The world reliance means-
A
independence
B
sub-ordination
C
disbelief
D
dependence
উত্তরের বিবরণ
Reliance শব্দের অর্থ হলো কারও বা কিছুর উপর নির্ভর করা বা ভরসা রাখা। এটি এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে মানুষ নিজের শক্তি বা সামর্থ্যের উপর নয়, বরং অন্য কারও সাহায্য, সমর্থন বা সম্পদের উপর ভরসা করে। শব্দটি সাধারণত বিশ্বাস, আস্থা ও সাহায্যের প্রয়োজনীয়তার সাথে সম্পর্কিত। নিচে এর ব্যাখ্যা দেওয়া হলো।
-
Reliance শব্দটি এসেছে ইংরেজি ক্রিয়া "rely" থেকে, যার অর্থ হচ্ছে ভরসা করা বা নির্ভর করা।
-
যখন কেউ অন্য কারও উপর reliance রাখে, তখন সে সেই ব্যক্তির সাহায্য বা সমর্থনের উপর আস্থা স্থাপন করে।
-
এটি এমন পরিস্থিতিকে বোঝায় যেখানে একজন ব্যক্তি নিজের কাজ, সিদ্ধান্ত বা জীবনের কোনো অংশে অন্যের সহায়তা ছাড়া টিকে থাকতে পারে না।
-
Dependence অর্থাৎ নির্ভরতা-ই হলো reliance শব্দের প্রকৃত অর্থ। উভয় শব্দই একই ধরণের সম্পর্ক নির্দেশ করে—যেখানে একজন ব্যক্তি বা বস্তু অন্যের সাহায্য বা প্রভাবে টিকে থাকে।
-
উদাহরণস্বরূপ, “Children have a strong reliance on their parents” বাক্যে বোঝানো হয়েছে যে শিশুরা তাদের পিতামাতার উপর নির্ভরশীল।
-
আবার, “The country’s economy has a great reliance on foreign aid” বাক্যে বলা হয়েছে যে দেশের অর্থনীতি বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল।
-
শব্দটি সাধারণত trust, confidence, faith ইত্যাদি শব্দের সাথে সম্পর্কিত এবং ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়।
-
অন্যদিকে, এর বিপরীত শব্দ independence, যার অর্থ স্বাধীনতা বা স্বনির্ভরতা—অর্থাৎ অন্য কারও উপর নির্ভর না করা।
-
তাই, “The world reliance means” প্রশ্নের সঠিক উত্তর ঘ) dependence, কারণ এই শব্দটি সরাসরি নির্ভরতা বা ভরসার ধারণা প্রকাশ করে।
সারসংক্ষেপে, reliance এমন এক অবস্থা বোঝায় যেখানে মানুষ বা কোনো ব্যবস্থা অন্যের সহায়তার উপর টিকে থাকে বা পরিচালিত হয়। এটি বিশ্বাস, আস্থা ও নির্ভরতার প্রতীক।
0
Updated: 4 days ago
What is the synonym of the word 'Pertinent'?
Created: 1 month ago
A
Pointless
B
Gorgeous
C
Immortal
D
Relevant
The correct answer: Relevant
-
Pertinent (adjective):
-
English meaning: Relevant or applicable to a particular matter; apposite
-
Bangla meaning: প্রত্যক্ষত সম্পর্কযুক্ত; প্রাসঙ্গিক
-
-
Synonyms: Relevant, to the point, apposite, appropriate, suitable
-
Antonyms: Irrelevant, impertinent, inapplicable, inappropriate
Given options:
-
ক) Pointless – লাক্ষণিক; নিরর্থক; উদ্দেশ্যহীন; অর্থহীন
-
খ) Gorgeous – জমকালো; চমৎকার
-
গ) Immortal – অমর; অমর্ত্য; অজর; অক্ষয়; অবিনশ্বর; অবিনাশী; শাশ্বত; নিত্য
-
ঘ) Relevant – সম্পৃক্ত; প্রাসঙ্গিক; ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত; সম্পর্কীয়
Source:
0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "perennial"?
