'ছবি' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রহন্থের অন্তর্ভুক্ত?
A
সোনার তরী
B
পূরবী
C
বলাকা
D
পুনশ্চ
উত্তরের বিবরণ
'ছবি' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
এই কবিতায় কবি মানুষের জীবনের নানা দিক, তার শৈশব, কৈশোর, জীবনের সংগ্রাম, সুখ-দুঃখ এবং বিভিন্ন অনুভূতির চিত্র তুলে ধরেছেন। 'ছবি' কবিতার মাধ্যমে কবি একদিকে যেমন জীবন এবং সময়ের পরিবর্তনকে ধারণ করেছেন, তেমনি মানুষের অনুভূতির গভীরতাও প্রকাশ করেছেন।
এই কবিতাটি বিশেষভাবে মানবজীবনের নানা পীড়া, সুখ এবং বেদনা নিয়ে গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরে। কবিতাটি মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার পরিবর্তন এবং তার মানসিক অবস্থা বিষয়ে সচেতনতা তৈরি করে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 4 days ago
১২) ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ - উক্তিটি কার?
Created: 2 months ago
A
মালিনী
B
ভবানন্দ
C
ঈশ্বরী পাটনী
D
বিদ্যাসুন্দর
অন্নদামঙ্গল কাব্য
রচয়িতা
- 
রচয়িতা: ভারতচন্দ্র রায়গুণাকর 
- 
ভারতচন্দ্র আঠার শতকের শ্রেষ্ঠ কবি ও মধ্যযুগের প্রথম নাগরিক কবি হিসেবে পরিচিত। 
- 
তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবেও মর্যাদার অধিকারী। 
কাব্যের বৈশিষ্ট্য
- 
ভারতচন্দ্রের প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন ‘অন্নদামঙ্গল’ কাব্য। 
- 
এর অংশমাত্র: কালিকামঙ্গল ও বিদ্যাসুন্দর কাহিনি। 
- 
কাব্যের একটি প্রসিদ্ধ উক্তি: "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" — ঈশ্বরী পাটনী 
প্রধান চরিত্র
- 
মানসিংহ 
- 
ভবানন্দ 
- 
বিদ্যাসুন্দর 
- 
মালিনী 
- 
ঈশ্বরী পাটনী 
উৎস
- 
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম 
- 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
'সোনালী কাবিন' এর রচয়িতা কে?
Created: 5 months ago
A
হাসান হাফিজুর রহমান
B
আল মাহমুদ
C
হুমায়ুন আজাদ
D
শক্তি চট্টোপাধ্যায়
আল মাহমুদ রচিত অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’, যা প্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালে। এ গ্রন্থে বিভিন্ন শিরোনামের কবিতার পাশাপাশি ‘সোনালী কাবিন’ শিরোনামের চৌদ্দটি সনেট নিয়ে গঠিত একটি দীর্ঘ কবিতাও অন্তর্ভুক্ত আছে, যা একে একপ্রকার ক্ষুদ্র কাব্যগ্রন্থ হিসেবেও চিহ্নিত করে।
আল মাহমুদ
আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেন ১১ জুলাই ১৯৩৬, ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তিনি কেবল একজন প্রথিতযশা কবিই নন, স্বাধীনতা-পরবর্তী সময়ে ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে ‘সোনালী কাবিন’ (১৯৭৩) বিশেষভাবে স্বীকৃত।
আল মাহমুদ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
- লোক লোকান্তর 
- 
কালের কলস 
- 
সোনালী কাবিন 
- 
পাখির কাছে ফুলের কাছে 
- 
অদৃষ্টবাদীদের রান্নাবান্না আল মাহমুদ রচিত উপন্যাস 
- ডাহুকী 
- 
উপমহাদেশ 
- 
আগুনের মেয়ে 
- 
চেহারার চতুরঙ্গ 
- 
কাবিলের বোন আল মাহমুদ রচিত গল্পগ্রন্থ 
- পানকৌড়ির রক্ত 
- 
সৌরভের কাছে পরাজিত 
- 
গন্ধবণিক 
- 
ময়ূরীর মুখ 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 months ago
চণ্ডীমঙ্গল কাব্যের ধারা প্রবর্তন করেছিলেন কোন কবি?
Created: 1 month ago
A
মাণিক দত্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
ময়ূরভট্ট
D
ঘনরাম চক্রবর্তী
মাণিক দত্ত চণ্ডীমঙ্গলের আদিকবি হিসেবে খ্যাত।
- 
মুকুন্দরাম চক্রবর্তীর কবিবন্দনায় মাণিক দত্তের নাম উল্লেখ আছে, যা থেকে ধারণা করা হয় যে তিনি চণ্ডীমঙ্গল কাব্যের ধারা প্রবর্তন করেছিলেন। 
- 
মাণিক দত্তের নামে কিছু পুঁথি প্রচলিত আছে, তবে সেগুলি প্রাচীন নয়; সম্ভবত তাঁর কাব্য অনুসরণে অন্য কেউ এই পুঁথি তৈরি করেছেন। 
- 
কবির রচনা থেকে মনে হয় তিনি গৌড় বা মালদহ অঞ্চলের লোক, এবং তাঁর কাব্যে উল্লেখিত নদী ও গ্রামগুলো মালদহ অঞ্চলে অবস্থিত। তিনি ফুলুয়া নগরে বসবাস করতেন, যা বর্তমানে ফুলবাড়ি নামে পরিচিত। 
- 
কবি সম্ভবত ষোল শতকের বহু পূর্বে আবির্ভূত। চণ্ডীর উৎপত্তি ব্যাখ্যা দিতে যে সৃষ্টিতত্ত্ব বর্ণনা করেছেন, তাতে অভিনবত্ব লক্ষ্য করা যায় এবং ধর্মমঙ্গলের কাহিনির সঙ্গে মিল দেখা যায়। 
- 
আত্মবিবরণী অনুযায়ী, তিনি ছিলেন কানা ও খোঁড়া, দেবীর দয়ায় সুস্থ হন এবং দেবীর স্বপ্নাদেশে কাব্য রচনা করেন। কথিত আছে, কলিঙ্গরাজের উল্লেখের কারণে তাঁকে কারারুদ্ধ করা হয়, কিন্তু চণ্ডীদেবীর কৃপায় মুক্তি পান; পরবর্তীতে কলিঙ্গরাজও দেবীর অনুগত হন এবং রাজ্যে দেবীর পূজা প্রচলিত হয়। 
অন্য উল্লেখযোগ্য ধর্মমঙ্গল কবি:
- 
ময়ূরভট্ট: ধর্মমঙ্গল কাব্যের আদিকবি; কোনো পুঁথি পাওয়া যায়নি; পরবর্তীকালের কবিদের রচনায় উল্লেখিত। 
- 
ঘনরাম চক্রবর্তী: আঠার শতকের ধর্মমঙ্গল ধারার সর্বশ্রেষ্ঠ কবি। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago