'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।' - কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?
A
নূরনামা
B
নসিহতনামা
C
মধুমালতী
D
ইউসুফ-জুলেখা
উত্তরের বিবরণ
আব্দুল হাকিম ছিলেন সপ্তদশ শতাব্দীর এক মুসলিম কবি, যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর জন্মস্থান নোয়াখালী জেলার বাবুপুর বা সন্দ্বীপের সুধারাম হিসেবে পরিচিত। তাঁর পিতা শাহ্ রাজ্জাক ছিলেন একজন পন্ডিত ব্যক্তি এবং তিনি সাহাবুদ্দীনের শিষ্য ছিলেন। আব্দুল হাকিম আরবি, ফারসি এবং সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন, যার ফলে হাদীস, আল-কুরআন, ফেকাহ, রামায়ণ, মহাভারত ও পুরাণ সম্পর্কেও তাঁর গভীর জ্ঞান ছিল। তাঁর সাহিত্যকীর্তি বাংলা ভাষায় বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।
তাঁর রচিত কাব্যগুলোর মধ্যে পাঁচটি উল্লেখযোগ্য কাজ পাওয়া যায়, যা হল:
-
ইউসুফ জোলেখা
-
নূরনামা
-
দুররে মজলিশ
-
লালমোতি সয়ফুলমুলুক
-
হানি-ফার লড়াই
তাঁর কাব্যগ্রন্থ "নূরনামা"-র অন্তর্গত "বঙ্গবানী" কবিতার একটি বিখ্যাত অংশে তিনি বলেছেন, "যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।" এর মাধ্যমে তিনি বাঙালি সংস্কৃতি এবং ভাষার প্রতি তার গভীর প্রেম ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।
0
Updated: 5 days ago
'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
Created: 2 months ago
A
দোলনচাঁপা
B
বিষের বাঁশী
C
সাম্যবাদী
D
অগ্নিবীণা
‘বিদ্রোহী’ কবিতা
-
‘বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা এবং এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-র দ্বিতীয় কবিতা।
-
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ২২ পৌষ, ১৩২৮ বঙ্গাব্দ (৬ জানুয়ারি, ১৯২২ সালে) সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়।
-
নজরুল অনেক বিদ্রোহী মনোভাবের কবিতা লিখেছেন, কিন্তু ‘বিদ্রোহী’ কবিতার কারণেই তিনি চিরকাল ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।
-
এই কবিতার মূল ভাবনা হলো — বিদ্রোহ ও বিপ্লবের তীব্র আবেগ।
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ
-
‘অগ্নিবীণা’ ছিল নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
তিনি এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।
-
এতে মোট ১২টি কবিতা রয়েছে।
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের কবিতাগুলো হলো
-
প্রলয়োল্লাস (প্রথম কবিতা)
-
বিদ্রোহী
-
রক্তাম্বরধারিণী মা
-
আগমনী
-
ধুমকেতু
-
কামালপাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মোহররম
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 2 months ago
'বনি আদম' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 5 months ago
A
গোলাম মোস্তফা
B
হুমায়ুন আজাদ
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
হুমায়ুন কবির
• গোলাম মোস্তফা:
- ১৮৯৭ সালে যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি ও লেখক।
- ১৯৪৯ সালে গঠিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব হিসেবে তিনি কাজ করেন।
- সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যশোর সংঘ কর্তৃক 'কাব্য সুধাকর' (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক
- তিনি ১৯৬৪ সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্যকাহিনী,
- গীতি সঞ্চয়ন,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- বনি আদম ইত্যাদি।
• তাঁর রচিত অনুবাদকাব্য:
- মুসাদ্দাস-ই-হালী,
- কালামে ইকবাল,
- শিকওয়া ও জওয়াব-ই-শিকওয়া (১৯৬০)।
• তাঁর রচিত গদ্যগ্রন্থ:
- বিশ্বনবী, -
- ইসলাম ও জেহাদ,
- ইসলাম ও কমিউনিজম,
- আমার চিন্তাধারা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
সুকান্ত ভট্টাচার্যের জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র কবিতা সংকলন কোনটি?
Created: 2 weeks ago
A
ছাড়পত্র
B
ঘুম নেই
C
আকাল
D
পূর্বাভাস
আকাল
-
আকাল (১৯৪৩) একটি কবিতাসংকলন।
-
এটি পঞ্চাশের মন্বন্তরের সময়কালীন কবিতাগুচ্ছের সংকলন।
-
বিভিন্ন পত্রিকা থেকে কবিতাগুলো সংগ্রহ ও সম্পাদনা করে সংকলনের মূল্যবান ভূমিকা লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য।
-
১৯৬৬ সালে সুভাষ মুখোপাধ্যায়ের ভূমিকাসহ সংকলনের নতুন সংস্করণ প্রকাশিত হয়।
-
এটি সুকান্ত ভট্টাচার্যের জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থ।
সুকান্ত ভট্টাচার্য
-
জন্ম: ১৫ আগস্ট ১৯২৬, কলকাতা, মাতুলালয়; পৈত্রিক নিবাস: কোটালিপাড়া, গোপালগঞ্জ জেলা।
-
ছিলেন মার্কসবাদী ও প্রগতিশীল কবি।
-
দৈনিক স্বাধীনতা পত্রিকার ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।
-
কবিতায় সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও প্রতিবাদকে মূল বিষয়বস্তু হিসেবে উপস্থাপন করেছেন।
-
বিখ্যাত উক্তি: “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি”।
-
মৃত্যু: ২৯ বৈশাখ ১৩৫৪ / ১৩ মে ১৯৪৭।
রচিত গ্রন্থসমূহ:
-
ছাড়পত্র
-
ঘুম নেই
-
পূর্বাভাস
-
মিঠে কড়া
-
অভিযান
-
হরতাল
-
গীতিগুচ্ছ
0
Updated: 2 weeks ago