
Ophelia
-
Horatio
-
Polonius
উৎস: Britannica and SparkNotes.com

0
Updated: 1 month ago
This could have worked if I ______ been more far-sighted.
Created: 1 month ago
A
had
B
have
C
might
D
would
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had.
- Complete sentence: This could have worked if I had been more far-sighted.
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি third conditional এ আছে।
• Third Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form)
- নিয়মানুযায়ী,
- এই বাক্যের প্রথম অংশে- could have + Past Perfect (worked) আছে।
- তাই If যুক্ত clause এ had + Verb এর past participle form হবে।
--------------------------
• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত।
- 2. Consequence বা ফলাফল।
• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals
• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth).
• 1st Conditional = If + Present + Future.
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb).
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3).
- অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/ could/might + have + pp of verb.

0
Updated: 1 month ago
When one makes a promise, one must not go________ on it.
Created: 2 weeks ago
A
forward
B
back
C
by
D
around
প্রদত্ত বাক্যটি “one must not go back on it” মূলত প্রতিশ্রুতি ভঙ্গ না করার নির্দেশ বোঝায়। এখানে “go back” দ্বারা বোঝানো হয়েছে যে কোনো promise বা commitment থেকে ফিরে যাওয়া বা তা retract করা। সুতরাং প্রদত্ত শূন্যস্থানে back বসানোই সঠিক।
-
Go back on (phrasal verb)
-
Meaning: Fail to keep a promise
-
Bengali meaning: (প্রতিশ্রুতি ইত্যাদি) পালন করতে ব্যর্থ হওয়া; প্রতিশ্রুতি ভঙ্গ করা; কথা না-রাখা
-

0
Updated: 2 weeks ago