‘Book Keeper’ এর বাংলা পারিভাষিক অর্থ হলো হিসাব রক্ষক।
- 
অন্যান্য সংশ্লিষ্ট পদসমূহ: - 
Book binder → দপ্তরি 
- 
Librarian → গ্রন্থাগারিক 
- 
Book compiler → গ্রন্থ সংকলক 
 
- 
'pedagogy' শব্দের পরিভাষা -
A
সহশিক্ষা
B
নারীশিক্ষা
C
শিক্ষাতত্ত্ব
D
শিক্ষানীতি
উত্তরের বিবরণ
'Pedagogy' শব্দের বাংলা পরিভাষিক অর্থ 'শিক্ষণবিজ্ঞান'। বাংলা একাডেমির অভিগম্য অভিধান অনুযায়ী, এটি শিক্ষাদান পদ্ধতি ও কার্যকলাপের অধ্যয়নকে বোঝায়।
Cambridge Dictionary অনুযায়ী, 'pedagogy' মানে হলো শিক্ষাদানের পদ্ধতি ও কর্মকাণ্ডের অধ্যয়ন। এর মানে, শিক্ষণবিজ্ঞান শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি এবং কৌশল নিয়ে কাজ করে।
অতএব, অপশনগুলির মধ্যে 'pedagogy' শব্দের সঠিক বাংলা পরিভাষা হবে শিক্ষাতত্ত্ব।
অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ পরিভাষিক শব্দ:
Coeducation - ছেলেমেয়েদের একত্র শিক্ষা; সহশিক্ষা।
Education policy - শিক্ষানীতি।
Apprentice - শিক্ষানবিশ।
Mass Education - গণশিক্ষা।
Phonetics - ধ্বনিবিজ্ঞান।
Plebiscite - গণভোট।
Pledge - বন্দক।
Orion - কালপুরুষ।
Hostage - জিম্মি।
Honorary - অবৈতনিক।
Distorted - বিকৃত।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 5 days ago
'Manifesto' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 2 months ago
A
ঘোষণাপত্র
B
ইশতেহার
C
পাণ্ডুলিপি
D
প্রেরিতক-সূচি
Manifesto = ইশতেহার
Manuscript = পাণ্ডুলিপি
Gazette = ঘোষণাপত্র
Invoice = চালান, প্রেরিতক-সূচি
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
'Insomnia' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
অনাহার
B
অনিদ্রা
C
অবসাদ
D
অসাড়তা
‘Insomnia’ এর বাংলা পরিভাষা হলো অনিদ্রা। এটি চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শব্দ, যার দ্বারা ঘুম না আসা বা পর্যাপ্ত ঘুমের অভাব বোঝানো হয়। বাংলা একাডেমি প্রদত্ত প্রশাসনিক ও বৈজ্ঞানিক পরিভাষা অনুসারে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো—
Vigorous Search = জোরদার তল্লাশি
Forfeiture = বাজেয়াপ্তকরণ
Criminal Liability = ফৌজদারি দায়
Analogy = উপমা
Constipation = কোষ্ঠকাঠিন্য
Epoch = যুগ
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'Book Keeper' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
দপ্তরি
B
হিসাব রক্ষক
C
গ্রন্থাগারিক
D
গ্রন্থ সংকলক
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago