A
of
B
from
C
introduction
D
at
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – of।
সম্পূর্ণ বাক্য:
He is devoid of commonsense.
(তার সাধারণ বোধ সম্পূর্ণ অনুপস্থিত।)
Devoid of (ইডিয়ম)
অর্থ: কিছু না থাকা; সম্পূর্ণরূপে বিহীন থাকা।
বাংলায় অর্থ: কোনো জিনিসের অভাব বা বঞ্চনা।
ব্যবহার:
‘Devoid’ শব্দের পর ‘of’ প্রিপোজিশন লাগে।
উদাহরণ বাক্য:
-
পরিত্যক্ত বাড়িটিতে জীবনের কোনো চিহ্ন ছিল না।
-
তার যুক্তি সম্পূর্ণরূপে তর্কসাপেক্ষ এবং অসংগঠিত ছিল।

0
Updated: 1 month ago
A smooth, dry surface helps the tiles adhere ____ the wall.
Created: 4 weeks ago
A
by
B
to
C
in
D
at
• Complete sentence: A smooth, dry surface helps the tiles adhere to the wall.
• Adhere to:
English meaning: to stick firmly.
Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Adhere এর সাথে 'দৃঢ়ভাবে লেগে থাকা' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

0
Updated: 4 weeks ago
What is the antonym of 'gentle'?
Created: 3 months ago
A
harsh
B
modest
C
clever
D
rude
Rude ও Harsh দুটিই Gentle এর বিপরীত শব্দ, দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
• Gentle:
English meaning: calm, kind, or soft.
Bangla meaning: অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- modest: not usually talking about or making obvious your own abilities and achievements: বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার।
- clever: showing intelligence, but not sincere, polite, or serious: চালাক; চতুর; দক্ষ।
- rude: not polite; offensive or embarrassing: অভদ্র; অমার্জিত; রূঢ়।
- harsh: unpleasant, unkind, cruel, or more severe than is necessary: রূঢ়; কর্কশ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 months ago
Data bases sit on computer disks, humming away implies.
Created: 1 month ago
A
Data bases are singing instrumant
B
Data bases are useless and static
C
Data bases make soft-sound but are working away.
D
Data bases are things of the past.
The correct answer is - option গ) Data bases make soft-sound but are working away.
• Humming away refers to continuous humming but we must know that data bases are not musical instrument as per the passage.
- Humming away অর্থ হলো - অনবরত গুণগুণ করে কাজ করে চলে।
• Options আলোচনা,
ক) - তে বলা হচ্ছে Data base হলো গানের যন্ত্র,
খ) তে বলা হচ্ছে এটি ব্যবহার অযোগ্য এবং স্থবির ।
গ) তে বলা হয়েছে এটি মৃদু আওয়াজ সৃষ্টি করে, কাজ করে চলে, যা মূল বাক্যের অর্থের সাথে সংগতিপূর্ণ ।
ঘ) তে বলা হচ্ছে এটি অতীতের বিষয়।
- So, the sentence from the passage "Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and going no where" tells us the telescope continuously work and make soft sounds.
• সুতরাং, Options বিশ্লেষণ করলে দেখা যায় যে, Option (গ) সঠিক।

0
Updated: 1 month ago