Dhaka is Becoming one of the _____ cities in Asia.
A
more busy
B
busy
C
busiest
D
most busiest
উত্তরের বিবরণ
ঢাকা এখন এশিয়ার অন্যতম বিকশিত শহর হয়ে উঠছে। এখানে সঠিক উত্তর হলো "busiest" কারণ, "one of the" পরবর্তী শব্দে সাধারণত superlative form (সবচেয়ে...শব্দ) ব্যবহার হয়। এই ধরনের বাক্যে এমন শহরের মধ্যে একটি হিসেবে উল্লেখিত শহরটি সবথেকে বেশি কিছু হিসেবে বিবেচিত হয়। নিচে বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করা হলো:
-
Superlative form (সবচেয়ে) সাধারণত "most" বা "est" যুক্ত রূপে আসে। যেমন "biggest", "tallest", "smartest" ইত্যাদি।
-
যখন আমরা "one of the" ব্যবহার করি, তখন এটি এমন কোনো বস্তু বা শহরের কথা বলছে যেটি একটি বৃহৎ গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি কিছু হতে পারে, যেমন ঢাকার ক্ষেত্রে "busiest" শব্দটি সবচেয়ে ব্যস্ত শহরের ক্ষেত্রে সঠিক।
-
Busiest হলো "busy" এর superlative form, এবং এটি এমন একটি অবস্থাকে প্রকাশ করে যেখানে শহরটি অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে বেশি ব্যস্ত।
এটি সহজভাবে বলা যায় যে, "Dhaka is becoming one of the busiest cities in Asia" বলতে ঢাকাকে এশিয়ার সবচেয়ে ব্যস্ত শহরগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এবং এটি অন্যান্য শহরের তুলনায় সর্বাধিক ব্যস্ত হয়ে উঠছে।
0
Updated: 4 days ago
Who is known as the "Bard of Avon"?
Created: 1 month ago
A
John Donne
B
Ben Jonson
C
William Shakespeare
D
Christopher Marlowe
সঠিক উত্তর হলো William Shakespeare। তিনি ইংল্যান্ডের একজন বিশিষ্ট কবি, নাট্যকার ও অভিনেতা। তাঁর সংক্ষিপ্ত জীবনবৃত্ত ও কীর্তি নিচে দেওয়া হলো।
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
বিভিন্ন বানান: Shakespeare, Shakspere
-
উপনাম: Bard of Avon বা Swan of Avon
-
ইংরেজি জাতীয় কবি হিসেবে প্রায়শই পরিচিত এবং অনেকেই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার মনে করেন
-
মোট নাটক রচনা করেছেন: ৩৭টি
উল্লেখযোগ্য রচনা:
-
Tragedy:
Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet -
Tragi-comedy:
The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure -
Comedy:
As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor -
Historical Play:
Julius Caesar (Tragedy + Historical), Henry IV Part I & II, Henry V, Henry VI Part I, II & III, Henry VIII, King John, Richard II, Richard III
0
Updated: 1 month ago
Choose the correct meaning of the phrase “At the outset”.
Created: 1 month ago
A
At the end
B
At the beginning
C
In the middle
D
After a while
At the outset এর অর্থ এবং ব্যবহার নিম্নরূপ:
-
English Meaning: the beginning
-
Bangla Meaning: শুরুতেই / প্রারম্ভেই
Example Sentence:
I told him at the outset I wasn't interested.
Bangla Meaning: আমি তাকে শুরুতেই বলেছিলাম যে আমি আগ্রহী নই।
Source:
0
Updated: 1 month ago
Before which of the following is an article not used?
Created: 2 months ago
A
Noun
B
Adjective
C
Pronoun
D
Adverb
Answer: Pronoun
Rule:
-
Adjective, noun এবং adverb-এর আগে Article বসতে পারে।
-
কিন্তু pronoun-এর আগে Article বসে না।
Examples:
-
Article + Noun → a boy
-
Article + Adjective + Noun → a good boy
-
Article + Adverb + Adjective + Noun → a very good boy
❌ কিন্তু pronoun-এর আগে Article ব্যবহার করা যায় না।
যেমন: a he, an he, the he — এগুলো ভুল।
0
Updated: 2 months ago