Fill in the blank with the correct phrase: He ____ arrested if he had tried to leave the country.
A
would
B
could be
C
would have been
D
must be
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: would have been
🔸 পূর্ণ বাক্য: He would have been arrested if he had tried to leave the country.
🔸 এই বাক্যটি Third Conditional বা 3rd Conditional ধরনের একটি বাক্য।
Conditional Sentence
একটি Conditional sentence-এ সাধারণত দুটি অংশ থাকে:
-
If-clause → শর্তের অংশ
-
Main clause (Principal clause) → ফলাফলের অংশ
এই ধরনের বাক্যকে অনেক সময় If-clause sentence-ও বলা হয়।
3rd Conditional এর সহজ নিয়ম
যদি If-clause এ থাকে: had + verb এর 3rd form (V3)
তাহলে Main clause এ থাকবে: would/could/might + have + V3
উদাহরণ:
If he had studied well, he would have passed the exam.
(যদি সে ভালোভাবে পড়াশোনা করত, তাহলে সে পরীক্ষায় পাস করত।)
আমাদের মূল বাক্যেও ঠিক এই গঠন অনুসরণ করা হয়েছে:
-
If-clause: if he had tried to leave the country → (had + V3 আছে)
-
Main clause: he would have been arrested → (would + have + V3 আছে)
তাই এখানে "would have been" ব্যবহার করা একদম ঠিক হয়েছে।
সংক্ষেপে মনে রাখো:
If + had + V3 → would/could/might + have + V3

0
Updated: 1 month ago
Choose the correct preposition. The tree has been blown ______ by the storm.
Created: 1 month ago
A
away
B
up
C
off
D
out
এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যাওয়া (বাতাসে) বা উপড়ে ফেলা শূন্যস্থানে away বসবে।
Complete sentence: The tree has been blown away by the storm.
• Blow away
English Meaning: 1. to dissipate or remove as if with a current of air.
Bangla Meaning: ১. বাতাস যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেওয়া
English Meaning: 2. defeat an opponent convincingly.
Bangla Meaning: ২. প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানো।
English Meaning: 3. impress someone greatly.
Bangla Meaning: ৩. কাউকে ভালোভাবে প্রভাবিত করা।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
• Blow up
English Meaning: Explode.
Bangla Meaning: বিস্ফোরিত হওয়া
Example sentence: The car blew up as soon as it hit the wall.
• Blow out
English Meaning: Be extinguished by an air current/ If a flame blows out or you blow it out, it stops burning when a person or the wind blows on it:
Bangla Meaning: নেভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া।
Example Sentence: Blow out the lamp.
• Blow off
English Meaning:
Bangla Meaning: নির্গত।
Example Sentence: The engine blows off carbon dioxide.
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Complete the sentence with the correct verb from : 'Neela _____ her hand when she was cooking dinner.
Created: 1 month ago
A
is burning
B
burnt
C
will burn
D
was burning
সঠিক উত্তর: burnt
সম্পূর্ণ বাক্য: Neela burnt her hand when she was cooking dinner.
(নিলা রাতের খাবার রান্না করার সময় তার হাত পুড়ে গিয়েছিল।)
When দিয়ে যুক্ত দুটি clause-এর ক্ষেত্রে সময় অনুযায়ী টেনস কেমন হবে তা বুঝতে নিচের নিয়মগুলো দেখো
১. যদি একটি clause থাকে past continuous tense-এ, তাহলে অন্যটি হবে past indefinite tense-এ।
উদাহরণ:
When you called, I was in a meeting.
(তুমি যখন ফোন করেছিলে, তখন আমি একটি মিটিংয়ে ছিলাম।)
২. যদি When দিয়ে যুক্ত বাক্যে ভবিষ্যতের কোনো কাজ বোঝানো হয়, তাহলে When যুক্ত clause-এ future indefinite tense হয় না। বরং future tense হয় মূল clause-এ, আর When clause-এ present indefinite tense হয়।
উদাহরণ:
I will phone you when I get the news.
(আমি তোমাকে ফোন করব যখন আমি খবরটা পাব।)
৩. যখন দুটি clause-ই present time বোঝায় এবং একটি ঘটনা অন্যটির ফলাফল হয়, তখন দুটি clause-ই present indefinite tense-এ হয়।
উদাহরণ:
When water freezes, it turns into ice.
(পানি জমে গেলে তা বরফে পরিণত হয়।)

0
Updated: 1 month ago
Othello gave Desdemona ___ as a token of love:
Created: 3 days ago
A
Ring
B
Handkerchief
C
Pendant
D
Bangles
Othello gave Desdemona a Handkerchief as a token of love.
Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine and she was Othello's wife and Brabantio's daughter.
- নাটকটির মূল বিষয়বস্তু: love and betrayal, intrigue and Jealousy.
- Iago রয়েছে Villan চরিত্রে।
- Iago চরিত্রটি সাহিত্য জগতে Machiavellian villain হিসেবে পরিচিত অর্থাৎ, ব্যাক্তিস্বার্থ উদ্ধারের জন্য ষড়যন্ত্রের অনুসরণ করেন যে ব্যক্তি।
- নাটকে দেখা যায়, Igao দ্বারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে, Othello তাঁর স্ত্রী Desdemona কে হত্যা করে।
• Iago cunningly convinces Othello that Desdemona has been unfaithful to him with Cassio, Othello's lieutenant.
- Consumed by jealousy and driven to madness, Othello succumbs to Iago's machinations and ultimately kills Desdemona. Realizing his grave error, Othello takes his own life, and Iago's treachery is exposed.
• 'Othello' এর নামানুসারে এবং তার সঙ্গীর প্রতি অতিরিক্ত সন্দেহপরায়ণতার ভিত্তিতে একটি মানসিক ব্যাধির নামকরণ করা হয়েছে।
- চিকিৎসা বিজ্ঞানে এই মানসিক ব্যাধিকে বলা হয় ‘Othello Syndrome’.
• The important characters of Othello are -
- Othello,
- Desdemona,
- Brabantio,
- lago,
- Cassio,
- Emilia etc.
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 3 days ago