Fill in the blank with the correct phrase: He ____ arrested if he had tried to leave the country.
A
would
B
could be
C
would have been
D
must be
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: would have been
🔸 পূর্ণ বাক্য: He would have been arrested if he had tried to leave the country.
🔸 এই বাক্যটি Third Conditional বা 3rd Conditional ধরনের একটি বাক্য।
Conditional Sentence
একটি Conditional sentence-এ সাধারণত দুটি অংশ থাকে:
-
If-clause → শর্তের অংশ
-
Main clause (Principal clause) → ফলাফলের অংশ
এই ধরনের বাক্যকে অনেক সময় If-clause sentence-ও বলা হয়।
3rd Conditional এর সহজ নিয়ম
যদি If-clause এ থাকে: had + verb এর 3rd form (V3)
তাহলে Main clause এ থাকবে: would/could/might + have + V3
উদাহরণ:
If he had studied well, he would have passed the exam.
(যদি সে ভালোভাবে পড়াশোনা করত, তাহলে সে পরীক্ষায় পাস করত।)
আমাদের মূল বাক্যেও ঠিক এই গঠন অনুসরণ করা হয়েছে:
-
If-clause: if he had tried to leave the country → (had + V3 আছে)
-
Main clause: he would have been arrested → (would + have + V3 আছে)
তাই এখানে "would have been" ব্যবহার করা একদম ঠিক হয়েছে।
সংক্ষেপে মনে রাখো:
If + had + V3 → would/could/might + have + V3

0
Updated: 2 months ago
The children were entrusted ____ the care of their uncle.
Created: 3 months ago
A
with
B
for
C
to
D
at
Entrust মানে হলো কাউকে কোনো দায়িত্ব বা কাজ দেওয়া, যার জন্য সে দায়বদ্ধ থাকবে।
Entrust এর বিভিন্ন কাঠামো এবং ব্যবহার
১. Entrust Subject with Something (কাজ/বস্তু)
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট কিছু দায়িত্ব বা কাজ দেয়া হয়।
-
উদাহরণ: অনেকেই তাদের সঞ্চিত অর্থ কোম্পানিকে বিশ্রামের জন্য ব্যবহারের জন্য দিয়েছেন।
-
Another example: আমাকে টাকা দেখাশোনার দায়িত্ব দেয়া হয়েছিল।
২. Entrust Something to Subject (ব্যক্তি/প্রতিষ্ঠান)
কোনো কাজ বা দায়িত্ব কাউকে হস্তান্তর করা।
-
উদাহরণ: তিনি একটি ঋণের বন্দোবস্ত স্থানীয় আর্থিক পরামর্শদাতাদের হাতে দিয়েছেন।
-
আরেকটি উদাহরণ: সরকারকে নির্বাচিত রাজনীতিবিদদের উপর দায়িত্ব দেয়া হয়েছে।
৩. Entrust Subject to do Something (কোনো কাজ সম্পাদনের জন্য কাউকে দায়িত্ব দেয়া)
-
উদাহরণ: আমরা এডিনব্রাগের প্রধান ব্যবসায়ীদের একটি বোর্ডকে সংগঠনের কার্যাবলি পরিচালনার দায়িত্ব দিয়েছি।
লক্ষ্যণীয় বিষয়
-
কাউকে (somebody) দায়ভার দেয়ার সময় সাধারণত "entrusted to" ব্যবহৃত হয়।
-
কোনো কাজ বা বস্তু (something) হস্তান্তর করার ক্ষেত্রে "entrusted with" ব্যবহৃত হয়।
-
উপরের উদাহরণগুলো Passive voice-এ, যেমন: "He was entrusted to..."।
সম্পূর্ণ বাক্যের উদাহরণ:
The children were entrusted to the care of their uncle.
(বাচ্চাদের তাদের চাচার যত্নের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল।)
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 3 months ago
The Second World War broke _____ in September, 1939.
Created: 2 months ago
A
through
B
away
C
out
D
in
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: out
পূর্ণ বাক্য: The Second World War broke out in September, 1939.
এখানে break out একটি ফ্রেজাল ভার্ব, যার ব্যবহার হয় হঠাৎ কোনো অশুভ বা ভয়ঙ্কর কিছু শুরু বা বিস্তার লাভ করার ক্ষেত্রে।
• Break out
ইংরেজি অর্থ: যখন কোনো বিপজ্জনক বা অপ্রত্যাশিত ঘটনা আকস্মিকভাবে শুরু হয়।
বাংলা অর্থ: খারাপ কিছু হঠাৎভাবে শুরু হওয়া বা বিস্তার লাভ করা, যেমন কোনো যুদ্ধ, দাঙ্গা বা রোগের প্রাদুর্ভাব।
উদাহরণ বাক্য: War broke out in 1914.
বাংলা অর্থ: ১৯১৪ সালে হঠাৎ যুদ্ধ শুরু হয়েছিল।
• অন্য বিকল্প শব্দগুলোর ব্যাখ্যা:
-
Break-in (noun): জোরপূর্বক প্রবেশ বা অনধিকার চর্চা। উদাহরণ: There was a break-in at the bank.
-
Break in (up) on: কথোপকথনের মাঝে বাধা দেওয়া। উদাহরণ: He broke in on their conversation.
-
Breakthrough (noun): বিশেষ করে সামরিক ক্ষেত্রে শত্রু প্রতিরক্ষা ভেদ করা, অথবা কোনো জটিল সমস্যা সমাধানে অগ্রগতি।
তথ্যসূত্র: Live MCQ Lecture ও বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 2 months ago
Fill in the gap with the right tense : When water ___ it turns into ice.
Created: 1 month ago
A
will freeze
B
freezes
C
would freeze
D
froze
১. শূন্যস্থানে সঠিক উত্তর: freezes
-
সম্পূর্ণ বাক্য: When water freezes, it turns into ice.
২. “When” দিয়ে যুক্ত দুটি clause-এর নিয়ম:
যখন দুটি clause চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ করে এবং তারা When দ্বারা যুক্ত থাকে, তখন উভয় clause-ই Present Indefinite tense এ থাকবে।
-
সহজভাবে বলতে গেলে: যদি “When” যুক্ত clause-এ যে ঘটনা ঘটে তার ফলাফলও Present Indefinite tense-এ থাকে, তাহলে মূল “When” clause-ও Present Indefinite tense-এ হবে।
উদাহরণ:
-
When the wind blows, it rustles the leaves in the trees.
-
I still feel tired when I wake up early in the morning.
-
When metal becomes hot, it expands.
উৎস: ইংরেজি ব্যাকরণ বই, বিশেষ করে “Tense in Conditional and Time Clauses” সংক্রান্ত অধ্যায়।

0
Updated: 1 month ago