'ক্ষমার যোগ্য'-এর বাক্য সংকোচন-
A
ক্ষমার্হ
B
ক্ষমাপ্রার্থী
C
ক্ষমা
D
ক্ষমাপ্রদ
উত্তরের বিবরণ
• 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
আরও কিছু এক কথায় প্রকাশ:
- ‘ক্ষমা করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- ‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় প্রকাশ - তিতিক্ষু।
- ‘প্রশংসার যোগ্য’ এক কথায় প্রকাশ - প্রশংসার্হ।
- ‘স্মরণের যোগ্য’ এক কথায় প্রকাশ - স্মরণার্হ।
- ‘ধন্যবাদের যোগ্য’ এক কথায় প্রকাশ - ধন্যবাদার্হ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 months ago
যে উপকারীর অপকার করে –
Created: 1 week ago
A
কৃতজ্ঞ
B
অকৃতজ্ঞ
C
কৃতঘ্ন
D
অকৃতঘ্ন
যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন। যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতঘ্ন। যে উপকারীর উপকার স্বীকার করে - কৃতজ্ঞ।

0
Updated: 1 week ago
”অহনের অপর অংশ” একথায় প্রকাশ কী হবে?
Created: 1 month ago
A
পূর্বাহ্ণ
B
অপরাহ্ণ
C
মধ্যাহ্ন
D
অহহ্ণা
”অহনের অপর অংশ” একথায় প্রকাশ = অপরাহ্ণ।
অন্যদিকে,
- ”অহনের পূর্বাংশ” একথায় প্রকাশ = পূর্বাহ্ণ।
- ”অহনের মধ্য অংশ” একথায় প্রকাশ = মধ্যাহ্ন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
নষ্ট হওয়া স্বভাব যার – এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
নশ্বর
B
অবিনশ্বর
C
নষ্ট স্বভাব
D
বিনষ্ট
“নষ্ট হওয়া স্বভাব যার” — এক কথায় তাকে বলা হয় "বিনষ্ট"।
-
বিনষ্ট মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, নষ্ট হয়ে যাওয়া।
-
এটি সাধারণত এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যার অবস্থা নষ্ট বা শেষ হয়ে গেছে।
বিকল্পগুলোর বিশ্লেষণ:
-
ক) নশ্বর – যার মৃত্যু বা নষ্ট হওয়া স্বাভাবিক; ক্ষণস্থায়ী।
-
খ) অবিনশ্বর – যা কখনো নষ্ট হয় না; চিরস্থায়ী।
-
গ) নষ্ট স্বভাব – এটি একটি বাক্যাংশ, একক শব্দ নয়।

0
Updated: 1 month ago