Created: 1 month ago
A
Obsolete
B
Magnify
C
Impulsive
D
Everlasting
Perennial একটি adjective, যা বোঝায় কোনো বিষয় দীর্ঘস্থায়ী বা বারবার ঘটতে থাকা। এটি গাছপালা, পছন্দ বা কোনো অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় যা সময়ের সঙ্গে ধ্রুব বা পুনরাবৃত্তি হয়।
-
Perennial (adjective)
English Meaning: Lasting a long time, or happening repeatedly or all the time
Bangla Meaning: (১) বারোমেসে, (২) দীর্ঘস্থায়ী, (৩) (গাছ) দুই বছরের বেশি জীবৎকালীন -
Correct Answer: ঘ) Everlasting
-
Synonyms: Everlasting (চিরস্থায়ী), Perpetual (ধারাবাহিক), Eternal (অবিরাম), Abiding (স্থায়ী), Ageless (শাশ্বত), Timeless (নিরবধি)
-
Antonyms: Antiquated (অপ্রচলিত), Obsolete (অপ্রচলিত; সেকেলে), Ceasing (বন্ধ করা), Halting (সাময়িকভাবে বন্ধ), Temporary (অস্থায়ী)
-
Other Forms:
-
Perennially (adverb): স্থায়ীভাবে
-
-
Other Options:
-
Impulsive (আবেগপ্রবণ)
-
Magnify (বড় করা)
-
-
Example Sentences:
-
The food menu changes daily, but the 'Macadamia Nut Crusted Halibut' is a perennial favorite.
-
This variety of oregano is perennial.
-
-
Source:
0
Updated: 1 month ago
Which of the following is an antonym for "Yeoman"?
Created: 2 months ago
A
Boss
B
Assistant
C
Artisan
D
Insolvent
Correct Answer: Boss.
• Yeoman (noun)
English Meaning: 1. (in Britain in the past) a farmer who owned and worked on his land. 2. An officer in the US Navy who does mainly office work.
Bangla Meaning: (১) (ইতিহাস) যে কৃষক নিজেই নিজের জমির মালিক (অন্যান্য মালিক যারা নিজেরা জমি চাষ করে না- তাদের বিপরীত অর্থে); জমির মালিক হিসেবে জুরি বিচারে বসার ও অন্যান্য অধিকার দাবি করতে পারে এমন ব্যক্তি; (প্রধানত প্রয়োজনের সময়ে রাজা বা ভূস্বামীর সপক্ষে লড়াই করার শর্তে নিষ্কর জমি ভোগকারী); ক্ষুদ্র কৃষক।
(২) (গ্রেট ব্রিটেনে) পতাকা প্রভৃতি দেখানোর মাধ্যমে সংকেতদানের কাজে নিয়োজিত নৌবাহিনীর সাধারণ কর্মকর্তা; (যুক্তরাষ্ট্রে) কেরানির দায়িত্বপালনকারী ছোটখাটো কর্মকর্তা।
(৩) (গ্রেট ব্রিটেনে) টাওয়ার অব লন্ডনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত বা বিশেষ উপলক্ষ্যে নিযুক্ত রাজকীয় দেহরক্ষী বাহিনীর সদস্য।
(৪) (ইতিহাস) কৃষকদের মধ্য থেকে নির্বাচিত ও গঠিত স্বেচ্ছাসেবক অশ্বারোহী বাহিনীর ইউনিট।
Synonyms: Farmer (কৃষক), Assistant (সহকারী), Attendant (খাদিম), Commoner (সাধারণ), Subordinate (অধীনস্থ)।
Antonyms: Boss (তত্ত্বাবধায়ক), Manager (ব্যবস্থাপক), Master (প্রশাসক), Supervisor (তত্ত্বাবধায়ক), Director (পরিচালক)।
Other Forms:
- Yeomanhood (Noun).
- Yeomanly (Adverb).
Other options:
- Artisan - শিল্পে বা বাণিজ্যে কর্মরত দক্ষ কারিগর; মিস্ত্রি।
- Insolvent - ঋণ পরিশোধে অসমর্থ; দেউলিয়া।
Example Sentence:
1. The son of a yeoman farmer, he was one of those remarkable men of the Victorian age.
2. If Yeoman treated her employees like family, she treated her customers like royalty.
0
Updated: 2 months ago