Select the right word. He ran fast lest he _______ miss the train.
A
can
B
should
C
could
D
has
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - should.
- Complete sentence: He ran fast lest he should miss the train.
• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে।
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে বা সেই ভয়ে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/not/never বসে না
- Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might/be + be + V3 + complement.
• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- Hesitant to speak out lest he be fired.

0
Updated: 2 months ago
Honey is _______sweet.
Created: 2 months ago
A
very
B
too much
C
much too
D
excessive
নিচের বাক্যে শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হলো - very।
-
সম্পূর্ণ বাক্য: Honey is very sweet.
এখানে ‘sweet’ একটি adjective, যা কোনো noun বা pronoun এর বৈশিষ্ট্য প্রকাশ করে। adjective কে modify করার জন্য এর আগে adverb লাগে।
-
‘very’ একটি adverb, যা adjective ‘sweet’ কে আরও শক্তিশালী করে।
-
সাধারণত, adverb হলো এমন শব্দ যা verb, adjective বা অন্য adverb কে modify করে, noun বা pronoun নয়।
-
এই বাক্যে ‘very’ adjective ‘sweet’ কে modify করছে।
এভাবে ‘very’ adjective-এর মাত্রা বাড়ায় এবং বাক্যের অর্থ স্পষ্ট করে।

0
Updated: 2 months ago
He advised me __ smoking.
Created: 2 months ago
A
giving up
B
to give up
C
in giving up
D
from giving up
🔹 To-Infinitive ব্যবহারের নিয়ম:
👉 কিছু কিছু verb আছে যেগুলোর পরে যদি কোনো object ব্যবহৃত হয়, তাহলে এরপরে to-infinitive (to + verb) ব্যবহার করতে হয়।
এই ধরনের verb হলো:
-
advise
-
remind
-
allow
-
permit
-
recommend
-
encourage
-
forbid ইত্যাদি।
উদাহরণ:
-
She advised me to give up smoking.
-
Rahim reminded me to take medicine.
-
The manager allowed us to leave work early.
-
He forbade his students to use their phones.
-
The park permits visitors to bring food.
-
She encouraged her friend to pursue her dreams.
🔹 কিন্তু যদি উপরের verb-গুলোর পর object না থাকে, অর্থাৎ verb-এর পরে সরাসরি আরেকটি verb আসে, তাহলে সেই ক্ষেত্রে gerund (verb + ing) ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
They allow fishing here.
-
I would advise taking out some insurance.
🔹 অনুশীলন:
-
Complete the sentence:
He advised me __ smoking.
✅ Correct Answer: to give up

0
Updated: 2 months ago
Fill in the gap with the suitable word: To stay healthy, we must plan to have a balanced_____.
Created: 2 months ago
A
diet
B
food
C
drink
D
environment
• শূন্যস্থান পূরণের সঠিক শব্দটি হচ্ছে diet।
-
সম্পূর্ণ বাক্য: To stay healthy, we must plan to have a balanced diet.
অর্থাৎ, সুস্থ থাকতে হলে আমাদের একটি সুষম খাদ্য গ্রহণের পরিকল্পনা করা উচিত।
• Diet শব্দটির অর্থ হলো নিজেকে বা কাউকে একটি নির্দিষ্ট খাদ্য তালিকার মধ্যে সীমাবদ্ধ রাখা।
-
শরীরের সুস্থতা বজায় রাখার জন্য সুষম আহারের প্রয়োজনীয়তা অপরিহার্য।
• অপশন হিসেবে উল্লেখিত অন্যান্য শব্দগুলোর অর্থ হলো –
খ) Food: ভক্ষণযোগ্য বস্তু; যা আমরা খাই যেমন—খাবার, আহার, অন্ন ইত্যাদি।
গ) Drink: পান করার যোগ্য তরল পদার্থ; পানীয়।
ঘ) Environment: আমাদের চারপাশের প্রাকৃতিক ও সামাজিক পরিস্থিতি, অর্থাৎ পরিবেশ বা চতুষ্পার্শ্ব।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রণীত Accessible Dictionary।

0
Updated: 2 months ago