H₂SO4 এর অনুবন্ধী ক্ষারক
কোনটি?
A
SO42-
B
HSO4-
C
SO32-
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
H₂SO₄ একটি প্রোটন (H⁺) ত্যাগ করলে যে যৌগটি তৈরি হয়, সেটিই তার অনুবন্ধী ক্ষারক (conjugate base)।
অতএব, HSO₄⁻ হলো H₂SO₄-এর অনুবন্ধী ক্ষারক, কারণ এটি অ্যাসিড থেকে একটি প্রোটন হারানোর ফলে গঠিত হয়।
0
Updated: 4 days ago
কোনটি
hard base এর জন্য সত্য নয়?
Created: 4 days ago
A
বৃহৎ
আকার
B
উচ্চ
শক্তির HOMO
C
উচ্চ
তড়িৎ ঋণাত্মকতা
D
দূর্বল
পোলারাইজিবেলিটি
Hard base-এর প্রধান বৈশিষ্ট্য হলো এদের আকার ছোট, ইলেকট্রন ঘনত্ব বেশি, এবং এদের lone pair ইলেকট্রন সহজে স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ এরা দুর্বলভাবে পোলারাইজেবল (low polarizability)।
-
আকার: ছোট (small size)
-
ইলেকট্রন ঘনত্ব: বেশি (high electron density)
-
পোলারাইজিবেলিটি: কম (low polarizability)
-
উদাহরণ: F⁻, OH⁻, NH₃, H₂O
অতএব, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে A-ই সঠিক উত্তর।
0
Updated: 4 days ago
পর্যায়
সারণির কোন গ্রুপের মৌলসমূহকে
চ্যালকোজেন বলা হয়?
Created: 4 days ago
A
18
B
17
C
16
D
2
চ্যালকোজেন হলো পর্যায় সারণির Group 16 (VI A group)-এর মৌলসমূহ। নামটি এসেছে গ্রিক শব্দ “chalcos”, যার অর্থ “ore” বা আকরিক, কারণ এই মৌলগুলোর বহু যৌগ ধাতব আকরিকের সঙ্গে যুক্ত অবস্থায় পাওয়া যায়।
-
অক্সিজেন (O)
-
সালফার (S)
-
সেলেনিয়াম (Se)
-
টেলুরিয়াম (Te)
-
পোলোনিয়াম (Po)
সুতরাং, সঠিক উত্তর হলো গ)।
0
Updated: 4 days ago
একটি
বিক্রিয়ায় 50 kJ তাপ নির্গত হয়
এবং 20 kJ পরিমাণ গ্যাস সম্প্রসারণজনিত কাজ সম্পাদন হলে
স্থির চাপে বিক্রিয়ায় অভ্যন্তরীণ
শক্তির পরিবর্তন হবে-
Created: 4 days ago
A
-30 kJ
B
+30 kJ
C
-70 kJ
D
+70 kJ
প্রশ্নে দেওয়া তথ্য অনুযায়ী—
-
তাপ নির্গত হচ্ছে: q = -50kJ
-
গ্যাস সম্প্রসারণের ফলে সিস্টেম কাজ করছে: w = -20kJ
প্রথম সূত্র (First Law of Thermodynamics):
ΔU = q + w
সুতরাং,
ΔU = (-50) + (-20) = -70kJ
অতএব, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 70 kJ হ্রাস পেয়েছে।
0
Updated: 4 days ago