'তৈল' প্রবন্ধটি লিখেছেন - 

A

সুকুমার রায় 

B

রমেশচন্দ্র মজুমদার 

C

শিবনারায়ণ রায় 

D

হরপ্রসাদ শাস্ত্রী

উত্তরের বিবরণ

img

হরপ্রসাদ শাস্ত্রী রচিত প্রবন্ধ 'তৈল'—এ বাঙালীর অসীম নির্ভরশীলতা এবং সফলতার পেছনে তৈলের ভূমিকা নিয়ে মন্তব্য করা হয়েছে। শাস্ত্রী জানান, বাঙালীর মধ্যে যেসব গুণাবলী থাকার কথা, সেগুলো প্রায় নেই; যেমন বল, বিক্রম, বিদ্যা এবং বুদ্ধি। সেই কারণে বাঙালী জীবনে তৈলই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘‘যাঁরা কিছু অর্জন করেছেন, তাঁদের সবই তৈলের সাহায্যে।’’ তৈলকে প্রয়োজনীয় উপাদান হিসেবে চিহ্নিত করেও শাস্ত্রী আরো বলেন, তৈলের প্রকৃত মূল্য এবং এটি কিভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সুখের কারণ হয়ে দাঁড়ায়, তা অনেকেই জানেন না। তবে যাঁরা জানেন, তারা আমাদের দেশের শ্রেষ্ঠ ব্যক্তি এবং সমাজের সম্মানিত প্রতিনিধি।

হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ এবং বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কারের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তিনি 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে চর্যাপদ সম্পাদনা ও প্রকাশ করেছিলেন।

শাস্ত্রী নানা বিদ্যাপ্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • ১৮৮৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজীবন ফেলো মনোনয়ন;

  • ১৮৯৮ সালে মহামহোপাধ্যায় উপাধি;

  • ১৯১১ সালে সি.আই.ই উপাধি এবং

  • ১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি ডি.লিট উপাধি।

তার কিছু উল্লেখযোগ্য রচনা:

  • উপন্যাস: কাঞ্চনমালা এবং বেণের মেয়ে

  • অন্যান্য গ্রন্থ: হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা, প্রাচীন বাংলার গৌরব, মেঘদূত ব্যাখ্যা, ভারত মহিলা, এবং বাঙ্গালা ব্যাকরণ

এই সব গ্রন্থ এবং তার কাজ বাংলা সাহিত্যে অমূল্য দান হিসেবে বিবেচিত।

Unfavorite

0

Updated: 4 days ago

Related MCQ

'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কে রচনা করেন? 

Created: 3 months ago

A

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

B

 সুকুমার সেন 

C

মুহম্মদ শহীদুল্লাহ 

D

মুহম্মদ এনামুল হক

Unfavorite

0

Updated: 3 months ago

'সাম্য' গ্রন্থের রচয়িতা কে? 

Created: 3 months ago

A

কাজী নজরুল ইসলাম 

B

মোহাম্মদ বরকতুল্লাহ 

C

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

D

মোহাম্মদ লুৎফর রহমান

Unfavorite

0

Updated: 3 months ago

‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?

Created: 1 month ago

A

এস. ওয়াজেদ আলী

B

আবুল হাসেম

C

আবুল মনসুর আহমদ

D

আবুল হুসেন

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD