A
মুহম্মদ আব্দুল হাই
B
মোঃ বরকতুল্লাহ
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ
D
মওলানা আকরম খাঁ
উত্তরের বিবরণ
• মাওলানা আকরম খাঁ:
- মাওলানা আকরম খাঁ ১৮৬৮ সালে পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার হাকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাংবাদিক, রাজনীতিক, ইসলামিশাস্ত্রজ্ঞ ছিলেন।
- তিনি বাংলাসহ আরবি, উর্দু, পারসি ও সংস্কৃত ভাষায় ব্যুৎপন্ন ছিলেন।
- তাঁর সম্পাদনায় ১৯০৩ সালে 'মাসিক মোহাম্মদী' পত্রিকা প্রকাশিত হয়।
- তাঁর সম্পাদিত দুটি স্বল্পস্থায়ী দৈনিক পত্রিকার নাম: উর্দু দৈনিক 'জামানা' (১৯২০) ও বাংলা দৈনিক 'সেবক' (১৯২১)।
- তাঁর সাংবাদিক জীবনের কীর্তি 'আজাদ' পত্রিকা প্রকাশ ও সম্পাদনা (১৯৩৬ সালের ৩১শে অক্টোবর থেকে)।
- তিনি ১৮ই অগস্ট, ১৯৬৮ মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত গদ্যগ্রন্থগুলো:
- হজরত মোহাম্মদ-এর (স.) জীবনী 'মোস্তফা চরিত' (১৯২৩),
- মোসলেম বাংলার সামাজিক ইতিহাস (১৯৬৫) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'চাচা কাহিনীর' লেখক-
Created: 2 months ago
A
সৈয়দ শামসুল হক
B
সৈয়দ মুজতবা আলী
C
শওকত ওসমান
D
ফররুখ আহমেদ
• ‘চাচা কাহিনী' গ্রন্থটির লেখক - সৈয়দ মুজতবা আলী।
- এটি তাঁর রচিত ছোটগল্পগ্রন্থ।
- গ্রন্থটি ১৯৫২ সালে প্রকাশিত হয়।
--------------------------
• সৈয়দ মুজতবা আলী:
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারের উত্তরসুর গ্রামে।
- তিনি ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
- সৈয়দ মুজতবা আলী 'দেশে বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন। কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।
• তাঁর রচিত ছোটগল্পগ্রন্থ:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।
• তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য।
- শবনম।
• তাঁর রচিত রম্যরচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী,
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
Created: 1 week ago
A
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
B
বঙ্গভাষা ও সাহিত্য
C
বাংলা সাহিত্যের কথা
D
বাংলা সাহিত্যের রূপরেখা
বঙ্গভাষা ও সাহিত্য
‘বঙ্গভাষা ও সাহিত্য’ গ্রন্থটি ১৮৯৬ সালে দীনেশচন্দ্র সেন রচিত, যা বাংলা সাহিত্যের ধারাবাহিক ও তথ্যবহুল প্রথম ঐতিহাসিক ইতিহাসগ্রন্থ হিসেবে স্বীকৃত।
এই বইয়ে বঙ্গভাষা ও বঙ্গলিপির উৎপত্তি, সংস্কৃত ও প্রাকৃত ভাষার সঙ্গে বাংলার সম্পর্ক, প্রাচীন বাংলা সাহিত্যের বিবরণ এবং মধ্যযুগের ধর্মীয় সম্প্রদায় ও তাদের সাহিত্য সংক্রান্ত আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।
এটি বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করেছে কারণ এখানে সাহিত্য ও সমাজের গভীর আন্তঃসম্পর্ককে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।
দীনেশচন্দ্র সেন
দীনেশচন্দ্র সেন ১৮৬৬ সালের ৩ নভেম্বর ঢাকার বগজুড়ি গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
তিনি পল্লী অঞ্চলে ভ্রমণ করে প্রাচীন বাংলা পুঁথি ও লোককথা সংগ্রহের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সংগ্রহীত পুঁথি থেকে উপকরণ নিয়ে তিনি ‘বঙ্গভাষা ও সাহিত্য’ রচনা করেন, যা বাংলা সাহিত্যের প্রথম সুশৃঙ্খল ও বিশদ ইতিহাসগ্রন্থ।
তার আরও একটি বিশিষ্ট গবেষণামূলক রচনা হলো ‘বঙ্গসাহিত্য পরিচয়’ (১৯১৪)।
তিনি ‘মৈমনসিংহ-গীতিকা’ (১৯২৩) ও ‘পূর্ববঙ্গ গীতিকা’ (১৯২৬) সম্পাদনা করে আন্তর্জাতিক খ্যাতিও অর্জন করেন।
দীনেশচন্দ্র সেনের মৃত্যু হয় ১৯৩৯ সালের ২০ নভেম্বর বেহালায়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 week ago
'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?
Created: 2 months ago
A
হাসান আজিজুল হক
B
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C
কাজী মোতাহার হোসেন
D
হুমায়ুন আজাদ
• হুমায়ুন আজাদ:
- তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল এলাকায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মূলত লেখক ও অধ্যাপক।
- ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার'।
- তিনি ২০০৪ সালের ১২ আগস্ট মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অলৌকিক ইস্টিমার (প্রথম কাব্যগ্রন্থ),
- কাফনে মোড়া অশ্রুবিন্দু
- জ্বলো চিতাবাঘ,
- সব কিছু নষ্টদের অধিকারে যাবে,
- যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল,
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাস:
- আব্বুকে মনে পড়ে,
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
- সব কিছু ভেঙে পড়ে,
- শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার,
- রাজনীতিবিদগণ,
- কবি অথবা দণ্ডিত পুরুষ,
- পাক সার জমিন সাদ বাদ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago