What is the passive form of 'Do it'.
A
It is done by you
B
Let it be done
C
Let doe it by you
D
Let be it doe(by you)
উত্তরের বিবরণ
What is the passive form of 'Do it'?
-
খ) Let it be done
ব্যাখ্যা:
"Do it" এর প্যাসিভ ফর্মে সাধারণত "Let it be done" ব্যবহৃত হয়। এখানে, "Let" একটি রিকোয়েস্ট বা নির্দেশনা হিসেবে কাজ করে এবং এটি প্যাসিভভাবে কিছু করার প্রক্রিয়া নির্দেশ করে। এই ধরনের বাক্যগঠন প্যাসিভ ভয়সে নির্দেশ দেয় যে কাজটি অন্য কেউ করবে, তবে এখানে কাদের দ্বারা হবে, তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। উদাহরণ হিসেবে বলা যায়, "Let the work be done by the team" — যেখানে কাজটি দলের মাধ্যমে সম্পন্ন হবে।
অন্য কোনো উত্তরগুলোর মধ্যে ভুল গঠন রয়েছে:
-
ক) "It is done by you" এই বাক্যটি সরাসরি প্যাসিভ ভয়স, কিন্তু এটি একটি সাধারণ বিবৃতি, যেখানে কোনো আদেশ বা প্রস্তাবনা নেই।
-
গ) "Let doe it by you" এবং ঘ) "Let be it doe(by you)" উভয়ই ভুল গঠন, যেখানে বাক্যের কাঠামো সঠিক নয়।
0
Updated: 4 days ago
An antonym of 'Cynical'.
Created: 1 month ago
A
Trustful
B
Skeptical
C
Castigate
D
Awful
The antonym of 'Cynical': Trustful
-
Cynical (adjective):
-
English meaning: believing that people are only interested in themselves and are not sincere
-
Bangla meaning: নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন
-
Given options:
-
ক) Trustful – অন্যের উপর আস্থা স্থাপন করতে প্রস্তুত; আস্থাবান
-
খ) Skeptical – সন্দেহপ্রবণ; অবিশ্বাসী
-
গ) Castigate – প্রহার বা তীব্র নিন্দা জানিয়ে কঠোর শাস্তি দেওয়া
-
ঘ) Awful – ভয়ানক; ভীষণ; ভয়াবহ; ভয়ঙ্কর
Source:
0
Updated: 1 month ago
Which is the opposite of “rustic”?
Created: 1 month ago
A
Cosmopolitan
B
Backwoods
C
Rave
D
Uncultivated
The opposite of “rustic” is Cosmopolitan.
Rustic
-
Bangla Meaning: গ্রামীণ; সাদাসিধা; কৃত্রিমতাবিহীন; অকপট।
-
English Meaning: of, relating to, or suitable for the country; rural.
Correct Answer: ক) Cosmopolitan
-
Bangla Meaning: বিশ্বের সব বা বহু অঞ্চল থেকে আগত।
-
English Meaning: having wide international sophistication; worldly.
Other options:
খ) Backwoods
-
Bangla Meaning: গ্রামের প্রান্তস্থিত বন।
-
English Meaning: a remote or culturally backward area.
গ) Rave
-
Bangla Meaning: খেপার মতো; ক্রোধোন্মত্তভাবে কথা বলা।
-
English Meaning: to talk irrationally in or as if in delirium.
ঘ) Uncultivated
-
Bangla Meaning: অকর্ষিত; অনাবাদি; অমার্জিত; অননুশীলিত।
-
English Meaning: not put under cultivation; not tilled.
0
Updated: 1 month ago
The masculine form of 'Nymph' is-
Created: 1 month ago
A
Swain
B
Friar
C
Spinster
D
Sire
‘Nymph’ রূপসী নারীর জন্য Feminine gender, এবং এর Masculine form হলো ‘Swain’। Swain সাধারণত কাব্যিক বা পুরাতন প্রয়োগে গ্রাম্যযুবক বা প্রেমিক হিসেবে বিবেচিত হয়।
অন্যান্য লিঙ্গের রূপ:
-
Friar / Monk (সন্ন্যাসী; ভিক্ষু; মঠবাসী) → Feminine: Nun (মঠবাসিনী; সন্ন্যাসিনী)
-
Spinster (অবিবাহিতা মহিলা) → Masculine: Bachelor (অবিবাহিত পুরুষ)
-
Sire (Masculine, noun; কোনো পশুর জনক বা সম্রাট) → Feminine: Dame (পশুদের সম্রাজ্ঞী)
Source:
0
Updated: 1 month ago