নিচের
কোন যৌগটি হেটারো অ্যারোমেটিক?
A
নাইট্রোমিথেন
B
মিথাইল
থায়োল
C
ফিউরান
D
কোনটিই
নয়
উত্তরের বিবরণ
হেটারোঅ্যারোমেটিক যৌগ হলো এমন অ্যারোমেটিক যৌগ, যার রিং কাঠামোতে অন্তত একটি হেটারো পরমাণু (যেমন O, N, S) থাকে। এই হেটারো পরমাণুগুলো π-ইলেকট্রন ডেলোকালাইজেশনে অংশগ্রহণ করে এবং হাকেল নীতি (4n+2 π ইলেকট্রন) অনুসারে যৌগটি অ্যারোমেটিক স্থিতিশীলতা অর্জন করে।
-
নাইট্রোমিথেন (CH₃NO₂): অ্যারোমেটিক রিং অনুপস্থিত, তাই হেটারোঅ্যারোমেটিক নয়।
-
মিথাইল থায়োল (CH₃SH): কোনো রিং কাঠামো নেই, সুতরাং এটি হেটারোঅ্যারোমেটিক নয়।
-
ফিউরান (Furan): পাঁচ সদস্য বিশিষ্ট রিং, যাতে একটি অক্সিজেন পরমাণু হেটারো অ্যাটম হিসেবে থাকে; এটি π-ইলেকট্রন ডেলোকালাইজড হওয়ায় অ্যারোমেটিক স্থিতিশীলতা লাভ করে।
তাই সঠিক উত্তর হলো ফিউরান (Furan) — এটি একটি হেটারোঅ্যারোমেটিক যৌগ।
0
Updated: 4 days ago
SN1 বিক্রিয়ার
জন্য কোনটি সত্য?
Created: 4 days ago
A
বিক্রিয়াটি
নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে
B
তীব্র
ক্ষারের প্রয়োজন হয়
C
শুধুমাত্র
aprotic দ্রাবকে সংঘটিত হয়
D
কার্বোক্যাটায়নের
পুনর্বিন্যাসের মাধ্যমে ঘটে
SN1 বিক্রিয়া এমন একধরনের এক-আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যা সম্পূর্ণভাবে Alkyl halide (Substrate)-এর ঘনমাত্রার উপর নির্ভরশীল। এতে নিউক্লিওফাইলের ঘনমাত্রা কোনো প্রভাব ফেলে না।
-
ক ও খ সঠিক নয়: কারণ SN1 বিক্রিয়ায় তীব্র ক্ষারের প্রয়োজন হয় না, এবং বিক্রিয়ার হার শুধুমাত্র সাবস্ট্রেটের ঘনমাত্রার উপর নির্ভর করে।
-
গ সঠিক নয়: SN1 বিক্রিয়া পোলার প্রোটিক দ্রাবকে দ্রুত ঘটে, তাই গ অপশনটি ভুল।
-
ঘ সঠিক: যদিও কার্বোক্যাটায়নের পুনর্বিন্যাস সবসময় ঘটে না, তবুও কার্বোক্যাটায়ন গঠন ধাপ-ই হলো বিক্রিয়ার গতি নির্ধারক ধাপ (rate-determining step)।
সব দিক বিবেচনা করে, অপশন ঘ সঠিক উত্তর হিসেবে গ্রহণযোগ্য।
0
Updated: 4 days ago
নিচের
কোনটি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে?
Created: 4 days ago
A
ভিটামিন
A
B
ভিটামিন
C
C
ভিটামিন
D
D
পানি
ভিটামিন C একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের কোষকে ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়। এটি কোষের বার্ধক্য রোধ ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
-
ভিটামিন A ও ভিটামিন D: অ্যান্টিঅক্সিডেন্ট নয়; এগুলো যথাক্রমে দৃষ্টিশক্তি ও হাড়ের গঠন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
-
পানি: অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে না।
-
ভিটামিন C: ফ্রি রেডিক্যাল নিরপেক্ষ করে কোষের ক্ষয় রোধ করে।
সুতরাং, সঠিক উত্তর হলো খ) ভিটামিন C — এটি একটি কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট।
0
Updated: 4 days ago
D-গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন আছে?
Created: 5 days ago
A
16
B
4
C
3
D
2
D-গ্লুকোজে 4টা কাইরাল কার্বন আছে
0
Updated: 5 days ago