Choose the right word to fill the blank : Two of the children have to sleep in one bed, but the other three have ______ ones.
A
different
B
separate
C
complete
D
lonely
উত্তরের বিবরণ
প্রশ্নে দেওয়া অপশনগুলো হলো—
ক) Different: মানে ভিন্ন বা অন্য রকম।
খ) Separate: মানে আলাদা, পৃথক, বিভক্ত।
গ) Complete: মানে সম্পূর্ণ বা শেষ হওয়া।
ঘ) Lonely: মানে একা বা নিঃসঙ্গ।
এখন বাক্যটি দেখি:
"Two of the children have to sleep in one bed, but the other three have ___ ones."
এই বাক্যে যদি separate শব্দটি বসানো হয়, তাহলে বাক্যের অর্থ হয়:
“দুইজন শিশুকে এক বিছানায় ঘুমাতে হয়, কিন্তু বাকি তিনজনের আলাদা বিছানা আছে।”
এখানে "আলাদা বিছানা" বোঝাতে separate শব্দটি সবচেয়ে উপযুক্ত, কারণ বাক্যে বিছানাগুলোর আলাদা হওয়া বোঝানো হয়েছে।
তাই সঠিক উত্তর: separate।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 2 months ago
Julia has been ill ____ three months.
Created: 2 months ago
A
since
B
about
C
in
D
for
প্রশ্নে সঠিক উত্তর হবে – for
• পূর্ণ বাক্যটি: Julia has been ill for three months.
অর্থাৎ: জুলিয়া তিন মাস ধরে অসুস্থ।
• এখানে for ব্যবহার করা হয়েছে কারণ এটি একটি নির্দিষ্ট সময়কাল বোঝায়, যেমন – তিন মাস, দুই বছর, কয়েকদিন ইত্যাদি।
উদাহরণ: He has been ill for three months.
(সে তিন মাস ধরে অসুস্থ।)
• কিন্তু since ব্যবহার হয় নির্দিষ্ট কোন সময় থেকে শুরু করে এখনও চলছে, যেমন – ২০১৬ সাল, গতকাল, সকাল ৮টা ইত্যাদি।
উদাহরণ: Fahima has lived in Dhaka since 2016.

0
Updated: 2 months ago
Don't make a noise while your father_______.
Created: 3 months ago
A
is being asleep
B
is sleeping
C
asleep
D
has slept
• "While" ব্যবহৃত হলে দুটি কাজ একসাথে চলার ধারণা দেয়।
-
যদি while এর আগে বাক্যটি past indefinite কালে হয়, তাহলে পরবর্তী অংশটি সাধারণত past continuous টেন্সে হয়।
-
আবার, যদি while দিয়ে শুরু হওয়া অংশটি past continuous হয়, তবে অপর অংশটি past indefinite হয়।
• নিয়ম অনুযায়ী সঠিক ক্রিয়াপদ হবে — is sleeping.
পূর্ণ বাক্য: Do not make a noise while your father is sleeping.

0
Updated: 3 months ago
The path _____ paved, so we were able to walk through the path.
Created: 3 months ago
A
was
B
had been
C
has been
D
being
• Complete sentence: The path had been paved, so we were able to walk through the path.
- Bangla meaning: পথটি বাঁধানো ছিল, তাই আমরা সহজেই পথে হাঁটতে পেরেছি।
• বাক্যে দুটি clause -ই past tense -এ আছে।
- তাই নিয়মানুযায়ী পূর্বের কাজটি past perfect tense এবং পরের কাজটি past indefinite tense হবে।
- সঠিক বাক্যটি হবে - The path had been paved, so we were able to walk through the path.
- অর্থাৎ, পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved).
- সুতরাং, সঠিক উত্তরটি হবে option 'খ'।

0
Updated: 3 months ago