A
ascertain
B
assertain
C
asertain
D
asartain
উত্তরের বিবরণ
Ascertain (ক্রিয়া)
English Meaning: কোনো বিষয় নিশ্চিতভাবে জানা বা খুঁজে বের করা।
বাংলা অর্থ: নিশ্চিত করা; জানা; নির্ধারণ করা।
উদাহরণ:
-
গোয়েন্দা সেই অজানা ফোনকলকারীর পরিচয় নিশ্চিত করার চেষ্টা করলো।
-
সমস্যার কারণ আগে জানতে হবে, তারপর তা ঠিক করা যাবে।

0
Updated: 1 month ago
What is the correct spelling?
Created: 5 days ago
A
Questioneare
B
Questionaire
C
Questionneire
D
Questionnaire
• The correct spelling is- Questionnaire.
• Questionnaire (Noun):
- Bangla Meaning: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।
- English Meaning: A list of questions that several people are asked so that information can be collected about something.
Example:
- We have compiled a questionnaire for the survey.
- You're requested to fill in the questionnaire.
Source: Accessible Dictionary, Cambridge Dictionary.

0
Updated: 5 days ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Repeatition
B
Repeatation
C
Repetition
D
Ripitetion
Answer: গ) Repetition.
• Repetition:
English meaning: the act of doing or saying something again.
Bangla meaning: পুনরাবৃত্তি।
Example:
- His books are full of repetition.
- We want to prevent a repetition of last summer's fires, which destroyed more than 500,000 acres of land.
Source: Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
Choose the correctly spelt word:-
Created: 4 weeks ago
A
Liesure
B
Leisure
C
Leasure
D
Lesiure
Supersede (verb – ক্রিয়া)
English Meaning: নতুন বা ভালো কিছু দিয়ে পুরনো, কম কার্যকর বা কম গুরুত্বপূর্ণ কিছু প্রতিস্থাপন করা।
Bangla Meaning:
-
স্থান দখল করা
-
(কোনো ব্যক্তি বা জিনিসকে) সরিয়ে তার জায়গায় নতুন কিছু আনা
-
বাতিল বা পরিবর্তিত করা
উদাহরণ:
-
অনেক দূর যাত্রার জন্য এখন আর ঘোড়ার গাড়ি নয়, বাস ব্যবহৃত হয়। অর্থাৎ, বাস ঘোড়ার গাড়িকে সরিয়ে দিয়েছে।
Example Sentences:
-
একদিন তারবিহীন ব্রডব্যান্ড স্যাটেলাইট রেডিওর জায়গা নিতে পারে।
-
এই বইটির নতুন সংস্করণটি আগের সংস্করণকে প্রতিস্থাপন করেছে।
সমার্থক শব্দ (Synonyms):
-
Replace (প্রতিস্থাপন করা)
-
Supplant (স্থান দখল করা)
-
Override (উপেক্ষা করা/অগ্রাহ্য করা)
-
Displant (অন্য জায়গায় সরিয়ে দেওয়া)
বিপরীত শব্দ (Antonyms):
-
Keep (রাখা)
-
Retain (ধরে রাখা)
-
Stay (অবস্থানে থাকা)
-
Submit (জমা দেওয়া)
Other Form:
-
Supersession (noun): কারো বা কিছুর জায়গা নেওয়া, সরিয়ে দেওয়া, অপসারণ।

0
Updated: 4 weeks ago