Choose the correct preposition. The tree has been blown ______ by the storm.
A
away
B
up
C
off
D
out
উত্তরের বিবরণ
এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যাওয়া (বাতাসে) বা উপড়ে ফেলা শূন্যস্থানে away বসবে।
Complete sentence: The tree has been blown away by the storm.
• Blow away
English Meaning: 1. to dissipate or remove as if with a current of air.
Bangla Meaning: ১. বাতাস যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেওয়া
English Meaning: 2. defeat an opponent convincingly.
Bangla Meaning: ২. প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানো।
English Meaning: 3. impress someone greatly.
Bangla Meaning: ৩. কাউকে ভালোভাবে প্রভাবিত করা।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
• Blow up
English Meaning: Explode.
Bangla Meaning: বিস্ফোরিত হওয়া
Example sentence: The car blew up as soon as it hit the wall.
• Blow out
English Meaning: Be extinguished by an air current/ If a flame blows out or you blow it out, it stops burning when a person or the wind blows on it:
Bangla Meaning: নেভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া।
Example Sentence: Blow out the lamp.
• Blow off
English Meaning:
Bangla Meaning: নির্গত।
Example Sentence: The engine blows off carbon dioxide.
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
Credit tk 5000 ___ my account.
Created: 1 month ago
A
in
B
with
C
against
D
to
• To deposit an amount to someone’s account, we use credit to.
- যেমন- Credit Tk. 10,000 to her account.
• তাই সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Credit tk 2000 to my account.
• মনে রাখতে হবে,
- Credit-এর পর amount এবং তারপর account-এর আগে to বসে।
- যেমন- Credit tk 2000 to my account.
- Credit-এর পর account এবং তারপর amount-এর আগে with বসে।
- যেমন- They credited my account with $20 after I pointed out the mistake.

0
Updated: 1 month ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 1 month ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Fill in the blank with the correct phrase: He ____ arrested if he had tried to leave the country.
Created: 2 months ago
A
would
B
could be
C
would have been
D
must be
সঠিক উত্তর: would have been
🔸 পূর্ণ বাক্য: He would have been arrested if he had tried to leave the country.
🔸 এই বাক্যটি Third Conditional বা 3rd Conditional ধরনের একটি বাক্য।
Conditional Sentence
একটি Conditional sentence-এ সাধারণত দুটি অংশ থাকে:
-
If-clause → শর্তের অংশ
-
Main clause (Principal clause) → ফলাফলের অংশ
এই ধরনের বাক্যকে অনেক সময় If-clause sentence-ও বলা হয়।
3rd Conditional এর সহজ নিয়ম
যদি If-clause এ থাকে: had + verb এর 3rd form (V3)
তাহলে Main clause এ থাকবে: would/could/might + have + V3
উদাহরণ:
If he had studied well, he would have passed the exam.
(যদি সে ভালোভাবে পড়াশোনা করত, তাহলে সে পরীক্ষায় পাস করত।)
আমাদের মূল বাক্যেও ঠিক এই গঠন অনুসরণ করা হয়েছে:
-
If-clause: if he had tried to leave the country → (had + V3 আছে)
-
Main clause: he would have been arrested → (would + have + V3 আছে)
তাই এখানে "would have been" ব্যবহার করা একদম ঠিক হয়েছে।
সংক্ষেপে মনে রাখো:
If + had + V3 → would/could/might + have + V3

0
Updated: 2 months ago