A
has
B
are
C
is
D
were
উত্তরের বিবরণ
‘The Arabian Nights’ হলো একটি আরবি গল্পের নাম।
-
গল্প, উপন্যাস, নাটক, ছবি ইত্যাদির নাম সাধারণত একবচন হিসেবে ধরা হয়, অর্থাৎ third person singular।
-
তাই এর সঙ্গে ব্যবহৃত ক্রিয়া (verb) ও একবচন হয়।
-
যখন বিষয় (subject) কোনো জায়গা বা কিছু স্থায়ী কিছু বোঝায়, তখন ‘to be’ verb (is, am, are) ব্যবহার করা হয়।
-
এই কারণে ‘The Arabian Nights’ এর জন্য ‘is’ ব্যবহার করাই সঠিক।
শূন্যস্থানে সঠিক শব্দ হলো - is।
-
সম্পূর্ণ বাক্য: The Arabian Nights is still a great favourite.
-
The Arabian Nights has still a great favourite বাক্যটি সঠিক নয়।

0
Updated: 1 month ago
What are you so angry___?
Created: 1 month ago
A
about
B
at
C
with
D
for
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হবে – about।
-
সম্পূর্ণ বাক্য: What are you so angry about?
-
বাংলা অর্থ: তোমার এত রাগ কিসের কারণে?
Angry অর্থ হলো এমন একটি অনুভূতি যখন কেউ অন্যের খারাপ আচরণের কারণে বিরক্ত বা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে ডেকে বা আঘাত করতে চাইতে পারে।
যখন রাগ প্রকাশ করতে হয়, তখন angry শব্দের পর about প্রিপোজিশন ব্যবহার করা হয়।
সূত্র: ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 1 month ago
The verb of the word 'short' is-
Created: 1 month ago
A
enshort
B
shorten
C
shorted
D
shorting
“Short” শব্দটি চারভাবে ব্যবহার করা যায় — adjective (বিশেষণ), adverb (ক্রিয়া বিশেষণ), noun (বিশেষ্য) এবং verb (ক্রিয়া) হিসেবে।
-
Adjective হিসেবে “short” মানে হয় দৈর্ঘ্যে ছোট বা হ্রস্ব, যেমন: খাটো, অল্প সময়ের, বা কম উচ্চতার।
-
Adverb হিসেবে “short” মানে কোনো কিছুর আগে বা হঠাৎ ঘটা, অর্থাৎ আকস্মিকভাবে।
-
Noun হিসেবে “short” মানে হলো কোনো মদ যেমন হুইস্কি বা জিন যা অন্য কোন তরল ছাড়া সরাসরি খাওয়া হয়।
-
Verb হিসেবে “short” অর্থ হলো বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেওয়া, যা বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিতে পারে।
এখানে “Shorten” হলো একটি আলাদা ক্রিয়া, যার অর্থ হলো দৈর্ঘ্য বা সময় কমানো। যেমন: “She shortened the dress” — সে পোশাকটি ছোট করল।
“Shorted” হলো “short” ক্রিয়ার অতীত ও অতীত অংশগ্রহণমূলক রূপ।
অর্থাৎ, “short” এর verb ফর্মের জন্য সঠিক শব্দ “shorten”।
(সূত্র: Cambridge ও Accessible Dictionary)

0
Updated: 1 month ago
_____ is not the only thing that tourists want to see.
Created: 1 month ago
A
A scenery
B
Sceneries
C
The sceneries
D
Scenery
Scenery (স্নেরি) — বিশেষ্য
ইংরেজিতে অর্থ: প্রাকৃতিক পরিবেশের সাধারণ চেহারা, বিশেষত যখন তা মনোরম ও সুন্দর হয়।
বাংলায় অর্থ: কোনো অঞ্চলের স্বাভাবিক পরিবেশ বা দৃশ্যাবলী, যা নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর।
→ Scenery একটি অপরিমেয় (uncountable) বিশেষ্য, তাই এর শেষে সাধারণত কোনো বহুবচন সূচক s বা es যুক্ত হয় না, এটি সর্বদা একবচন আকারে ব্যবহৃত হয়।
→ অপরিমেয় বিশেষ্যগুলো সাধারণত সর্বদা একবচন হিসেবে গণ্য হয় এবং plural আকারে ব্যবহার হয় না।
→ এই ধরনের শব্দের আগে সাধারণত article (a, an) বা সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয় না।
উদাহরণ বাক্য:
Scenery is not the sole element that determines tourists’ preferences for holiday destinations.
তথ্যসূত্র:
১. Cambridge Dictionary
২. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago