একটি
isolated system এ স্বতঃস্ফূর্ততার শর্তঃ
A
ΔS < 0
B
ΔS = 0
C
ΔS > 0
D
ΔS ঋণাত্মক
ও বড়
উত্তরের বিবরণ
Isolated system হলো এমন একটি সিস্টেম, যা পরিবেশের সাথে কোনো শক্তি বা পদার্থের আদান–প্রদান করে না। অর্থাৎ,
q = 0, w = 0, ΔEsystem= 0
এই অবস্থায় সিস্টেমের মোট শক্তি স্থির থাকে, তাই কোনো পরিবর্তন ঘটলে তা শুধুমাত্র এনট্রপির (Entropy) পরিবর্তনের কারণে হয়।
অতএব, Isolated system-এ কোনো পরিবর্তন স্বতঃস্ফূর্তভাবে ঘটবে তখনই, যখন সিস্টেমের মোট এনট্রপি বৃদ্ধি পায়, অর্থাৎ
ΔStotal>0
0
Updated: 4 days ago
জীবাশ্মের/পৃথিবীর বয়স নির্ধারণে কার্বনের কোন আইসোটোপটি বাবহৃত হয়?
Created: 5 days ago
A
C-12
B
C-13
C
C-14
D
কোনটিই
নয়
কার্বন-১৪ (14C) হলো কার্বনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ, যা জীবিত প্রাণীর শরীরে ক্রমাগতভাবে উৎপন্ন ও ক্ষয় হয়।
-
কসমিক রশ্মি নাইট্রোজেন-১৪ (14N) এর সাথে বিক্রিয়া করে 14C তৈরি করে:
¹⁴⁷N + n → ¹⁴⁶C + p -
জীবিত প্রাণী ও উদ্ভিদ খাদ্য ও বায়ুর মাধ্যমে এই 14C গ্রহণ করে, ফলে জীবিত অবস্থায় 14C/12C অনুপাত স্থির থাকে।
-
যখন প্রাণী বা উদ্ভিদ মারা যায়, তখন এই অনুপাত আর আপডেট হয় না এবং 14C ক্ষয় হতে শুরু করে:
¹⁴⁶C → ¹⁴⁷N + e⁻ -
14C এর অর্ধায়ু (half-life) প্রায় ৫,৭৩০ বছর, তাই 14C-এর অবশিষ্ট পরিমাণ পরিমাপ করে জীবাশ্ম, প্রত্নবস্তু বা পৃথিবীর পুরোনো জৈব পদার্থের বয়স নির্ধারণ করা হয়।
সুতরাং, জীবাশ্ম বা পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহৃত আইসোটোপ হলো C-14 (কার্বন-১৪)।
0
Updated: 4 days ago
পর্যায়
সারণির কোন গ্রুপের মৌলসমূহকে
চ্যালকোজেন বলা হয়?
Created: 4 days ago
A
18
B
17
C
16
D
2
চ্যালকোজেন হলো পর্যায় সারণির Group 16 (VI A group)-এর মৌলসমূহ। নামটি এসেছে গ্রিক শব্দ “chalcos”, যার অর্থ “ore” বা আকরিক, কারণ এই মৌলগুলোর বহু যৌগ ধাতব আকরিকের সঙ্গে যুক্ত অবস্থায় পাওয়া যায়।
-
অক্সিজেন (O)
-
সালফার (S)
-
সেলেনিয়াম (Se)
-
টেলুরিয়াম (Te)
-
পোলোনিয়াম (Po)
সুতরাং, সঠিক উত্তর হলো গ)।
0
Updated: 4 days ago
PCl5 অণুর
গঠন কি?
Created: 4 days ago
A
ত্রিমাত্রিক
দ্বি-পিরামিডীয়
B
অষ্টতলকীয়
C
চতুস্তলকীয়
D
সমতলীয়
ত্রিকোণাকার
PCl₅ অণুতে কেন্দ্রীয় পরমাণু হলো ফসফরাস (P), যার চারপাশে ৫টি ক্লোরিন (Cl) পরমাণু যুক্ত থাকে। এই অণুর গঠন ব্যাখ্যা করা যায় হাইব্রিডাইজেশন তত্ত্ব দ্বারা।
-
হাইব্রিডাইজেশন: sp³d
-
গঠন: ত্রিমাত্রিক ত্রিকোণীয় দ্বি-পিরামিডীয় (trigonal bipyramidal) আকৃতি।
-
সমতলীয় (equatorial plane): ৩টি ক্লোরিন পরমাণু একই সমতলে অবস্থান করে।
-
অক্ষীয় (axial positions): বাকি ২টি ক্লোরিন পরমাণু উল্লম্ব অক্ষে অবস্থান করে।
ফলে, PCl₅ অণুটি একটি ত্রিকোণীয় দ্বি-পিরামিডীয় গঠনযুক্ত যৌগ।
0
Updated: 4 days ago