Choose the correct preposition. The police is looking ________ the case.
A
after
B
on
C
up
D
into
উত্তরের বিবরণ
Look into
-
অর্থ: কোনো বিষয় বা সমস্যার তদন্ত করা।
-
উদাহরণ:
১. পুলিশ মামলাটি তদন্ত করছে।
২. সাংবাদিক অভিযোগের সত্যতা জানতে সেই বিষয়ে তদন্ত করছে।
৩. পুলিশ নিখোঁজ ব্যক্তির বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশেষ একটি দল গঠন করেছে।
অন্যান্য ভিন্ন অর্থের phrasal verbs:
-
Look on — শুধু দেখে থাকা বা দর্শক হওয়া।
-
Look up to somebody — কাউকে শ্রদ্ধা করা।
-
Look after somebody/something — কাউকে বা কিছুর যত্ন নেওয়া, খেয়াল রাখা।

0
Updated: 2 months ago
She has __ her hair a beautiful shade of brown.
Created: 2 months ago
A
colored
B
given
C
dried
D
dyed
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dyed.
- Complete sentence: She has dyed her hair a beautiful shade of brown.
• Dye/color + sth- কোন কিছু রং করা। চুল রং করার ক্ষেত্রে verb হিসেবে dye হয়।
- She has dyed her hair a beautiful shade of brown.
Example: Priscilla’s hair was dyed jet black.
Source: Longman Dictionary of Contemporary English

0
Updated: 2 months ago
Women are too often ______ by family commitments.
Created: 1 month ago
A
confused
B
controlled
C
contaminated
D
constrained
শব্দের অর্থ ও বাক্যে ব্যবহার
-
confused – বিভ্রান্ত, গুলিয়ে ফেলা বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া।
-
controlled – নিয়ন্ত্রণ করা, শাসন বা দমন করা।
-
contaminated – দূষিত করা, অশুদ্ধ বা নোংরা করা।
-
constrained – বাধ্য করা বা কোনো কিছু করার জন্য চাপ দেওয়া; স্বাভাবিকভাবে করতে পারা না বা অস্বস্তি বোধ করা।
বাক্যে ব্যবহার:
শূন্যস্থানে constrained শব্দটি বসালে বাক্যের অর্থ পুরোপুরি বোঝা যায়।
-
Complete Sentence: Women are often constrained by family commitment in this society.
-
বাংলা অর্থ: এ সমাজের নারীরা প্রায়ই পরিবারের দায়িত্বের কারণে বাধ্যবাধকতার মধ্যে থাকে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
Julius Caesar was the ruler of Rome about -
Created: 2 months ago
A
1000 years ago
B
1500 years ago
C
2000 years ago
D
3000 years ago
জুলিয়াস সিজার
-
জুলিয়াস সিজার প্রাচীন রোমের একজন খ্যাতনামা রাজনীতিবিদ, সেনাপতি ও শাসক ছিলেন।
-
১০০ খ্রিস্টপূর্বে ইতালির রোম শহরে তার জন্ম হয়।
-
তিনি রোমান সাম্রাজ্যের একপ্রভাবশালী সেনানায়ক ও কৌশলী রাজনীতিবিদ হিসেবে পরিচিত।
-
নিজেকে তিনি “স্বৈরশাসক” হিসেবে ঘোষণা করেন।
-
গল, ব্রিটেন, মিশর এবং আফ্রিকায় তার সামরিক অভিযানে রোমবাসীরা গভীরভাবে মুগ্ধ হয়।
-
তার জনপ্রিয়তা তাকে রাজনৈতিকভাবে হুমকিস্বরূপ করে তোলে।
-
অবশেষে ৪৪ খ্রিস্টপূর্বে রোমের সিনেটে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
-
এই হত্যাকাণ্ড রোমান প্রজাতন্ত্রের পতনের দিকে ধাবিত করে।
-
জুলিয়াস সিজারের একটি বিখ্যাত উক্তি: "এলাম, দেখলাম, জয় করলাম।"
-
প্রায় দুই হাজার বছর আগে তিনি রোমের ইতিহাসে এক বিশিষ্ট শাসক ছিলেন।
উৎস: Britannica

0
Updated: 2 months ago