A
can
B
should
C
could
D
has
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - should.
- Complete sentence: He ran fast lest he should miss the train.
• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে।
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে বা সেই ভয়ে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/not/never বসে না
- Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might/be + be + V3 + complement.
• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- Hesitant to speak out lest he be fired.

0
Updated: 1 month ago
Use the appropriate article- I saw ____ one-eyed man when I was walking on the road.
Created: 4 days ago
A
a
B
an
C
the
D
no article is needed
"a" বা "an" ব্যবহারের নিয়ম
উদাহরণ বাক্য:
I saw a one-eyed man when I was walking on the road.
নিয়ম:
-
ইংরেজিতে ‘a’ এবং ‘an’ হল indefinite article।
-
সাধারণত, vowel (a, e, i, o, u) দিয়ে শুরু হওয়া শব্দের আগে ‘an’, এবং consonant দিয়ে শুরু হওয়া শব্দের আগে ‘a’ বসে।
-
কিন্তু লক্ষ্যণীয়: article নির্ধারণ হয় শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ অনুযায়ী, না যে অক্ষরটি লিখিত আছে তার ভিত্তিতে।
বিশেষ নিয়ম:
-
যদি শব্দটি “O” দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ ‘ওয়া’ (wa) এর মতো হয়, তখন ‘a’ ব্যবহার করতে হয়।
-
উদাহরণ:
-
a one-eyed man
-
a one-taka note
-
a one-room house
-
অর্থাৎ: মূল বিষয় হলো শব্দের ধ্বনির উপর নির্ভর করে article নির্বাচন।
অতিরিক্ত উদাহরণ:
-
The storyteller captivated the children with tales of a one-eyed giant who guarded a hidden treasure.
-
Despite being a one-eyed stray, the dog showed immense loyalty to its new owner.
উৎস: Swan, M. (2005). Practical English Usage. Oxford University Press.

0
Updated: 4 days ago
In order to improve farming methods, we need ____.
Created: 1 month ago
A
machine
B
machinery
C
a machinery
D
machineries
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর:
Complete Sentence: In order to improve farming methods, we need machinery.
• Machinery
English Meaning: The working parts or system of machines.
Bangla Meaning: যন্ত্রপাতি বা যন্ত্রের কলকব্জা।
• Machine শব্দটি গণনাযোগ্য (countable noun)।
-
সেক্ষেত্রে একবচনে a machine এবং বহুবচনে machines ব্যবহার করা হয়।
-
তাই শূন্যস্থানে machine বসালে অর্থগত ও ব্যাকরণগত অসঙ্গতি দেখা দিত।
অন্যদিকে,
-
Machinery একটি অগণনীয় (uncountable) বিশেষ্য।
-
এর আগে সাধারণত a, an, বা the জাতীয় article বসে না এবং এর কোনো বহুবচন রূপ হয় না।
-
তাই বাক্যে সঠিক ও প্রাসঙ্গিক শব্দ হিসেবে machinery ব্যবহৃত হয়েছে।

0
Updated: 1 month ago
I decided to go ____ with my friend as I needed some exercise.
Created: 1 month ago
A
to a walk
B
for a walk
C
for a walking
D
walk
শূন্যস্থান পূরণে সঠিক উত্তর হবে for a walk।
-
পূর্ণ বাক্য হবে: I decided to go for a walk with my friend as I needed some exercise.
• Go for a walk বলতে বোঝায় "হাঁটতে যাওয়া"।
-
ফলে বাক্যের অর্থ সঠিক রাখতে হলে শূন্যস্থানে for a walk বসানোই যথাযথ হবে।
🔁 পুনর্লিখিত ইউনিক সংস্করণ:
• খালি স্থানে উপযুক্ত শব্দাংশ হবে for a walk।
-
তখন বাক্যটি দাঁড়াবে: I decided to go for a walk with my friend as I needed some exercise.
• ইংরেজিতে go for a walk শব্দগুচ্ছের মানে হলো "হাঁটাহাঁটি করা" বা "হাঁটার উদ্দেশ্যে বাইরে যাওয়া"।
-
তাই বাক্যটি সঠিকভাবে গঠনের জন্য এই শব্দগুচ্ছটি শূন্যস্থানে ব্যবহার করাই হবে যথার্থ।

0
Updated: 1 month ago