Identify the correct passive form of 'He is going to open a shop.'
A
He is being gone to open a shop
B
A shop is being gone opened by him
C
A shop will be opened by him
D
A shop is going to be opened by him
উত্তরের বিবরণ
✅ সঠিক উত্তর
-
Active: He is going to open a shop.
-
Passive: A shop is going to be opened by him.
ব্যাখ্যা
‘Be going to’ একটি modal রূপ, তাই এটি passive voice-এ গেলেও going এর কোনো পরিবর্তন হয় না।
Passive voice করার নিয়ম:
যখন ‘going to’ যুক্ত বাক্য passive করতে হয়, তখন গঠনের নিয়ম হয়:
be going to + be + মূল verb-এর past participle (V3)
Active থেকে Passive করার সহজ নিয়ম
-
Active-এর object → Passive-এর subject হয়।
-
বাক্যের tense অনুযায়ী auxiliary verb বসে।
-
তারপর মূল verb-এর past participle (V3) বসে।
-
Active-এর subject → Passive-এর object হয়।
-
তার আগে by, with, at, to, in এর মতো প্রিপজিশন বসে।
উদাহরণটি দিয়ে মনে রাখুন:
He is going to open a shop. → A shop is going to be opened by him.
এখানে "a shop" হলো object → subject
"going to open" → "going to be opened"
"he" → "by him"

0
Updated: 2 months ago
Choose the correct sentence-
Created: 4 months ago
A
The matter was informed to the police.
B
The matter has been informed of the police.
C
The police was informed of the matter.
D
The police were informed of the matter.
• The police - আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
- The police - Collective noun টি সবসময় 'singular' রূপ, কিন্তু 'plural verb' সহ ব্যবহৃত হয়।
• আবার,
- Inform someone of something এর অর্থ হলো কাউকে কোনো বিষয়ে জানানো।
- Inform এর Structure সাধারণত এ রকম হয়ে থাকে:
- Inform + ব্যক্তিবাচক Object + of + ধারণাবাচক Object.
• সুতরাং, সঠিক বাক্যটি হবে - The police were informed of the matter.

0
Updated: 4 months ago
Which one is the correct sentence?
Created: 1 month ago
A
paper is made of wood
B
paper is made from wood
C
paper is made by wood
D
paper is made on wood
সঠিক উত্তর হচ্ছে - paper is made from wood.
• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood.
- The ring is made of gold.
- এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
• আর কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে।
- The paper is made from wood.
- Glass is made from sand.
- এখানে paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান wood/sand আর দেখা যাচ্ছে না বা উপাদান পরিবর্তন হয়েছে।

0
Updated: 1 month ago
Find out the correct passive form of the sentence 'Who taught you French?'
Created: 1 month ago
A
By whom you were taught French?
B
By whom French was taught you?
C
French was taught you by whom?
D
By whom were you taught French?
Active Voice-টি Past Indefinite Tense-এ আছে এবং এটি Interrogative Sentence.
Who-যুক্ত Sentence-কে Interrogative করার নিয়ম:
- who-এর পরিবর্তে প্রথমে by whom বসে +
- Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসে। +
- Objectটি Subject হয়। +
- অনেক সময় Tense অনুযায়ী, কর্তার পরে be/ being/ been বসাতে হয়। +
- মূল Verb-এর Past Participle হয়। +
- প্রশ্নবোধক চিহ্ন বসে।
তাই, সঠিক উত্তর হবে- By whom were you taught French?

0
Updated: 1 month ago