He has recently parted ______ his wife.
A
with
B
from
C
to
D
at
উত্তরের বিবরণ
"He has recently parted ______ his wife" প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হবে "from"। এটি একটি সাধারণ বাক্য গঠন, যেখানে "parted from" একটি পরিচিত ফ্রেজ।
ব্যাখ্যা:
- 
Parted with বা parted from— এই দুটি ফ্রেজের মধ্যে পার্থক্য রয়েছে। সাধারণত "parted with" ব্যবহৃত হয় যখন আপনি কিছু বা কাউকে ছেড়ে দেন বা বিদায় জানান, যেমন কিছু হারানো বা কাউকে দেয়া। 
- 
তবে, "parted from" ব্যবহার হয় যখন দুটি ব্যক্তি বা গোষ্ঠী একে অপর থেকে শারীরিক বা আবেগিকভাবে আলাদা হয়ে যায়, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। 
এখানে "parted from" তার স্ত্রীর সাথে সম্পর্কের বিচ্ছেদ বা আলাদা হওয়ার অর্থ প্রকাশ করে।
উদাহরণ:
- 
He parted from his wife after many years of marriage. 
- 
She parted from her family to pursue her career. 
এই কারণে, সঠিক উত্তর হবে খ) from।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 4 days ago
She asked me ____ I was interested in working for her.
Created: 1 month ago
A
so that
B
in case
C
perhaps
D
whether
Options:
ক) so that: যাহাতে; যদি কেবল।
খ) in case: ঘটনাচক্রে।
গ) perhaps: হয়তো; সম্ভবত।
ঘ) whether: কিনা; কি; যদি; দুইয়ের মধ্যে কোনটা।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে whether বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: She asked me whether I was interested in working for her.
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Who is the speaker of the soliloquy "To be or not to be, that is the question"?
Created: 3 weeks ago
A
Hamlet
B
Macbeth
C
Romeo
D
Julius Caesar
"To be or not to be, that is the question" এই বিখ্যাত সলিলোকুইটির বক্তা হল হ্যামলেট। এটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক Hamlet থেকে নেওয়া। হ্যামলেট, ডেনমার্কের রাজপুত্র, তাঁর জীবনের অর্থ এবং মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। এই সলিলোকুইটে তিনি জীবনের কষ্ট এবং মৃত্যুর অনিশ্চয়তা নিয়ে দ্বিধার মধ্যে রয়েছেন, ভাবছেন জীবনের দুঃখ ও যন্ত্রণার মুখোমুখি হওয়া উচিত নাকি মৃত্যু দ্বারা মুক্তি পাওয়া উচিত। এটি হ্যামলেটের মানসিক অবস্থা এবং গভীর দার্শনিক চিন্তার প্রতিফলন।
সঠিক উত্তর: ক) Hamlet
বিস্তারিত আলোচনা:
- 
Hamlet হলো Shakespeare রচিত সবচেয়ে বিখ্যাত ট্র্যাজিডিগুলোর একটি। - 
এটি ৫ অঙ্কের ট্র্যাজিডি, যা ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং ১৬০৩ সালে প্রকাশিত হয়। 
- 
হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং চাচাই তার বাবার খুনী। 
- 
এরপর প্রিন্স হ্যামলেট প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং ঘটনাগুলোর মধ্য দিয়ে ট্র্যাজিডি এগিয়ে যায়। 
- 
নাটকের antagonist বা ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius-কে। 
- 
শেষাংশে হ্যামলেটের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজিডিটি সমাপ্ত হয়। 
 
- 
Important Characters of Hamlet:
- 
Hamlet 
- 
Ophelia (Heroine) 
- 
Claudius 
- 
Gertrude 
- 
Horatio (Loyal and best friend of Hamlet) 
- 
Polonius (Ophelia's Father) 
- 
Laertes (Ophelia's Uncle) 
Famous Quotations from Hamlet:
- 
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend. 
- 
To be or not to be, that is the question. 
- 
Frailty, thy name is woman. 
- 
Brevity is the soul of wit. 
- 
Listen to many, speak to a few. 
- 
Though this be madness, yet there is method in't. 
- 
Conscience doth make cowards of us all. 
- 
There is divinity that shapes our end. 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
Which one of the following is correctly spelled?
Created: 1 month ago
A
Tranquilizer
B
Tranquelizer
C
Tranquilizor
D
Tranqulizer
• Correct Answer: ক) Tranquilizer
Explanation:
- 
Tranquilizer (noun) - 
Bangla Meaning: স্নায়ুর উত্তেজনা কমিয়ে নিদ্রা উদ্রেককারী ওষুধ 
- 
English Meaning: a drug used to reduce mental disturbance (such as anxiety and tension) 
 
- 
Example Sentences:
- 
A doctor prescribes tranquilizers and sleeping pills. 
- 
He didn't have a way to check his drugs for the presence of the tranquilizer. 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago