A
after
B
on
C
up
D
into
উত্তরের বিবরণ
Look into
-
অর্থ: কোনো বিষয় বা সমস্যার তদন্ত করা।
-
উদাহরণ:
১. পুলিশ মামলাটি তদন্ত করছে।
২. সাংবাদিক অভিযোগের সত্যতা জানতে সেই বিষয়ে তদন্ত করছে।
৩. পুলিশ নিখোঁজ ব্যক্তির বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশেষ একটি দল গঠন করেছে।
অন্যান্য ভিন্ন অর্থের phrasal verbs:
-
Look on — শুধু দেখে থাকা বা দর্শক হওয়া।
-
Look up to somebody — কাউকে শ্রদ্ধা করা।
-
Look after somebody/something — কাউকে বা কিছুর যত্ন নেওয়া, খেয়াল রাখা।

0
Updated: 1 month ago
A rocket flying to the moon does not need wings because-
Created: 1 month ago
A
it has no engine
B
space has too much dust
C
it has no fuel
D
space is airless
চাঁদে উড়ে যাওয়া রকেটের ডানার প্রয়োজন হয় না কারণ স্থান বায়ুহীন।
রকেটের ডানা বা উইং মাধ্যাকর্ষণ শক্তি বা বাতাসের বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হয়, কিন্তু মহাকাশে কোনো বায়ু বা বায়ুচাপ নেই, তাই ডানার প্রয়োজন হয় না।
Rockets do not need a lift from wings. Instead they get all of their lift from engine thrust.
The smaller fins help provide the necessary control a rocket needs immediately after lift off (or launch).
And most importantly wings are designed to work in air, so when there is no air rocket must go on with the thrust it gets from the engine.
So rocket does not need wings because space is airless.

0
Updated: 1 month ago
Honey is _______sweet.
Created: 1 month ago
A
very
B
too much
C
much too
D
excessive
নিচের বাক্যে শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হলো - very।
-
সম্পূর্ণ বাক্য: Honey is very sweet.
এখানে ‘sweet’ একটি adjective, যা কোনো noun বা pronoun এর বৈশিষ্ট্য প্রকাশ করে। adjective কে modify করার জন্য এর আগে adverb লাগে।
-
‘very’ একটি adverb, যা adjective ‘sweet’ কে আরও শক্তিশালী করে।
-
সাধারণত, adverb হলো এমন শব্দ যা verb, adjective বা অন্য adverb কে modify করে, noun বা pronoun নয়।
-
এই বাক্যে ‘very’ adjective ‘sweet’ কে modify করছে।
এভাবে ‘very’ adjective-এর মাত্রা বাড়ায় এবং বাক্যের অর্থ স্পষ্ট করে।

0
Updated: 1 month ago
Choose the right word to fill the blank : It will be your task to make sure the ____ of traffic is maintained without interruption.
Created: 1 month ago
A
circulation
B
flow
C
current
D
procession
নিচের শব্দগুলোর অর্থ দেওয়া হলো—
ক) current - জলস্রোত, বায়ুস্রোত বা বিদ্যুৎ প্রবাহ।
খ) flow - বয়ে যাওয়া বা চলাচল করা।
গ) circulation - ঘুরে বেড়ানো বা বিশেষ করে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া।
ঘ) procession - মিছিল বা শোভাযাত্রা।
এখানে শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে flow।
উদাহরণ:
The flow of traffic — যানবাহনের চলাচলের প্রবাহ।
সম্পূর্ণ বাক্য:
আপনার কাজ হবে যান চলাচল যেন বাধাহীনভাবে চলতে থাকে তা নিশ্চিত করা।
সূত্র: বাংলা একাডেমির সহজ অভিধান।

0
Updated: 1 month ago