Complete the sentence with the correct verb from : 'Neela _____ her hand when she was cooking dinner.
A
is burning
B
burnt
C
will burn
D
was burning
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: burnt
সম্পূর্ণ বাক্য: Neela burnt her hand when she was cooking dinner.
(নিলা রাতের খাবার রান্না করার সময় তার হাত পুড়ে গিয়েছিল।)
When দিয়ে যুক্ত দুটি clause-এর ক্ষেত্রে সময় অনুযায়ী টেনস কেমন হবে তা বুঝতে নিচের নিয়মগুলো দেখো
১. যদি একটি clause থাকে past continuous tense-এ, তাহলে অন্যটি হবে past indefinite tense-এ।
উদাহরণ:
When you called, I was in a meeting.
(তুমি যখন ফোন করেছিলে, তখন আমি একটি মিটিংয়ে ছিলাম।)
২. যদি When দিয়ে যুক্ত বাক্যে ভবিষ্যতের কোনো কাজ বোঝানো হয়, তাহলে When যুক্ত clause-এ future indefinite tense হয় না। বরং future tense হয় মূল clause-এ, আর When clause-এ present indefinite tense হয়।
উদাহরণ:
I will phone you when I get the news.
(আমি তোমাকে ফোন করব যখন আমি খবরটা পাব।)
৩. যখন দুটি clause-ই present time বোঝায় এবং একটি ঘটনা অন্যটির ফলাফল হয়, তখন দুটি clause-ই present indefinite tense-এ হয়।
উদাহরণ:
When water freezes, it turns into ice.
(পানি জমে গেলে তা বরফে পরিণত হয়।)

0
Updated: 2 months ago
Slow and steady ____ the race. (Fill in the gap)
Created: 1 month ago
A
win
B
wins
C
has won
D
won
শূন্যস্থানে সঠিক ক্রিয়া হলো “wins”। সম্পূর্ণ বাক্যটি হয়:
“Slow and steady wins the race.”
কারণ:
-
সমজাতীয় একাধিক noun:
-
এখানে “slow and steady” দুটি সমজাতীয় noun বা ধারণা।
-
যখন এমন সমজাতীয় noun একসাথে ব্যবহার করা হয় এবং তারা একক ধারণাকে বোঝায়, তখন সেটিকে singular ধরা হয়।
-
সেক্ষেত্রে verb-ও singular হয়।
-
-
প্রবাদ হিসেবে ব্যাবহার:
-
এটি একটি সুপরিচিত প্রবাদ। প্রবাদগুলো সাধারণত singular ফর্মে ধরা হয়।
-
তাই, শূন্যস্থানে “wins” বসানোই সঠিক।
-
উৎস:
-
Murphy’s English Grammar (প্রবাদ ও singular noun-এর ব্যবহার)
-
Cambridge Dictionary – Phrases & Idioms

0
Updated: 1 month ago
Tell me ___ that.
Created: 3 months ago
A
whom told you
B
that told you
C
who told you
D
told you
• সঠিক উত্তর হবে: who told you
সম্পূর্ণ বাক্য: Tell me who told you that.
• Embedded Question কী?
Embedded Question হল এমন একটি বাক্যগঠন যেখানে একটি প্রশ্নবোধক (interrogative) অংশকে একটি সাধারণ (assertive) বাক্যের ভেতরে সংযুক্ত করা হয়। এতে প্রশ্নের কাঠামো থাকে, কিন্তু সেটি সরাসরি প্রশ্ন হয়ে থাকে না।
-
এই প্রশ্নগুলো সাধারণত wh-word (যেমন: who, what, where, when, why, how ইত্যাদি) দিয়ে শুরু হলেও এগুলো মূল বাক্যের অংশ হয়ে যায়।
-
যখন wh-word একটি বাক্যের মাঝখানে আসে, তখন সেটি প্রশ্ন করার রূপ হারায় এবং একটি বিবৃতির অংশ হিসেবে ব্যবহৃত হয়।
-
এমনকি অনেক সময় বাক্যের শুরুতেই প্রশ্নের ছাঁচ থাকলেও, বাক্যটি পূর্ণরূপে প্রশ্ন নয়—বরং এটি একটি তথ্য জানার বা জানানো হয় এমন বাক্য হয়ে দাঁড়ায়।
উদাহরণ:
-
Can you tell me where she lives?
-
I don’t know what he wants.
এখানে "where she lives" বা "what he wants" হলো Embedded Question—যা একটি assertive বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে।

0
Updated: 3 months ago
Julia has been ill ____ three months.
Created: 2 months ago
A
since
B
about
C
in
D
for
প্রশ্নে সঠিক উত্তর হবে – for
• পূর্ণ বাক্যটি: Julia has been ill for three months.
অর্থাৎ: জুলিয়া তিন মাস ধরে অসুস্থ।
• এখানে for ব্যবহার করা হয়েছে কারণ এটি একটি নির্দিষ্ট সময়কাল বোঝায়, যেমন – তিন মাস, দুই বছর, কয়েকদিন ইত্যাদি।
উদাহরণ: He has been ill for three months.
(সে তিন মাস ধরে অসুস্থ।)
• কিন্তু since ব্যবহার হয় নির্দিষ্ট কোন সময় থেকে শুরু করে এখনও চলছে, যেমন – ২০১৬ সাল, গতকাল, সকাল ৮টা ইত্যাদি।
উদাহরণ: Fahima has lived in Dhaka since 2016.

0
Updated: 2 months ago