The proper function of the press is surely to _____ the man in the street with facts.
A
equip
B
deliver
C
proffer
D
provide
উত্তরের বিবরণ
শব্দগুলোর অর্থ
-
Equip – সজ্জিত বা প্রস্তুত করা।
-
Deliver – সরবরাহ বা বিলি করা।
-
Proffer – স্বেচ্ছায় কিছু দেওয়ার প্রস্তাব দেওয়া।
-
Provide – যোগান বা সরবরাহ দেওয়া।
অর্থের দিক থেকে deliver এবং provide দুইটাই ব্যবহার করা যেতো।
কিন্তু এখানে ‘with’ শব্দ থাকায় ‘provide’ ব্যবহার করাই ভালো। কারণ—
provide somebody with something মানে কাউকে কিছু সরবরাহ করা।
আর deliver to somebody মানে সরাসরি কাউকে বিলি করা বা পৌঁছে দেওয়া।
সুতরাং, সঠিক শব্দ হলো provide।
পূর্ণ বাক্য:
The proper function of the press is surely to provide the man in the street with facts.
এর বাংলা অর্থ
নিশ্চিতভাবেই প্রেস বা সংবাদপত্রের মূল কাজ হলো সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া।

0
Updated: 2 months ago
Rishan walks as if he ____ lame.
Created: 2 months ago
A
is
B
had been
C
has
D
were
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Rishan walks as if he were lame.
• As if/as though (conjunction) এর ব্যবহার:
- as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite হয়।
- be verb থাকলে সবসময় were হয়।
• আবার, as if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if/as though এর পরে past perfect হয়।
- Example: He spoke as though he had been mad.

0
Updated: 2 months ago
As the sun _____, I decided to go out.
Created: 3 months ago
A
shines
B
has shone
C
shine
D
was shining
যখন অতীতে একটি ঘটনা ঘটার সময় অন্য একটি কাজ চলমান ছিল, তখন চলমান কাজটি past continuous tense-এ প্রকাশ করা হয়। যদি প্রধান কাজটি past indefinite tense-এ হয় এবং তা as দ্বারা যুক্ত হয় কারণ বোঝাতে, তবে প্রথম অংশটি চলমান অবস্থার কারণে past continuous হয়।
এই ব্যাকরণিক কাঠামো অনুযায়ী, এখানে "was shining" ব্যবহৃত হওয়াই যথাযথ।
উদাহরণ বাক্য: As the sun was shining, I decided to go out.

0
Updated: 3 months ago
The idea is worth _____ carefully.
Created: 1 month ago
A
consider
B
to consider
C
considering
D
considered
Verb + -ing Rule (After Certain Expressions)
-
কিছু বিশেষ শব্দ/ফ্রেজের পরে যদি Verb আসে, তবে Verb এর সাথে -ing ব্যবহার করতে হয়।
-
Keywords / Expressions:
-
mind → Would you mind closing the door?
-
cannot help / could not help → He cannot help laughing out loud.
-
be used to / get used to → I am used to waking up early.
-
with a view to → He came with a view to visiting a new place.
-
worth → The idea is worth considering carefully.
-
-
Example Sentence:
-
The idea is worth considering carefully.
-
I don't mind taking a cup of tea.
-
Source: Applied English Grammar and Composition, P.C. DAS

0
Updated: 1 month ago