Fill in the blank with the correct phrase : ______ your shoes before entering the mosque.
A
put out
B
put off
C
put away
D
put on
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: Put off
পূর্ণ বাক্য: "Put off your shoes before entering the mosque."
এখানে "Put off" মানে হলো জুতা খুলে ফেলা।
Put off
-
পোশাক বা জুতা খুলে ফেলা
-
ভয় বা সন্দেহ থেকে মুক্ত হওয়া
🔹 উদাহরণ: "Put off your shoes before entering the mosque."
(মসজিদে ঢোকার আগে জুতা খুলে ফেলো।)
অন্যান্য কিছু শব্দ এবং তাদের মানে
Put on / Put somebody on
-
কাউকে প্রতারিত করা বা ঠকানো
Put it on
-
নিজেকে কিছু বেশি দেখানো বা ভান করা
(যেমন: কোনো ব্যথা বা কষ্টকে বাড়িয়ে দেখানো।)
Put out (from)
-
নৌকা বা জাহাজ যখন বন্দর ছাড়ে বা যাত্রা শুরু করে
Put something out – এর বিভিন্ন মানে:
-
আগুন বা আলো নিভিয়ে দেওয়া
-
He put out the candle.
-
-
হাড় স্থানচ্যুত হওয়া বা করা
-
He fell and put his shoulder out.
-
-
সুদে টাকা দেওয়া
-
The money was put out at 10% interest.
-
-
উৎপাদন করা
-
The factory puts out 10,000 tons of sugar per year.
-
-
গণমাধ্যমে কিছু প্রচার করা
-
TV is putting out Eid programs.
-
-
ভেংচি কাটা
-
The boy put his tongue out.
-
Put somebody out – এর মানে:
-
হতাশ বা বিব্রত করা
-
Mrs Bushra is easily put out.
-
-
অসুবিধায় ফেলা
-
He was put out by the train delay.
-
Put somebody out (of)
-
কাউকে কোথাও থেকে বের করে দেওয়া বা বহিষ্কার করা
সূত্র: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
Fill in the blank with the correct quantifier. I still have ____ money.
Created: 1 month ago
A
a few
B
quite a few
C
many
D
a little
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
Complete sentence: I still have a little money.
• Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- Money হলো Uncountable noun.
তাই এর পূর্বে determiner হিসাবে a little বসবে।
• Little, a little এবং the little এর মাঝে পার্থক্য :
• Little- নেই বললেই চলে = Negative
- There is little water in the glass. (পানি নেই বললেই চলে)
• A little- আছে কিন্তু খুবই অল্প = Positive
- There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)
• The little- অনেক নয়; কিন্তু যারা আছে সবটুকুই
- The little knowledge he has is adequate to pass the test.
• Few/A Few/ The Few (এরা সবসময় Plural Countable Noun এর সাথে বসে)

0
Updated: 1 month ago
An extra message added at the end of a letter after it is signed is called _____ .
Created: 1 month ago
A
corrigendum
B
postscript
C
NB
D
RSVP
Postscript is an extra message added at the end of a letter after it is singed.
চিঠিতে স্বাক্ষরের পর যুক্ত অত্তিরিক্ত বার্তা বা বাক্যাবলীকে বলা হয় - Postscript.
- একে সংক্ষিপ্ত ভাবে - PS বলে।
- It comes from the Latin - postscriptum, which literally means “written after.”
- যার বাংলা অর্থ- পুনশ্চ, পত্রের পুনশ্চ লিখন।
• অন্যদিকে,
• Corrigendum (noun)
English Meaning: A thing to be corrected, typically an error in a printed book.
Bangla Meaning: সংশোধনীয় বিষয়।
• NB এর পূর্ণরূপ হলো Nota Bene.
- Nota Bene (Latin phrase)
- English Meaning: used to call attention to something important.
- Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।
- লেখনীতে কোনো কিছু গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার ক্ষেত্রে N.B. ব্যবহার করা হয়।
• RSVP is an initialism derived from the French phrase 'Répondez s'il vous plaît,' meaning ''Please respond'' to require confirmation of an invitation.
• Invitation letter এ প্রায়ই RSVP কথাটি দেখতে পাওয়া যায়।
- এটি একটি French Phrase-এর abbreviation.
- এর অর্থ হলো Please respond / please reply.
- It is used at the end of a written invitation to mean that you should let the people who invited you know whether or not you are coming.
Source: Accessible Dictionary by Bangla Academy. Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
He had a _____ headache.
Created: 2 months ago
A
strong
B
acute
C
serious
D
bad
• সঠিক উত্তর: bad
-
সম্পূর্ণ বাক্য: He had a bad headache.
-
সাধারণভাবে মাথাব্যথার তীব্রতা বোঝাতে “bad”, “severe”, “splitting”, “chronic”, “acute” — এসব শব্দ ব্যবহার করা হয়।
• অপশনগুলোর মানে:
ক) strong – শক্তিশালী, দৃঢ়
খ) acute – তীক্ষ্ণ, হঠাৎ বা তীব্র
গ) serious – গুরুতর
ঘ) bad – খারাপ বা মারাত্মক
• গুরুত্বপূর্ণ তথ্য:
এই বাক্যে "a" আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাই "acute" শব্দটি ঠিক হবে না, কারণ এটি সাধারণত “an acute headache” হয়।
তথ্যসূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 2 months ago