Choose the right word to fill the blank : Two of the children have to sleep in one bed, but the other three have ______ ones.
A
different
B
separate
C
complete
D
lonely
উত্তরের বিবরণ
প্রশ্নে দেওয়া অপশনগুলো হলো—
ক) Different: মানে ভিন্ন বা অন্য রকম।
খ) Separate: মানে আলাদা, পৃথক, বিভক্ত।
গ) Complete: মানে সম্পূর্ণ বা শেষ হওয়া।
ঘ) Lonely: মানে একা বা নিঃসঙ্গ।
এখন বাক্যটি দেখি:
"Two of the children have to sleep in one bed, but the other three have ___ ones."
এই বাক্যে যদি separate শব্দটি বসানো হয়, তাহলে বাক্যের অর্থ হয়:
“দুইজন শিশুকে এক বিছানায় ঘুমাতে হয়, কিন্তু বাকি তিনজনের আলাদা বিছানা আছে।”
এখানে "আলাদা বিছানা" বোঝাতে separate শব্দটি সবচেয়ে উপযুক্ত, কারণ বাক্যে বিছানাগুলোর আলাদা হওয়া বোঝানো হয়েছে।
তাই সঠিক উত্তর: separate।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
Shaheen would never have taken the job if __ what great demand it would make on his time.
Created: 1 month ago
A
he knew
B
he had been knowing
C
he had known
D
he was knowing
• শূন্যস্থানে সঠিক উত্তর - he had known
- Complete sentence: Shaheen would never have taken the job if he had known what great demand it would make on his time.
• বাক্যটি Third conditional এর উদাহরণ।
• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If-এর পর Past Perfect Tense থাকলে পরবর্তী Sentence টিতে Past Perfect Conditional বসে।
- অর্থাৎ, would have/could have + verb-এর Past Participle form হয়।
- Structure: If + Past Perfect Tense + Past Perfect Conditional.
-Example: If you had come, I would have gone there.
• অথবা,
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- Had I known about the traffic, I would have left earlier.

0
Updated: 1 month ago
The parents became extremely__when their son had not returned by eleven o'clock.
Created: 1 month ago
A
angry
B
annoyed
C
disturbed
D
anxious
• সম্পূর্ণ বাক্য: যখন তাদের ছেলে এগারোটা বাজে বাড়ি ফিরে আসেনি, তখন বাবা-মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন।
• অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
anxious – উদ্বিগ্ন; চিন্তিত
-
angry – রাগান্বিত; উত্তেজিত
-
annoyed – বিরক্ত; বিরক্তিকর
-
disturbed – বিঘ্নিত; মনঃস্তাবে অশান্ত
• অতএব, বাক্যের অর্থের সঠিক অনুবাদ ও প্রসঙ্গ অনুসারে শূন্যস্থান পূরণে ‘anxious’ শব্দটি ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও সম্পূর্ণ হয়।
-
সম্পূর্ণ বাক্য: The parents became extremely anxious when their son had not returned by eleven o'clock.
-
বাংলায় অর্থ: এগারোটা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা-মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
সূত্র: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
Choose the correct preposition. My brother has no interest ____ music.
Created: 1 month ago
A
for
B
in
C
with
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - in
-
সম্পূর্ণ বাক্য: My brother has no interest in music. (আমার ভাই সঙ্গীতে কোনো আগ্রহ রাখে না।)
• interest somebody (in something) অর্থ হলো কাউকে কোনো বিষয়ে আগ্রহী বা কৌতূহলী করা।
-
সঙ্গীতে আগ্রহ প্রকাশ করতে বলি interest in music। আর কোনো বিষয়ে জানতে আগ্রহ দেখাতে interest for ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago