What is the meaning of the word 'Viva voce'?
A
face of face
B
interview
C
examination
D
orally
উত্তরের বিবরণ
‘Viva voce’ একটি ল্যাটিন শব্দগুচ্ছ, যার অর্থ মৌখিকভাবে বা মুখে বলা। সাধারণত এটি পরীক্ষায় মৌখিক প্রশ্নোত্তর পর্ব বোঝাতে ব্যবহৃত হয়। যেমন, কোনো শিক্ষার্থীকে লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিকভাবে প্রশ্ন করা হলে সেটিকে বলা হয় viva voce examination। এই শব্দটি শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে উচ্চশিক্ষায় গবেষণা বা থিসিস প্রতিরক্ষা পর্বে বহুল ব্যবহৃত।
ব্যাখ্যা:
-
Viva শব্দের অর্থ ‘বলা’ বা ‘জীবিত’, আর voce শব্দের অর্থ ‘কণ্ঠ’ বা ‘স্বর’। অর্থাৎ, একত্রে ‘Viva voce’ মানে দাঁড়ায় কণ্ঠের মাধ্যমে বলা বা মৌখিকভাবে প্রকাশ করা।
-
এই শব্দগুচ্ছটি সাধারণত লিখিত নয়, বরং মৌখিক মূল্যায়ন বা সাক্ষাৎকারের মাধ্যমে পরীক্ষার অংশ বোঝায়।
-
অনেক ক্ষেত্রে ‘Viva voce’ বলতে বোঝানো হয় এমন এক পরীক্ষা যেখানে পরীক্ষক শিক্ষার্থীকে সরাসরি প্রশ্ন করে এবং তার উত্তর মুখে শুনে মূল্যায়ন করেন।
-
ইংরেজি ভাষায় একে বলা যায় “oral examination” বা “spoken test”।
-
উদাহরণস্বরূপ, বিশ্ববিদ্যালয়ের থিসিস জমা দেওয়ার পর যখন শিক্ষার্থীকে তার গবেষণা নিয়ে মৌখিক প্রশ্নোত্তর করতে হয়, সেটিই Viva voce।
-
এই শব্দটি কেবল শিক্ষাক্ষেত্রে নয়, বরং আইন, প্রশাসন ও সাক্ষাৎকারভিত্তিক মূল্যায়ন ক্ষেত্রেও ব্যবহৃত হয়।
-
অনেক সময় “Viva voce” শব্দটি ব্যবহার করা হয় face-to-face discussion বা direct communication অর্থেও, কিন্তু এর মূল অর্থ সর্বদা orally—অর্থাৎ মৌখিকভাবে বলা বা প্রকাশ করা।
-
বাংলা ভাষায় এর সমার্থক শব্দ হলো “মৌখিক পরীক্ষা”, “মুখে বলা”, বা “সরাসরি প্রশ্নোত্তর”।
সুতরাং, ‘Viva voce’ শব্দগুচ্ছের প্রকৃত অর্থ হলো “orally”, যা কোনো লিখিত পদ্ধতির পরিবর্তে মুখে বলা বা কণ্ঠের মাধ্যমে যোগাযোগ বোঝায়।
0
Updated: 4 days ago
He did it for the sake of his family.
Here, the underlined part is an example of-
Created: 2 months ago
A
Adjective Phrase
B
Adverbial Phrase
C
Noun Phrase
D
Phrase Preposition
Phrase Preposition – Example and Explanation
-
Example Sentence:
He did it for the sake of his family.-
Underlined part: for the sake of
-
Function: Phrase Preposition
-
-
Explanation:
-
A phrase preposition is a group of words functioning together as a preposition
-
It usually begins and ends with a preposition
-
Common examples: in front of, because of, according to, in spite of
-
In the sentence, for the sake of acts as a preposition linking the action to its purpose
-
-
More Examples:
-
The match was canceled on account of rain.
-
The car is parked in front of the gate.
-
0
Updated: 2 months ago