'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি -
A
আল মাহমুদ
B
রফিক আজাদ
C
আবুল হাসান
D
আবুল হোসেন
উত্তরের বিবরণ
আবুল হাসান, যাঁর প্রকৃত নাম ছিল আবুল হোসেন মিয়া, ছিলেন একজন প্রখ্যাত কবি ও সাংবাদিক। তিনি ১৯৪৭ সালের ৪ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্ণি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার সৃষ্টিকর্মের মধ্যে ‘পৃথক পালঙ্ক’ কাব্যগ্রন্থটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা ১৯৭৫ সালে প্রকাশিত হয়।
আবুল হাসান মূলত কবিতার জন্য খ্যাতি লাভ করেন, তবে তাঁর সাহিত্যকর্মে কাব্যগ্রন্থ ছাড়াও গল্প সংকলন এবং কাব্যনাট্যও রয়েছে। তাঁর কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:
-
‘রাজা যায় রাজা আসে’,
-
‘যে তুমি হরণ করো’,
-
‘পৃথক পালঙ্ক’।
তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয় কাব্যনাট্য ‘ওরা কয়েকজন’ এবং গল্প সংকলন ‘আবুল হাসান গল্প সংগ্রহ’।
তিনি বাংলা সাহিত্যে তাঁর বিশেষ শৈলী এবং সাহসী প্রকাশভঙ্গির জন্য স্মরণীয় হয়ে আছেন।
0
Updated: 4 days ago
"হে দারিদ্র্য তুমি মোরে করেছো মহান
তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান" - পঙ্ক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 1 month ago
A
সাম্যবাদী
B
সর্বহারা
C
অগ্নি-বীণা
D
সিন্ধু হিন্দোল
‘দারিদ্র্য’ কবিতার পঙ্ক্তি –
"হে দারিদ্র্য তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান" – কাজী নজরুল ইসলামের ‘সিন্ধু হিন্দোল’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
‘সিন্ধু হিন্দোল’ কাব্যগ্রন্থ:
-
এটি কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্যগ্রন্থ।
-
উল্লেখযোগ্য কিছু কবিতা:
-
গোপন প্রিয়া
-
অনামিকা
-
বিদায়-স্মরণে
-
পথের স্মৃতি
-
উন্মনা
-
দারিদ্র্য
-
বাসন্তী
-
ফাল্গুনী
-
বধূ-বরণ
-
রাখী-বন্ধন
-
চাঁদনী রাতে
-
মাধবী-প্রলাপ
-
0
Updated: 1 month ago
ফ্যাসিবাদবিরোধী কাব্যগ্রন্থ 'আকাল' সম্পাদনা করেন কে?
Created: 1 month ago
A
সুকান্ত ভট্টাচার্য
B
সমর সেন
C
সুধীন্দ্রনাথ দত্ত
D
বুদ্ধদেব বসু
'আকাল' গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাব্যসংকলন। এটি তাঁর সাহিত্যিক জীবন এবং রাজনৈতিক চেতনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই গ্রন্থে তিনি ফ্যাসিবাদবিরোধী ভাবনার প্রকাশ ঘটিয়েছেন এবং সমকালীন সমাজবাস্তবতার প্রতিফলন ঘটিয়েছেন।
-
'আকাল' (১৯৪৩) সুকান্ত ভট্টাচার্যের একটি ফ্যাসিবাদবিরোধী কাব্যগ্রন্থ।
-
এতে কবির ফ্যাসিবাদবিরোধী চেতনার সুস্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়।
-
পঞ্চাশের মন্বন্তর এই সংকলনের কবিতাগুলির অন্যতম মূল প্রেরণা।
-
বিভিন্ন পত্রিকা থেকে কবিতাগুলো সংকলন ও সম্পাদনা করে সুকান্ত নিজেই এই গ্রন্থের একটি মূল্যবান ভূমিকা লিখেছিলেন।
-
১৯৬৬ সালে সুভাষ মুখোপাধ্যায়ের ভূমিকাসহ এর নতুন সংস্করণ প্রকাশিত হয়।
-
এটি ছিল সুকান্ত ভট্টাচার্যের জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থ।
সুকান্ত ভট্টাচার্য রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হলো—
-
পূর্বাভাস
-
ঘুম নেই
-
ছাড়পত্র
-
অভিযান
0
Updated: 1 month ago
জসীম উদ্দীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Created: 1 month ago
A
বালুচর
B
রাখালী
C
ধানক্ষেত
D
মা যে জননী কান্দে
কবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতা, ‘রাখালী’ কাব্যগ্রন্থ এবং তাঁর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে নিচে সংক্ষেপে রিরাইট করা হলো। সব তথ্য অপরিবর্তিত রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গায় বোল্ড ব্যবহার করা হয়েছে।
‘কবর’ কবিতা জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭)-এর অন্তর্গত। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘কল্লোল’ পত্রিকায়। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং এতে মোট ১১৮টি পঙ্ক্তি রয়েছে।
সহজ ও সরল ভাষায় রচিত এই কাহিনীধর্মী কবিতায় এক গ্রামীণ বৃদ্ধ তার জীবনের প্রিয়জন হারানোর বেদনার স্মৃতি ব্যক্ত করেছেন।
জীবনের শেষ প্রান্তে এসে তিনি আপনজনদের হারিয়ে ক্ষতবিক্ষত হৃদয়ে মৃত্যুর জন্য যে অপেক্ষা করছেন, কবি তা গভীর সহানুভূতি দিয়ে প্রকাশ করেছেন।
-
কবর কবিতার সংক্ষিপ্তাংশ
এইখানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা!
সোনালি ঊষার সোনামুখ তার আমার নয়নে ভরি
লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও-পথ ধরি।
‘রাখালী’ কাব্যগ্রন্থ
-
জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
-
বইটিতে মোট ১৯টি কবিতা রয়েছে।
-
প্রথম কবিতা হলো ‘রাখালী’।
-
তাঁর বিখ্যাত ‘কবর’ কবিতাও এই গ্রন্থের অন্তর্ভুক্ত।
জসীম উদ্দীন
-
তিনি ছিলেন কবি, কাব্যোপন্যাসিক, ঔপন্যাসিক, গীতিকার, ভ্রমণকাহিনীকার, নাট্যকার, স্মৃতিকথক, প্রাবন্ধিক ও শিশুসাহিত্যিক।
-
জন্ম ১৯০০ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে। পৈতৃক নিবাস ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে।
-
তাঁর ‘নকশী কাঁথার মাঠ’ এবং ‘সোজন বাদিয়ার ঘাট’ বাংলা ভাষার গীতি-কবিতার উৎকৃষ্ট নিদর্শন।
-
‘বোবা কাহিনী’ তাঁর একমাত্র উপন্যাস।
রচিত কাব্যগ্রন্থ
-
রাখালী
-
নকশী কাঁথার মাঠ
-
বালুচর
-
ধানক্ষেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
হাসু
-
মাটির কান্না
-
এক পয়সার বাঁশী
-
সবিনা
-
মা যে জননী কান্দে
-
পদ্মা নদীর দেশে ইত্যাদি
রচিত নাটক
-
পদ্মাপার
-
বেদের মেয়ে
-
পাল্লীবধূ ইত্যাদি
রচিত আত্মকথা
-
যাদের দেখেছি
-
ঠাকুর বাড়ির আঙ্গিনায়
-
জীবনকথা ইত্যাদি
রচিত ভ্রমণকাহিনি
-
চাল মুসাফির
-
হলদে পরির দেশে
-
যে দেশে মানুষ বড় ইত্যাদি
0
Updated: 1 month ago