Choose the right word to fill the blank : The Democratic party's candidate ____ defeat in the small hours of the morning
A
consented
B
agreed
C
accepted
D
granted
উত্তরের বিবরণ
প্রশ্নে দেওয়া অপশনগুলো হলো:
ক) consented – রাজি হওয়া
খ) agreed – একমত হওয়া, অনুমতি দেওয়া
গ) accepted – গ্রহণ করা বা মেনে নেওয়া
ঘ) granted – প্রদান করা বা মঞ্জুর করা
• এখানে বাক্যের মানে বুঝলে দেখা যায়, কেউ পরাজয় মেনে নিয়েছে—এই অর্থ বোঝাতে "accepted" শব্দটি সবচেয়ে উপযুক্ত।
তাই সঠিক উত্তর: accepted
সম্পূর্ণ বাক্য হবে:
The Democratic party's candidate accepted defeat in the small hours of the morning.
বাংলা অর্থ: ভোর রাতের দিকে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী পরাজয় মেনে নেন।
উৎস: অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 2 months ago
Credit tk 5000 ___ my account.
Created: 1 month ago
A
in
B
with
C
against
D
to
• To deposit an amount to someone’s account, we use credit to.
- যেমন- Credit Tk. 10,000 to her account.
• তাই সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Credit tk 2000 to my account.
• মনে রাখতে হবে,
- Credit-এর পর amount এবং তারপর account-এর আগে to বসে।
- যেমন- Credit tk 2000 to my account.
- Credit-এর পর account এবং তারপর amount-এর আগে with বসে।
- যেমন- They credited my account with $20 after I pointed out the mistake.

0
Updated: 1 month ago
I don't mind ____ with the cooking but I am not going to wash the dishes.
Created: 2 months ago
A
to help
B
help
C
helping
D
for helping
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: helping
- পূর্ণ বাক্যটি হবে: I don't mind helping with the cooking but I am not going to wash the dishes.
• কিছু বিশেষ verb এবং preposition-এর পরে যখন আরেকটি verb বসে, তখন সেই verb-টি "ing" ফর্মে বসে।
এই ধরনের verb গুলোর মধ্যে আছে: mind, worth, can't help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition।
• উদাহরণস্বরূপ, "mind" শব্দটি যদি বাক্যে ব্যবহৃত হয় এবং তার পরে কোনো কাজ বোঝানো হয়, তবে সেই কাজটি verb-এর present form-এ "ing" যোগ করে লিখতে হয়।
• এই ক্ষেত্রে গঠন বা structure হবে:
Subject + mind + verb + ing + object
উদাহরণ:
-
She doesn’t mind working late.
-
Would you mind opening the window?

0
Updated: 2 months ago
Complete the sentence. If I were you, I ____ take the money.
Created: 1 month ago
A
shall
B
will
C
would
D
may
প্রশ্নে উল্লেখিত বাক্যটি Second Conditional অনুযায়ী গঠিত। Second Conditional সাধারণত কল্পনামূলক বা অসম্ভব পরিস্থিতি প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এটি দুটি অংশে বিভক্ত: একটি শর্তসূচক clause এবং একটি ফলসূচক clause।
Second Conditional এর নিয়মাবলী:
-
If + past indefinite + subject + would/could/might + verb এর base form + বাকি অংশ।
-
অর্থাৎ, If যুক্ত clause এর পরে subject এর পর would/could/might ব্যবহার করে verb এর base form বসে।
-
If clause এ subject এর পর যদি be verb আসে, তখন were ব্যবহার করা হয়।
গঠন উদাহরণ:
-
If + were + বাক্যাংশ, would/could/might + verb এর present form।
উদাহরণসমূহ:
-
If I knew the answer, I would tell you.
-
If I were you, I would pat your jacket on.
-
If I were you, I would take the money.
-
If I were a bird, I would fly to you.
সম্পূর্ণ বাক্য:
If I were you, I would take the money.

0
Updated: 1 month ago